বিশ্বের অন্যতম গেমিং টেকনোলোজি নির্মাতা প্রতিষ্ঠান রেজার সাধারণত গেমিং পিসি, ল্যাপটপ, ট্যাবলেট ও গেমিং এক্সেসরিস প্রডিউসার হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। কিন্তু রেজার এবার গেমারদের হাতের মুঠোয় গেমিং একসাইটমেন্ট দিতে প্রথমবারের মতো বাজারে স্মার্টফোন নিয়ে এসেছে বাজারে। এতে বর্তমানে বাজারের সেরা প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ থাকছে। ফোনটিতে থাকছে ৮ জিবি র্যাম ও অ্যাড্রেনো ৫৪০ জিপিইউ। এতে ৬৪ জিবি ইউএফএস ইনবিল্ট স্টোরেজ থাকছে যাতে বেশি স্টোরেজের গেম রাখা যাবে। এ ছাড়া স্মার্টফোনটিতে দুই টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। স্মার্টফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ও ১৩ মেগাপিক্সেল জুম সেন্সর থাকছে। সামনে দিকে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। বিস্তারিত জানতে উপরের ভিডিওটি দেখুন।
আমি সৌমো দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।