অনেকেই কম্পিউটার কেনার সময় ভাল গাইডলাইনের অভাবে আশানুরুপ সিপিইউ পাননা। যেহেতু একটা কম্পিউটারের সমস্ত কার্য সিপিইউ এর মধ্যেই সম্পাদিত হয় সুতরাং এর কনফিগারেশন আশানুরুপ না হলে কারোরই ভাললাগেনা। কিন্তু শুধু ভাল কনফিগারেশন নিয়ে ভাবলেই হবেনা, আমাদের বাজেটটা নিয়েও ভাবতে হবে। কারন বাজেট যত বড় কনফিগারেশন ততই ভাল। কিন্তু যাদের বাজেট একটু কম তারা কি ভাল কনফিগারেশন এর সিপিউ ব্যবহার করবেনা তা কেমন করে হয়! আমরা চাচ্ছি কম খরচে সর্বোচ্চ কনফিগারেশনের gaming cpu কিনতে। তাই আপনাদের জন্য আমি এই রিভিউটি লিখছি। তো চলুন কম্পিউটার বাজার থেকে ঘুরে আশা যাক,
বাজারে এখন অনেক ব্রান্ডের এবং অনেক ধরনেরই মাদারবোর্ড আছে। আমরা অন্য কোন ব্রান্ডএ ফোকাস না করে সোজা Gigabyte এর কথা বলি, কারন ব্যক্তিগত ভাবেই আমি Gigabyte পছন্দ করি, এর সর্বোচ্চ কাজের চাপ বহন করার ক্ষমতা এবং এর লম্বা আয়ুর করনে। আমরা যেহেতু কম বাজেটে gaming cpu কনফিগার করবো তাই অনলাইনে ঘাটাঘাটি করে আমি পছন্দ করেছি Gigabyte এর GA. B250M - D3H মাদারবোর্ডটা. বিস্তারিত পড়ুন
আমি মোস্তাফিজ আর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।