মিউজিক বর্তমান সভ্যতায় নিত্য প্রয়োজনীয় জিনিষ হয়ে দাড়িয়েছে। বাংলা গানের গন্দি পেরিয়ে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ইংরেজী, হিন্দি ও অন্যন্য ভাষার গান। কবে বিজাতীয় ভাষার গানের ক্ষেত্রে ভাষার চেয়ে মিউজিকটাই আমাদের কাছে বেশি প্রধান্য পায়।
এমন যদি হতো হিন্দি, ইংরেজী ও অন্যন্য ভাষার গানের প্রতিটি শব্দ বুঝতে পারছেন, তবে গান শোনায় নতুন মাত্রা যোগ হত।
আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি প্লাগইনস এর সাথে যেটি
প্লাগইনস টি ইন্সটল করার পর আপনাকে আর কিছুই করতে হবেনা। শুধু ইন্টারনেট কানেকশন অন রাখবেন, গানের প্রতিটি লিরিকস সাবটাইটেলের মত কথার সাথে সাথে আপনার চোখের সামনে ভাসবে।
আলাদা কোনো ইউন্ডো তে নয়, ডেক্সটপের ব্যাকগ্রাউন্ডে ভাসতে থাকবে, মানোরম গ্রাফিক্সের সাথে।
1. প্রথমে মিডিয়া ফায়ারের এই লিংক থেকে 1.6 মেগাবাইটের প্লাগইনটি ডাউনলোড করুন। ভাইরাসমুক্ত কিজেন ভেতরে সংযুক্ত করা আছে।
2. Jet Audio, Winamp, KM player, সহ সব প্লোয়ারই সাপোর্ট করে এটি। ভালো পারফরম্যান্সের জন্য Winamp ব্যবহার করুন।
3. যেই mp3 ফাইলটি গুনবেন তার নাম সঠিক থাকতে হবে। অনেকসময় দেখা যায় গানের নাম Droona.mp3 বা My Heart Will Go On.mp3 কিন্তু পিসিতে 001Droooona.mp3, 002Titanic.mp3এসব নামে সেভ থাকে। গানের নামটি সবসময় সঠিক রাখুন।
4. ইন্টারনেট সংযোগ চালু রাখুন।
5. এবার গানটি চালু করুন যেকোনো প্লেয়ারদিয়ে। অটোমেটিক লিরিকস ভাসবে চোখের সামনে। এত সহজ ও তরলবৎ ইউজার ফ্রেন্ডলী সফট খুব কমই দেখেছি। (একাধিক লিরিক্স পেলে আপনাকে একটি সিলেক্ট করতে বলবে)
একবার ডাউনলোড হবার পর সেটি অটোমেটিক সেভ হয়ে থাকবে। আপনাকে বার বার ডাইনলোড করতে হবেনা।
স্ক্রিণ শট দেবার মত কিছুই নাই, কারণ সফটওয়্যারটি ইন্সটল করলেই সব কাজ নিজে থেকেই করে ফেলবে।
তবুও একটা রিভিউ দেখুন
------------------------------------------------
ভালো থাকুন, সুস্থ থাকুন
---- নেট মাস্টার
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANK U SO MUCH.