হ্যান্ডস-অন রিভিউঃ মেড ইন বাংলাদেশ Walton Primo E8s – এন্ট্রি লেভেলের সেরা ফোন

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি,
সবাই ভালো আছেন নিশ্চয়ই? আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে, যেখানে থাকছে দেশে তৈরি স্মার্টফোন Walton Primo E8s হ্যান্ডস-অন রিভিউ। মাত্র ৩৯৯৯ টাকা দামের Walton Primo E8s এর উল্লেখযোগ্য ফিচারগুলো হচ্ছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‍্যাম, ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা প্রভৃতি। অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনে ১৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
Primo E8s hands-on review
একনজরে Primo E8s এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নিন -

  • ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • নউগ্যাট অপারেটিং সিস্টেম
  • ৪.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ডুয়েল সিম
  • ১৬৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
  • ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী

যেসব কারণে ভালো লেগেছে Walton Primo E8s

  • সাশ্রয়ী দাম
  • ১ গিগাবাইট র‍্যাম
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা

আনবক্সিং:
Primo E8s এর বক্স খোলার পর আপনি যা পাবেন–

  • ফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ার‍্যান্টি কার্ড
  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন

Primo E8s Uboxing
অপারেটিং সিস্টেমঃ
অপারেটিং সিস্টেম হিসেবে Primo E8s এ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহার করা হয়েছে। তবে OTA আপডেট সুবিধা থাকায় আপনি পরবর্তীতেও এতে বিভিন্ন ধরনের আপডেট পাবেন।
Primo E8s review OS
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
৪.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লেবিশিষ্ট Primo E8s এর ডিসপ্লের রেজোল্যুশন ৪৮০x৮৫৪ পিক্সেল।
Primo E8s এর ইউজার ইন্টারফেস-
Primo E8s UI
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
সাশ্রয়ী বাজেটের ফোন হলেও Primo E8s এর ডিজাইন চমৎকার। এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট; এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে।
Primo E8s hands-on review
Primo E8s এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট রয়েছে। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই। ১৩৩.৫ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৭ মিলিমিটার আর এর পুরুত্ব ৯.৯ মিলিমিটার। হালকা গড়নের এই ফোনের ওজন মাত্র ১৩০.৮ গ্রাম (ব্যাটারিসহ)।
Primo E8s review
মেমোরীঃ
Primo E8s এর ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর মধ্যে প্রায় ৪ গিগাবাইট ব্যবহারযোগ্য। সেইসাথে এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর মেমোরী বাড়ানো যায়। অন্যদিকে এর ১ গিগাবাইট র‍্যামের মধ্যে প্রায় ৯৪০ মেগাবাইট ব্যবহারযোগ্য।
Primo E8s review Memory
সিপিইউ ও জিপিইউঃ
১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে। সাশ্রয়ী বাজেটের ফোন হলেও এতে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
Primo E8s Chipset GPU
গেমিং পারফরম্যান্সঃ
এন্ট্রি লেভেলের ফোন হলেও Primo E8s সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে এক্সট্রিম স্ক্যাটার, ক্ল্যাশ অব ক্ল্যান্স, মাইনক্র্যাফট, পোকেমন গো প্রভৃতি জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা গেছে।
Primo E8s Gaming Review Temple Run 2
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে প্রিমো E8s এর স্কোর এসেছে ২১১৩২; অন্যদিকে GeekBench এ স্কোর এসেছে ৩৮৪ (সিঙ্গেল-কোর) ও ৯৯৬ (মাল্টি-কোর)
Primo E8s review AnTuTu Benchmark Score
ক্যামেরাঃ
দারুণ ছবি তুলতে Primo E8s এর ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস-
Primo E8s review Camera Interface
রেয়ার ক্যামেরায় তোলা ছবিঃ
Primo E8s review Camera Sample
Primo E8s review Camera Sample 2
এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের কাজটাও দারুণভাবে সেরে নিতে পারবেন।
Primo E8s review Front Camera Sample
অডিও ও ভিডিওঃ
এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে; অন্যদিকে এতে এইচডি ভিডিও কোন ধরনের ল্যাগ ছাড়াই প্লে করা গেছে।
Primo E8s video review
কানেক্টিভিটিঃ
এই ফোনে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সিমঃ
ডুয়েল সিম সুবিধার প্রিমো E8s এর সিম স্লট মাইক্রো-সিম সাপোর্টেড।
OTA আপডেট সুবিধাঃ
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা থাকায় আপনি ভবিষ্যতেও সফটওয়্যার আপডেট পাবেন।
Primo E8s hands-on review OTA Update
ব্যাটারি:
১৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারিবিশিষ্ট Primo E8s এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় সাড়ে ৫ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ কিংবা এইচডি ভিডিও উপভোগ করা যায়।
Primo E8s Battery review
দামঃ
এন্ট্রি লেভেলের স্মার্টফোন ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় ও প্রয়োজনীয় নানা ফিচারের ‘মেইড ইন বাংলাদেশ’ Primo E8s এর দাম মাত্র ৩৯৯৯ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
Primo E8s Price
শেষ কথাঃ
আপনার বাজেট যদি হয় ৪ হাজার টাকার মধ্যে আর কিনতে চান ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১ গিগাবাইট র‍্যামের ফোন, তাহলে Primo E8s অন্যদের থেকে এগিয়েই থাকবে। তাছাড়া এর ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, নউগ্যাট অপারেটিং সিস্টেম ইত্যাদি ফিচার এই বাজেটের অন্যান্য ফোন থেকে একে সহজেই আলাদা করতে সক্ষম।

আজকের রিভিউ টিউন এখানেই শেষ করছি; টিউন নিয়ে আপনাদের মন্তব্য/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্‌ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস