সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি,
শীতের প্রকোপে কেমন আছেন সবাই? আপনাদের জন্য আবারও হাজির হলাম নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। আর সেই ফোনটি হলো Walton Primo E8i, যা বাংলাদেশে তৈরি ওয়ালটনের প্রথম ফোন!
দেশীয় বাজারের ক্রেতাদের হাতে সাশ্রয়ী বাজেটে স্মার্টফোন তুলে দিতে “Made in Bangladesh” স্লোগান নিয়ে দেশেই ফোন উৎপাদন শুরু করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন, আর সেই প্রয়াসেরই প্রথম ফোন Primo E8i; মাত্র ৩৫০০ টাকা দামের এই ফোনের উল্লেখযোগ্য ফিচারগুলো হচ্ছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম, ১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রভৃতি। চলুন তাহলে বিস্তারিত রিভিউ শুরু করা যাক।
একনজরে Primo E8i এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নিন -
যেসব কারণে ভালো লেগেছে Walton Primo E8i
আনবক্সিং:
Primo E8i এর বক্স খোলার পর আপনি যা পাবেন–
অপারেটিং সিস্টেমঃ
অপারেটিং সিস্টেম হিসেবে Primo E8i এ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে। তবে OTA আপডেট সুবিধা থাকায় আপনি পরবর্তীতেও এতে বিভিন্ন ধরনের আপডেট পাবেন।
ইউজার ইন্টারফেসঃ
Primo E8i এর ইউজার ইন্টারফেস-
ডিসপ্লেঃ
৪.৫ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট Primo E8i এর ডিসপ্লের রেজোল্যুশন ৮৫৪x৪৮০ পিক্সেল।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
সাশ্রয়ী বাজেটের ফোন হলেও Primo E8i এর ডিজাইন দারুণ। এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট, অন্যদিকে ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে।
Primo E8i এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে Primo E8i লেখা রয়েছে। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই।
১৩৩.৫ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৮.২ মিলিমিটার আর এর পুরুত্ব ১০.৪ মিলিমিটার। হালকা গড়নের এই ফোনের ওজন মাত্র ১৩২ গ্রাম (ব্যাটারিসহ)।
মেমোরীঃ
Primo E8i এর ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর মধ্যে প্রায় ৪.৪০ গিগাবাইট ব্যবহারযোগ্য। সেইসাথে এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর মেমোরী বাড়ানো যায়। অন্যদিকে এর র্যাম ৫১২ মেগাবাইট।
সিপিইউ ও জিপিইউঃ
১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে। ফলে সাশ্রয়ী বাজেটের ফোন হলেও এতে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
গেমিং পারফরম্যান্সঃ
এন্ট্রি লেভেলের ফোন হলেও Primo E8i সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে বিভিন্ন জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা গেছে।
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে প্রিমো E8i এর স্কোর এসেছে ১৭, ১৪৯
ক্যামেরাঃ
দারুণ ছবি তুলতে Primo E8i এর ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে BSI সেন্সর ও এলইডি ফ্ল্যাশ।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস-
রেয়ার ক্যামেরায় তোলা ছবিঃ
এর ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের কাজটাও দারুণভাবে সেরে নিতে পারবেন।
অডিও ও ভিডিওঃ
এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে; অন্যদিকে এতে এইচডি ভিডিও কোন ধরনের ল্যাগ ছাড়াই প্লে করা গেছে।
কানেক্টিভিটিঃ
এই ফোনে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সিমঃ
ডুয়েল সিম সুবিধার প্রিমো E8i এর সিম স্লট মাইক্রো-সিম সাপোর্টেড।
OTA আপডেট সুবিধাঃ
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা থাকায় আপনি ভবিষ্যতেও সফটওয়্যার আপডেট পাবেন।
ব্যাটারি:
১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারিবিশিষ্ট Primo E8i এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় ছয় ঘন্টা ইন্টারনেট ব্রাউজ কিংবা এইচডি ভিডিও উপভোগ করা যায়।
দামঃ
ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় ও প্রয়োজনীয় নানা ফিচারবিশিষ্ট ও দেশে তৈরি প্রথম স্মার্টফোন Primo E8i এর দাম মাত্র ৩৫০০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
শেষ কথাঃ
আপনার বাজেট যদি হয় সাড়ে তিন হাজার টাকার মধ্যে আর কিনতে চান BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে প্রভৃতি ফিচারযুক্ত ফোন তাহলে Primo E8i অন্যদের থেকে এগিয়েই থাকবে। আর ‘মেড ইন বাংলাদেশ’ হওয়ায় এই ফোনের আলাদা কদর তো থাকবেই!
আজকের রিভিউ টিউন এখানেই শেষ করছি; টিউন নিয়ে আপনাদের মন্তব্য/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ। ]
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
উরাধুরা টিউন,,,,, জোস