হ্যালো টিউনার কমিউনিটি,
সবাইকে শীতের হিমেল হাওয়ার শুভেচ্ছা। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি হ্যান্ডস-অন রিভিউ নিয়ে, আর আজ থাকছে ৩ গিগাবাইট র্যামের Walton Primo S6; ১৫,৫৯০ টাকা মূল্যের এই ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫.২ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লেবিশিষ্ট এই ফোনের অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ১.৪ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ উল্লেখযোগ্য।
Primo S6 এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি নানা দিক নিয়ে এই টিউনটি সাজানো হয়েছে।
একনজরে ওয়ালটন Primo S6 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
Primo S6 এর পছন্দনীয় দিকসমূহঃ
আনবক্সিং:
Primo S6 এর বক্সে রয়েছে –
অপারেটিং সিস্টেমঃ
Primo S6 এ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
আকর্ষণীয় ডিজাইন ও বিল্ড কোয়ালিটির Primo S6 কে বলা যায় – Love at first sight! এর সামনের অংশে আছে ফ্রন্ট ক্যামেরা আর পেছনের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স, এলইডি ফ্ল্যাশ, ওয়ালটনের লোগো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্পিকার।
এই ফোনের উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও IR Bluster আর নিচের অংশে রয়েছে ইউএসবি ২.০ পোর্ট ও Mic
ফোনটির ভলিউম ও পাওয়ার কী একই পার্শ্বে আর সিম স্লট অন্য পার্শ্বে-
ডিসপ্লেঃ
৫.২ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লের এই ফোনের ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল।
ইউজার ইন্টারফেসঃ
অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ওএস নির্ভর এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস ব্যবহার না করে কাস্টোমাইজড ইউজার ইন্টারফেস ব্যবহার করায় এতে আলাদা কোন অ্যাপ ড্রয়ার নেই।
এতে নানা ধরণের থিমও ব্যবহার করা যায়-
প্রসেসর ও জিপিউঃ
১.৪ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের Primo S6 এ ৬৪ বিট চিপসেট MT6737T ও মালি টি-৭২০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
রম ও র্যাম:
এই ফোনের রম ১৬ গিগাবাইট, পাশাপাশি এতে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করা যায়। আর এতে রয়েছে ৩ গিগাবাইট র্যাম
গেমিং পারফরম্যান্সঃ
৬৪ বিট চিপসেট, ১.৪ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর ও ৩ গিগাবাইট র্যাম থাকায় Primo S6 এর গেমিং পারফরম্যান্স দারুণ! এই ফোনে অ্যাসাসিন ক্রিড, ফিফা ১৬, নিড ফর স্পিডসহ জনপ্রিয় বিভিন্ন হাই-গ্রাফিক্সের গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
বেঞ্চমার্কঃ
Primo S6 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো, যেখানে এর স্কোর এসেছে ৩৮,১৬৮
Nenamark এ Primo S6 এর স্কোর ৬২.১
ক্যামেরা পারফরম্যান্সঃ
Primo S6 এর অন্যতম আকর্ষণীয় দিক হলো এর ক্যামেরা! ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার এই ফোনের ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে ম্যানুয়াল ফোকাসিং, স্মার্ট সিন, টাইম-ল্যাপস, নাইট মুড, প্রফেশনাল ক্যামেরা মুড, টাচ ফোকাস ইত্যাদি উল্লেখযোগ্য। এর ক্যামেরায় BSI সেন্সরের পাশাপাশি আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ সুবিধা।
Primo S6 এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংসঃ
Primo S6 এর রেয়ার ক্যামেরায় তোলা ছবি-
সেলফি তুলতে ভালোবাসেন? চিন্তা নেই, আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে তুলতে পারবেন চমৎকার সেলফি-
মাল্টিমিডিয়াঃ
Primo S6 এর অডিও সাউন্ড কোয়ালিটি চমৎকার। ৫.২ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে আপনার ভিডিও এক্সপেরিয়েন্সটাও হবে বেশ উপভোগ্য।
ব্যাটারি লাইফ:
অ্যান্ড্রয়েড ফোনের রিভিউয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ব্যাটারি লাইফ। কোয়াডকোর প্রসেসর ও ৫.২ ইঞ্চি ডিসপ্লের Primo S6 এ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়েছে। একবার ফুল চার্জে আপনি টানা প্রায় ৯ ঘন্টা ওয়েব ব্রাউজ কিংবা প্রায় সাড়ে ৯ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করতে পারবেন; আর সাধারণ ব্যবহারে অনায়াসেই ২ দিন চলে যায়। এছাড়া এই ফোনে থাকা Extreme Power Saving Mode ব্যবহার করে আপনি মাত্র ১০% চার্জ নিয়েও কয়েকঘন্টা ফোনটি চালাতে পারবেন।
কানেক্টিভিটিঃ
ফোরজি সুবিধাসম্পন্ন Primo S6 এ ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। সেইসাথে আরও আছে ওটিজি সুবিধা।
সেন্সর:
এই ফোনে প্রক্সিমিটি, লাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রিমোট সেন্সর, অ্যাক্সিলেরোমিটার প্রভৃতি সেন্সর বিদ্যমান।
স্পেশাল ফিচারঃ
এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে স্প্লিট স্ক্রিন, চাইল্ড মুড, স্মার্ট জেশ্চার, সিস্টেম ম্যানেজার প্রভৃতি।
এই ফোনের একটি উল্লেখযোগ্য দিক হলো স্প্লিট স্ক্রিন, যার মাধ্যমে আপনি একই সাথে ২টি অ্যাপসে কাজ করতে পারবেন।
দামঃ
সাশ্রয়ী দামে উন্নত কনফিগারেশনের স্মার্টফোন আনায় ওয়ালটনের যথেষ্ট সুনাম রয়েছে, এর ব্যত্যয় ঘটেনি Primo S6 ক্ষেত্রেও! চমৎকার ডিজাইন ও নানা আকর্ষণীয় ফিচারের এই ফোনের দাম মাত্র ১৫,৫৯০ টাকা নির্ধারিত হয়েছে! ৩ গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইত্যাদি দিক বিবেচনায় এই দাম যথেষ্ট সাশ্রয়ী বলে মনে হয়।
শেষ কথাঃ
ভালো রেয়ার ক্যামেরা, দারুণ সেলফি ক্যামেরা, বেশি র্যাম, চমৎকার ডিজাইন, ২.৫ ডি কার্ভ ডিসপ্লে ও কাঙ্খিত সব ফিচারের পাশাপাশি সাশ্রয়ী বাজেটে হাই-এন্ড স্মার্টফোন কিনতে চাইলে Walton Primo S6 একবার দেখে নিতে পারেন। এছাড়া দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি তো আছেই!
আজ এপর্যন্তই, নতুন কোন টিউন নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।