সেন্সর বোর্ড থেকে ব্যন/নিসিদ্ধ করা সেরা 10 টি ভারতের জনপ্রিয় ছবি-1

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

সেন্সর বোর্ড থেকে ব্যন/নিসিদ্ধ করা সেরা ৫টি ভারতের জনপ্রিয় ছবিঃ

বলিউডে বেশ কিছু ভাল ছবি আছে যে ছবিগুলো নিরমিত জঙ্গিবাদ,  আক্রমণাত্মক,  অপহসিত, সেক্সুয়াল ইত্তাদি নিয়ে। কিন্তু ছবিগুলা খুব বেশি মানুশের কাছে পউছাতে পারেনি কারন এই ছবিগুলো কখনো সিনেমার পরদায় অথবা টেলিভিসনে দেখানো হয় নাই…এই টিউনটা মুলত এইরকম ৫ টি ছবি নিয়ে যে ছবি গুলো ভারতের সেন্সর বোর্ড থেকে ব্যন বা নিসিদ্ধ করা হয়েছে। জার ফলে বেসির ভাগ চলচিত্র প্রেমিরা এই ছবিগুলার নামও জানেনা যদিও নিচের কিছু ছবি অন্নান্য দেশে মুক্তি পায় আর সব ছবি গুলাই ইন্টারনেট থেকে দেখা ছাড়া উপায় নাই

Kama Sutra – A Tale Of Love (1996)


কামাসুত্রা এ টেল অফ লাভ ছবিটি নিরমান করা হয় ১৯৯৬ সালে। ছবিটি ইংরেজি ভাসায় করা হয়, মুক্তি পায় ১৯৯৭ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে শুধুমাত্র USA তে। নিচে ছটির ট্রেইলার দিয়ে দিলাম. IMDB – 6.00

ফুল ছবিটি ইউটুবে দেখুন ঃ কামাসুত্রা ইউটুব লিঙ্ক

Unfreedom (2015)। আনফ্রিডোম ২০১৫


আনফ্রিডোম ছবিটি ২০১৫ সালে নিরমান করা হয়। রাজ আমিত কুমার পরিচালিত এই ছবিটি মুক্তি পায় USA এবং Australia তে,  আনফ্রিডোম ছবিটি ভারতিয় লেসবিয়ান্দের কাহিনি ও কথা নিয়ে নিরমান করা হয়। ছবিটি ১১ কোটি বাংলাদেশি টাকা আয় করে। IMDB – 6.8

ট্রেইলার দেখুন

Inshallah, Football (2010) | ইংসাহআল্লাহ ফোটবল ২০১৬


ইংসাহআল্লাহ ফোটবল ২০১৬ সালের ভারিতয় ছবি। ছবিটি বানানো হয়েছে কাস্মিরের একটি ছেলের বিদেশ ভ্রমন ও একজন জুনপ্রিও ফোটবল খেলোয়ার হয়ে উঠা নিয়ে। তাকে বিদেশ গমন করতে হয় কারন তার বাবার উপর জঙ্গিবাদের আরোপ ছিলো। এ ছাড়াও কাস্মিরের বেসামরিক লোকেদের বিদ্রহি এবং জঙ্গিবাদের কিছু দ্রিসধারন করা হয় ছবিটিতে। IMDB – 8.00

ট্রেইলার দেখুন

Black Friday (2004) | ব্লাক ফ্রাইডে ২০০৪


ব্লাক ফ্রাইডে ছবিটি নিরমিত হয় (ব্লাক ফ্রাইডে) বই থেকে। ছবিটি ইন্ডিয়ার ১৯৯৩ সালের বোম ব্লাস্ট এর কাহিনি নিয়ে নিরমিত এইছবিটি, ছবিটিতে ১৯৯৩ সালের বোম ব্লাস্টসহ জঙ্গিদের জিবনের কাহিনিও তুলে ধরা হয়…ছবিটিতে আভিনয় করেছেন ঃ আনুরাগ কাসাপ, কে কে মেনন, নাওাজুদ্দিন সিদ্দিকি, পাবান মালহত্রা, আদিত্ত স্রিবাস্ত, ইমতিয়াজ আলি সহ আরো জনপ্রিয় কয়েকজন অভিনয় সিল্পি রয়েছে এই ছবিটিতে। IMDB -8.6

ট্রেইলার দেখুন

Gandu (2010)। গান্ডু ২০১০


গান্ডু ২০১০ সালের ভারতিয় বাংলা ছবি। ছবিটা একটা হতাস ছেলেকে নিয়ে নিরমিত, পোরো ছবিটাতে এতটাই নগ্নতা এবং সেক্স এর দ্রিশ্যধারন করা হয় যা  ভারতীয় সংবেদনশীলতাকে হার মানয়.এই কারনে ব্যন করে দেওয়া হয়… IMDB – 5.9

ট্রেইলার দেখুন

আমার কিছু কথা ঃ এই ৫টি ছবির সবকয়টাই অনেক ভাল ছবি, কিন্তু সমসসাটা হচ্ছে এই ছবিগুল একটু ভিন্ন্যধরমি যা আমাদের মাঝে ভিব্রতকর পরিস্থিতি তইরি করতে পারে… তাই হইয়ত সেন্সর বোর্ড থেকে ছবিগুলাকে ব্যন করে দিছে

ইংসাহআল্লাহ ফোটবল,  ব্লাক ফ্রাইডে, এই দুইটা ছবি দেখতে পারেন। এইখান থেকে বেশ কিছু ছবি আমার দেখা, আর দুইটা ছবি ইউটুবে আছে তাই লিঙ্ক দিয়ে দিলাম… এরকম আরো প্রায় দশটা ছবি আছে এই টিউনাতে সারা পেলে বাকি গুলাকে নিয়ে আরেকটি টিউন করবো.

ফেইছবুকে আমি ঃ http://facebook.com/Iamtazmul

Level 1

আমি ব্লগার তাজমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস