বিজনেস আইডিয়া প্রয়োজন? নিয়ে নিন কিছু বিজনেস আইডিয়া – পর্ব ১

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

সালাম আশাকরি সবাই ভালো আছেন, সকলে এখন স্বপ্ন দেখেন নিজের বাসায় বসে ব্যবসা শুরু করার। অনেক ভালো লাগে যখন শুনি মানুষ ডাক্তার, পুলিশ, আরমি হওয়ার মতো স্বপ্ন দেখার সাথে সাথে এখন নিজে কিছু করার স্বপ্নটি দেখেন। তাই আজ আমি আপনাদের সাথে আজ কিছু বিজনেস আইডিয়া শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগুলে টিউমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন 😛

১. বাইসাইকেল মেরামতঃ

আমি মনে করি প্রতিটি দেশে রয়েছি বাইসাইকেল মেরামতের দোকান, এই ব্যবসা শুরু করলে আপনি বছর জুড়ে কাজ পেতে পারেন এবং আপনার ইনকামও থাকবে বছর জুড়ে। আমরা যে যেখানে থাকি তার আশে-পাশে রয়েছে এমন অনেক দোকান যেখানে মোটর সাইকেল, বাইসাইকেল মেরামত করা হয়। আপনি চাইলে এই ব্যবসা অনলাইনেও শুরু করতে পারেন। এমন যদি হয় বাসায় গিয়ে বাইসাইকেল বা মোসাইকেল আপনি মেরামত করে থাকেন তাহলে কেমন হবে? অনেক ভালো হবে আমি অনলাইনে এমন সার্ভিস দেখিনি তাই আপনি শুরু করতে পারেন আজ থেকেই।

২. বিজনেস প্ল্যান সার্ভিসঃ 

আপনি কি একজন ভালো মানের বিজনেস প্লানার? তাহলে আপনি আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। আপনি চাইলে বিজনেস প্ল্যান তৈরি করে তা অনলাইনে বা অনেক কোম্পানির কাছে বিক্রি করতে পারেন। অথবা আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন আপনার সার্ভিস নিয়ে যেমনঃ আপনি অনলাইনে বিজনেস প্লান তৈরি করেন। তাহলে আপনার গ্রাহক সংখ্যা অনেক হবে বলে মনে করি। অনেক মার্কেটিং কোম্পানি বিজনেস প্ল্যান দিয়ে থাকে অনেক কোম্পানিকে কিন্তু শুধু বিজনেস প্ল্যান দেয় এমন কোম্পানি এখনো হইনি বাংলাদেশে তাই আপনি চাইলে আপনার পছন্দের ঘরে বসে এই বিজনেসটি শুরু করতে পারেন।

৩. পরিস্কার সেবাঃ 

হইতো অনেকেই এটি পছন্দ করবেন না তবুও শেয়ার করছি। অ্যামেরিকায় বা অন্যান্য দেশে এই কাজটির অনেক চাহিদা। আপনি অফিস পরিস্কার সেবা প্রধান করবেন। এর জন্য আপনার মূল টার্গেট রাখতে হবে বাংলাদেশি অফিস গুলোর। এমন একটি সেবা আপনি তৈরি করবেন যে আপনি অফিসের সকল যায়গা প্রফেশনালি পরিস্কার করবেন। আপনি আরেকটি কাজ করতে পারেন আপনার আশে পাশে Event Management নিয়ে কাজ করে এমন মানুষ অনেক পাবেন তাদের সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন, কারন তারাই পারবে আপনাকে ভালো মানের ক্লাইন্ট এনে দিতে। [কোন কাজ ছোট নয়] যদি একটি আইডীটি আপনার মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন।

৪. কম্পিউটার সার্ভিসসিংঃ

ভালো একটি আইডী, আমার মনে আছে আমি একদিন আমার একটি বড় ভায়ের সাথে আলাপ করেছিলাম একন একটি ওয়েবসাইট করবো যেখানে সার্ভিস থাকবে Computer Repair। আমরা সকলের বাসায় গিয়ে তাদের সামনে বসে কম্পিউটার ঠিক করবো। আমি জানতাম না কাজ গুলো কিন্তু আমার বড় ভাই জানতো তাই বলেছিলাম মার্কেটিং এবং ওয়েবসাইট করার দায়িত্ব আমার আপনি শুধু কাজ করবেন। সাথে সাথে উনার মাথায় আরেকটি আইডিয়া আশে আমরা যদি Repair এর পাশাপাশি হার্ড ডিস্ক, র‍্যাম, আগুলো বিক্রি করি? আমি বললাম মানে? তখন আমার বড় ভাই আমাকে বলে দেখ আমরা যখন কারো বাসায় কম্পিউটার ঠিক করতে যাবো যদি কারো কিছু নস্ট থাকে তাহলে আমরা সেটা দিব এতো আমাদের ডাবল লাভ হবে।  যদি পরে আমরা এটা নিয়ে আর ভাবিনী কারন বড় ভাইটী আমার আপন কেউ না উনি এখন অনেক দূরে। আপনি চাইলে করতে পারেন, আপনার যদি এমন একটি মানুষ থাকে যে কিনা কম্পিউটার মেরামতে পারদর্শী। তাকে নিয়ে শুরু করতে পারেন আপনার অনলাইন ব্যবসা।

5. বই বিক্রি অফলাইনঃ

বন্ধুরা আপনারা যা পড়ালেখা করেন তারা কি বলতে পারেন আপনার আশেপাশে গল্পের বই কোথায় পাওয়া যায়? আমাকে যদি জিগ্যেস করেন তাহলে আমি শুধু রকমারি চিনি আমি যেখানে যাই রকমারি আমার সাথে থাকে। আশাকরি বইটি কিনে পড়বেন।

আমি জানি আমার বানানে অনেক ভুল আছে কারন আমি অভ্র দিয়ে বাংলা বেশি একটা লিখতে পারি না তাই আমাকে ক্ষমা করবেন। টিউমেন্ট করে জানাবেন আপনার কাছে কোন আইডিয়াটি অনেক ভালো লেগেছেন এবং আপনি কি ভান আমি আরেকটী ব্লগ লিখি নতুন আইডিয়া নিয়ে? তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন।

আমার সাথে সব সময় ফেসবুকে যুক্ত থাকার জন্য অনুরো করছিঃ

ফেসবুকে আমি 

Level 0

আমি মোঃ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এপ্স ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/