যখন প্রশ্ন আসে কম দামে ভালোমানের একটি স্মার্টফোন কেনার, ঠিক তখন উঠে আসে ওয়ালটনের নাম। ওয়ালটন আমাদের বাজেট রেঞ্জের স্মার্টফোনের জন্য একটি নামকরা স্মার্টফোন ব্র্যান্ড। আমাদের দেশে বর্তমান সময়ে বেশির ভাগ মানুষ বাজেট রেঞ্জ এর স্মার্টফোনের ক্ষেত্রে ওয়ালটন বাছাই করে থাকে।
ওয়ালটনের বাজেট শ্রেনীর নতুন আরেকটি স্মার্টফোন হলো ওয়ালটন প্রিমো জিএফ৬। জিএফ সিরিজের নতুন সংযোজন এই জিএফ৬ স্মার্টফোন ছয় হাজার টাকার নিচের বাজেট রেঞ্জে একটি শক্তিসালী স্মার্টফোন।
স্মার্টফোনটির মূল ফিচারগুলো হলঃ
স্মার্টফোনটির বক্স আনবক্স করলে যা যা পাওয়া যাবেঃ
দামঃ
বর্তমানে ডিভাইসটির বাজার মূল্য মাত্র ৫০৯৯৳ টাকা।
ডিসপ্লেঃ
ডিসপ্লে হিসেবে স্মার্টফোনটিতে রয়েছে একটি ৫ ইঞ্চি সাইজের FWVGA ডিসপ্লে। এতে টাচ হিসেবে থাকছে অন্যসব ফোনের মত ক্যাপাসিটিভ টাচ প্যানেল। দাম হিসেবে এই ডিসপ্লে মানানসই।
বডিঃ
ডিভাইসটির প্রস্হ ৭৩.৭ মিলিমিটার এবং ডিভাইসটির উচ্চতা ১৪৬.৩ মিলিমিটার। ডিভাইসটি ৯.৮ মিলিমিটার পুরু এবং ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৬৫ গ্রাম। সুতরাং এটি একটি হালকা পাতলা ডিভাইস। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে নিচে রয়েছে তিনটি ক্যাপাসিটিভ টাচ বাটন। ডিভাইসটির ব্যাক সাইডে দেয়া হয়েছে সুন্দর একটি গ্লসি লুক, যা ডিভাইসটিকে আকর্ষনীয় করে তুলেছে।
ব্যাটারিঃ
ডিভাইসটিতে থাকছে ২০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি। সাধারন ব্যবহারে এটি অর্ধেকদিন ব্যাকআপ দেবে।
ক্যামেরাঃ
ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল BSI সেলফি ক্যামেরা। ক্যামেরা ফেস ডিটেকশন এবং অটোফোকাস সাপোর্টেড। একইভাবে রিয়াল প্যানেলেও রয়েছে ৫ মেগাপিক্সেল BSI ক্যামেরা। তবে এর সাথে একটি সিঙ্গেল এলইডি ফ্লাসও যুক্ত রয়েছে। ক্যামেরাটি ১২৮০*৭২০ পিক্সেলে এইচডি ভিডিও শুট করতে পারে।
অপারেটিং সিস্টেমঃ
ডিভাইসটিতে ২০১৭ সালে লঞ্চ হওয়া গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড ৭ নোগাট ভার্সন দেয়া হয়েছে। তবে ডিভাইস টিতে কাস্টম রম ব্যবহার করা হয়েছে।
হার্ডওয়্যারঃ
ডিভাইসটিতে রয়েছে MT6580M চিপসেটটি। এটি একটি কোয়াত কোর প্রোসেসর যার ফ্রিকুয়েন্সী ১৩০০ মেগাহার্টজ। জিপিইউ হিসেবে রয়েছে মালি ৪০০ এমপি। থাকছে ১ জিবি র্যাম, যার ভেতর ৯৬৪ এমবি এর মধ্যে ৩৯৩-৪০০ এমবি ফাকা থাকে। আর রম হিসেবে থাকছে ৮ জিবি যার ৪ জিবি ব্যবহারযোগ্য। দাম হিসেবে এটি একটি ডিসেন্ট স্পেসিফিকেশন।
বেঞ্চমার্কঃ
এমটুটু বেঞ্চমার্কে ডিভাইসটির স্কোর এসেছে ২৪০৯৮। গীকবেঞ্চে সিঙ্গেল কোরে এর রেজাল্ট এসেছে ৪২৩ এবং মাল্টি কোরে এসেছে ১২২২।
গেমিং ও মাল্টিমিডিয়াঃ
২ডি গেমস অনায়াসে এবং কিছু ৩ডি গেমস এই ফোনে খেলা যাবে। ক্ল্যাস ওয়্যাল এর মত ২ডি অনলাইন গেমস অনায়াসে খেলা যাবে। আর ডিভাইসটিতে ফুল এইচডি ভিডিও অনায়াসে কোন ল্যাগ ছাড়াই প্লে করা যাবে।
ভালোদিকঃ ডিভাইসটিতে বেশ কিছু ফিচার রয়েছে। যেমন; স্মার্ট জেস্চার, ফ্লিপ করলে এলার্ম বন্ধ, পাওয়ার বাটন দিয়ে আনলক ইত্যাদি ফিচার ব্যবহারকারীর খুব ভালো লাগবে।
খারাপদিকঃ ডিভাইসটির একটি খারাপ দিক হল এটি ৪জি কানেক্টিভিটি সাপোর্টেড নয়। তবে দাম হিসেবে এত কিছু আশা করাও ঠিক নয়।
এই পোস্টটি কেবল টেকটিউনস এ করা হল, কেউ কপি করবেন না। টেকটিউনস এ বেশি বেশি মানসম্মত টিউন করে আগের মত প্রাণবন্ত করে তুলুন। ধন্যবাদ আশা করি রিভিউটি ভালো লাগলো।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।