Eternal Sunshine of the Spotless Mind মুভি রিভিও

ছবিটা আমাকে দিয়েছিল আমার ভাই, বলেছিল, দেখিস! সেই মুভি!
আমি eternal কথাটায় এসে আটকে গেলাম, eternal?! মানে কি? মুভি কম্পিউটারে পড়ে থাকল। আমার আর দেখা হোলোনা
আমার ভাইরাই আমাকে মুভি দেয়। আবার একদিন মুভি চাইলাম। বল্ল, আগেরগুলা দেখেছিস? আমি চুপ
এত কঠিন সিনেমা দেখব কিভাবে? eternal মানে বুঝিনাই তাই খুলেও দেখিনাই কি আছে ভিতরে।
দাগহীন মনে চিরজীবনের সূর্যালোক।
সে যাক।
নায়ক নায়িকার দেখা এক শীতের সকালে, কোন এক ট্রেন স্টেশনে। নায়কের ঠিক মনে পড়ছেনা সে কেন যেন কি ভাবতে ভাবতে স্টেশনে এসেছে কোথাও যেতে আর অভ্যাসবশত ট্রেনে উঠে পড়েছে। মাঝে মাঝে হয়না? খুব বিষন্ন লাগছে আর ভাবছি, খোলা হাওয়ায় হয়ত একটু ভাল লাগত?
অদ্ভুত রঙের চুলের একটা মেয়ে দূরে দাড়িয়েছিল। মেয়েটা মারাত্মক সুন্দর। খুব ইচ্ছে করছে তার সাথে গয়ে কথা বলতে। কিন্তু জড়তা লাগছে। হঠাত মেয়েটাই কথা শুরু করল। ভালই লাগছিল কথা বলতে। নাম বল্ল, ক্লিমেন্টাইন।
ছেলেটা বল্ল, আচ্ছা।
ছেলেটা কম কথা বলে। চুপচাপ ধরনের।
-নিন, হাসুন এখন!
হাসব কেন?
-বারে, ক্লিমেন্টাইন নাম শুনে হাসবেন না আর সবার মত?
হাসির কি হল
-আরে আমার নাম ক্লিমেন্টাইন। গান আছে না? o my darling, o my darling, o my darling, clementine?
কখনো শুনিনি।
যাব্বাবা! এই গান শোনেননি!
এটা একটা জনপ্রিয় ছড়া। বাচ্চাদের। যাহোক।
তবে আপনাকে আমার চেনা চেনা লাগছে ক্লিমেন্টাইন
-বোধহয় আমার দোকানে দেখে থাকবেন। গানের সিডির দোকান। আমার চুলের রঙের জন্য মনে আছে। বুঝেছি।
দুইজনে কুটকুট করে গল্প করতে করতে সারা রাস্তা আসল
এখন যদি বলি, গত কয়েক সপ্তাহ এই ছেলেটাই ক্লিমেন্টাইনের দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত, বিশ্বাস করবেন?
অথচ সে আজ ক্লিমেন্টাইনের নামটাও ভুলে গেছে। এমনকি ওর নাম আছে এমন একটা ছেলেবেলার গানও ওর মনে নেই। অদ্ভুত না?
মনে হচ্ছেনা, কেউ বোধহয় রাবার দিয়ে ঘষে ওর মাথা থেকে ক্লিমেন্টাইন কে মুছে দিয়েছে। চিরতরে। ওর কিচ্ছু মনে নেই।
যদি বলি, এই দুইজনের একটা অতীত ছিল, যেটা আজ আর নেই। দুইজন ইচ্ছা করে ভুলে গেছে সেটা।
কিন্তু ঘুরে ফিরে আবার দুজন দুজনের সামনে।
ভালোবাসা এমনই।
রাগ বা ক্ষোভ আসবেই। তাই বলে ভালোবাসা মুছে দেয়া যায়না
বরং চেনা মানুষই যখন অচেনা হয়ে যায়, চোখের সামনে থেকেও সেই বিরহ মেনে নেয়া যায়না
সেই অজানা অতীত তখন হয়ে যায়
'ভুলে যাওয়া আবছায়া আলো'

আমি অনলাইনে দেখেছি কেউ দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন Watch movie online

লেখকঃহোমায়রা শবনম সিঁথি

Level 0

আমি সিয়াম সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস