Beautiful Bangladesh এর অরিজিনাল প্রিন্ট


কালকে অনুষ্ঠানে ভিডিওটি দেখে বার বার দেখার ইচ্ছে যাগে। অনেক গুলোই নামিয়েছি সব গুলো টিভি থেকে রেকড করা। আজ একটু আগে অরিজিনাল টা পেয়ে গেছি। তাই আপনাদের দাথে ও শেয়ার করলাম। এত সুন্দর একটা ভিডিও। বার বার দেখতে ইচ্ছে করে।

এখানে গিয়ে দেখুনঃ সাইজ ১৬ মেগা বাইটঃ  http://www.youtube.com/watch?v=8sQd4f76iF0

আরেকটি লিঙ্ক বাই আইটি গুরুঃ সাইজ ১৯ মেগা বাইটঃ http://www.youtube.com/watch?v=BVOWQaH8il0
ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইশ আগেরটা নামিয়ে ফেলেছি! কিন্তু তবু যাচ্ছি আবার নামাতে । 🙁

    আমি ৫ বার নামিয়েছি ৫ টা একটা ভালো না…

    এটার চরম কোয়ালিটি মাত্র ১৬+ এমবি (যারা কালেকশান করতে চান মিস কইরেন না)

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আসলেই খুব সুন্দর কোয়ালিটির ভিডিও

    ভিডিও টা এত সুন্দর। বাংলাদেশ এত সুন্দর… ওহ

আইটি গুরু ভাইয়ের কাছে এর চেয়েও ভালটা পাইছি। 720p 😀
http://www.youtube.com/watch?v=BVOWQaH8il0

জাকির তুমি আমার অনেক ছোট হবে এই কারনে তুমি করে বললাম।কিছু মনে করোনা।যাই হোক এটা অরিজিনাল সন্ধেহ নেই,কিন্তু মাস্টার প্রিন্ট না।আমি একটা শেয়ার করছি তোমার সাথে।দেখো তারপর ভালো লাগলে লিংক আপডেট করে দিয়ো।

http://www.youtube.com/watch?v=BVOWQaH8il0

    আর বলা হয়নি এইটা 720P ফরমেটে আছে।তাই কোয়ালিটি নিয়ে কিছু বলার খুজে পাবেনা।আর এই প্রোমোটা নিয়ে অলরেডি দুইটা টিউন হয়ে গিয়েছে,আমি করলে ৩টা হবে তাই নিজে না করে তমাকে লিংক আপডেট করে দিতে বললাম।যাতে সবাই এক জায়গাতে এসে পাই।অন্তত একই রকম একধিক টিউনের একটি থেকে আরেকটিতে ঘোরাঘুরির বিরক্তি থেকে তো মুক্তি পাবে।

    আপডেট করে দিলাম। ধন্যবাদ আপনাকে। আমি অনেক খুজে বের করছবি। মন চায় DVD কোয়ালিটি এনে দেখি।

    জাকির একটা জিনিস তোমাকে পরিষ্কার করে বলি।সাধারণত ইউটিউবে যেকোন ভিডিও 360P এ থাকে যদি না এইটা 360P এর ছোট হয়।যাই হোক আমি যেই লিংকটা দিলাম ঐটা 720P পর্যন্ত সাপোর্টেড।মানে তুমি 360P কে পরিবর্তন করে 720P HD সিলেক্ট করো।এইবার দেখো কোয়ালিটি কাকে বলে?তবে তখন ডাউনলোড সাইজ হইয়ে যাবে ৬০ মেগাবাইট।যারা ইউটিউব থেকে নিয়মিত ভিডিও দেখে তারা ইউটিউবের এই ফিচার সম্পর্কে জানে।যাই হোক যারা জানে না অর্থাৎ 720P HD সিলেক্ট করতে পারছেন না তারা এইখানে কমেন্ট করুন।আমি স্ক্রিনশট দিয়ে দিব।ধন্যবাদ সবাইকে।

      ও আবারো বলতে ভুলে গেলাম,তুমি 720P কি ভালো ভাবে বুঝতে পারোনি বলেই ডিভিডি কয়ালিটি এনে দেখার কথা বলেছো।ডিভিডি কোয়ালিটি হবে 480P (720 * 480 Pixels)
      আর প্রদীপ ভাই যে ভিডিওটা আপলোড করেছেন মানে আমি যেটার লিংক শেয়ার করেছি ঐটা হচ্ছে 720P (1080 * 720 Pixels).এইবার বল এইটা না দেখে কি ডিভিডি দেখতে যাবে।

      তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু বলি নাই,একটা জিনিস তোমাকে শিখিয়ে দিলাম।তারপরেও যদি আমার বলার স্টাইলে ভুল থাকে ছোট ভাই হয়ে বড় ভাইকে ক্ষমা করো।ভালো থেকো।

    কাউকে শিখাতে এত চিন্তা করে কি শিখানো যায়?? ধন্যবাদ। আমি কিছু মনে করি নি।

    Level 0

    অনেক ধন্যবাদ ভাইয়া । HD দেয়ার জন্য 🙂

জাকির ভাই আরো আগে আসেন নাই কেন! জটিল কোয়ালিটি!
ব্রায়ান এডামসের এরকম কোন ভিডিও( কালকের অনুষ্ঠানের) লিঙ্ক থাকলে প্লিজ শেয়ার করবেন।

    ওর গানটার লিঙ্ক দিতে পারব কিন্তু কালকের অনুষ্টানের টা দিতে পারব না।

    জাকির ভাই কালকের অনুষ্ঠানের ভাল কোন ক্লিপ থাকলে শেয়ার করবেন

    Level 0

    amar kache 1.5gb mf link ase lagle bolen 🙂

    Oxy7 ভাই এত বড় ফাইল নামানো সম্ভব না

thanks both of u

অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালো প্রিন্ট

প্রথমে জাকির এবং পরে আইটি গুরু- দুই ভাইকেই অনেক অনেক ধন্যবাদ ”wonderfull Bangladesh” এর লিন্ক দেবার জন্য। আমি ও বেশ কয়েকটা ডাউনলোড করেছি কিন্তৃ প্রিন্ট খুব একটা ভাল না। ইউটিউব থেকে ডাউনলোড করে কিভাবে- কেউ যদি দয়া করে বলতেন। ”O Prithibi Ebar Ese Bangladesh k Naw Chine” – এই গানটা কি কারো কাছে আছে? যদি থাকে দয়াকরে লিন্কটা দিবেন।

    মামুন ভাই আপনাকে ধন্যবাদ।ইউটিউব থেকে ডাউনলোড করার জন্যে আপনার পিসিতে আইডিএম ইন্সটল করা থাকলেই হবে।ইউটিউবসহ যেকোন ওয়েবসাইটের ভিডিও এর উপরে ডাউনলোড প্যানেল চলে আসবে।আর আপনি সহজে ডাউনলোড করতে পারবেন।আর আপনার যদি এই কাজটি সফটয়্যার ছাড়াই করতে চান তাহলে ফায়ারফক্সের এডঅন ব্যাবহার করতে পারেন অথবা ইউটিউব থেকে ডাউনলোড করার জন্যে কিছু ওয়েবসাইট ডাউনলোড সুবিধা দিয়ে থাকে।আপনি চাইলে সেইসব ওয়েবসাইট ও ব্যাবহার করতে পারেন।আর এরপরেও আপনার কিছু জানার থাকলে এইখানে কমেন্ট করবেন আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব।ভালো থাকবেন।

    আর আপনি যে গানের কথা বলেছেন ঐটার অনেক লিংক আছে ইউটিউবে।আমি একটা শেয়ার করলাম।

    http://www.youtube.com/watch?v=E03zwbGaX40

আমার কাছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট-২০১১ এর অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় সম্পূর্ণ টিভি রেকর্ডকৃত ভিডিও আছে। কিন্তু এটার সাইজ ৪(চার) গিগাবাইটের বেশী। তাই অনলাইনে শেয়ার করতে পারছি না। তবে বিউটিফুল বাংলাদেশ এর ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।

১ম ধন্যবাদ Red Dot-কে… Video-টি তৈরী করার জন্য…
২য় ধন্যবাদ ?জাকির!-কে… Video-টি নিয়ে Tune করার জন্য
৩য় ধন্যবাদ আইটি গুরুকে… Video-টির High Quality Share করার জন্য…
৪র্থ ধন্যবাদ নিজেকে… Video-টি Download করার জন্য…

    আমার পক্ষথেকে আরেকটি ধন্যবাদ নিয়ে যান…

    আমার পক্ষ থেকেও একটা ধন্যবাদ আপনার প্রাপ্য।

720P ডাউনলোড করছি…………৬০.৮ মেগাবাইট………গুরুভাইকে অনেক ধন্যবাদ, সাথে জাকির ভাইকেও ……….

Level 0

Full program kothai pabo vi

Level 0

upload korar jonno shobai ke world thanks

    আপনাকে মহাবিশ্ব ধন্যবাদ 😛

ICC World Cup Cricket 2011 এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও HD Quality তে পেতে চাইলে ক্লিক করুন-

সাইজ: ৭০৪.৮১ মেগাবাইট
সময়: ০২:৩২:১১
গড় বিটরেট: ৬৪৮ কিলোবিট পার সেকেন্ড
অডিও: এএসি, ৪৮০০০ এইচজেড, স্টেরিও
ভিডিও: এইচ২৬৪, ওয়াইইউভি৪২০পি, ৭২০*৪০০, ২৫.০০ এফপিএস

http://www.mediafire.com/?52678o9f74v7kmm
http://www.mediafire.com/?7nc85i0baearxrk
http://www.mediafire.com/?5yicpcpju4efe9c
http://www.mediafire.com/?acg6xt6xmp66nlr

অথবা- http://www.fileserve.com/file/dh7SVBx

ফাইলের নাম: Cricket 2011 World Cup – Opening Ceremony.mp4
সাইজ: ১.৩৮ গিগাবাইট
সময়: ০২:৩২:১২
গড় বিটরেট: ১২৯৮ কিলোবিট পার সেকেন্ড
অডিও: এএসি, ২৪০০০ এইচজেড, স্টেরিও
ভিডিও: এইচ২৬৪, ওয়াইইউভি৪২০পি, ৭২০*৪০০, ২৫.০০ এফপিএস

http://www.mediafire.com/?sk3yi2cv7kt4v77
http://www.mediafire.com/?m0amgs133xmvgp3
http://www.mediafire.com/?gni0bgkl6k8jtr1
http://www.mediafire.com/?gf1nlocz4zkq1r1
http://www.mediafire.com/?ncd4xh17b23m6g1
http://www.mediafire.com/?y7pbtirp35sn2gn
http://www.mediafire.com/?totqd26cg7je1su
http://www.mediafire.com/?klfivdlhjqhkvlw

অথবা- http://www.fileserve.com/file/dJx3qG6

অথবা-
http://www.megaupload.com/?d=R8GHVZCZ
http://www.megaupload.com/?d=1S1FC9ZG
http://www.megaupload.com/?d=FRHJ17DT

অথবা-
http://www.fileserve.com/file/mFmqfek/C … VB.mp4.001
http://www.fileserve.com/file/fem5Mdf/C … VB.mp4.002
http://www.fileserve.com/file/Mxv7nxX/C … VB.mp4.003

অথবা-
http://www.rapidshare.com/files/4485329 … VB.mp4.002
http://www.rapidshare.com/files/4485329 … VB.mp4.003
http://www.rapidshare.com/files/4485329 … VB.mp4.001

অথবা-
http://www.filesonic.com/file/90689291/Cricket

অথবা-
http://www.filefactory.com/file/b5751ae … 4_-_VB.mp4

অথবা-
http://www.duckload.com/download/296787 … 4_-_VB.mp4

অথবা-
http://hotfile.com/dl/105696189/84f97ae … r.mkv.html

    অনেক ধন্যবাদ। অনেকেই ফুল প্রোগ্রামটা চাচ্ছে। আপনি যদি অনুমতি দেন আমি তাহলে এটা টিউনে এড করে দিতে পারি।

    আপনাদের মত টিউনার অনুমতি চাওয়া মানে আমাদেরকে লজ্জা দেওয়া বৈকি। আপনার যা মন চায় করেন তবে টিউনে স্ক্রীনশট দিলে আমার কাছেও ভাল লাগবে। আবারও আপনাকে ধন্যবাদ।

Level New

?জাকির! আর রিজভী ভাইকে কি বলে ধন্যবাদ দিব!!! ধন্য আপনারা দুজনেই। ভাই অনেক অনেক অনেক কৃতজ্ঞ হলাম।

    আমাদের দুইজনের পক্ষ থেকে আপনাকে ও ধন্যবাদ।

    সুমন ভাইকেও ধন্যবাদ। আর জাকির ভাইকে ধন্যবাদ দিয়ে আবার ছোট করতে চাইনা।

Level New

ভাই আপনাদের কারও কাছে কি Shankar , Ehshan and Loy এর Compse করা worldcup theme Video song টা High Quality তে আছে? থাকলে ভাই দয়াকরে লিঙ্ক দেন।

লিংক শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

বুকমার্কাইলাম। ধইন্নবাদ 🙂

আইটি গুরু ভাইকে আবার ও ধন্যবাদ গান এর লিন্ক এর জন্য। ইউটিউব থেকে ডাউনলোড এর জন্য আপনার জানামতে যদি বেস্ট কোন সফটওয়্যার থাকে তাহলে লিন্কটা দিবেন দয়াকরে।

    আপনি যদি উইনডোস ব্যবহারকারী হয়ে থাকেন আর আপনার পছন্দের ভিডিওটি যদি HD Format হয়ে থাকে তাহলে আপনি HD Youtube Downloader সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এরপর মজা দেখেন। আপনার পিসিতে যিদ IDM থাকে তাহলে অন্যকোন সফটওয়্যার দরকার কেন? যেকোন ভিডিও ডাউনলোড করুন সহজে। আর যদি Linux ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে মজা নিশ্চয়ই পেয়ে গেছেন।

thanks a lot all of u..ইউটিউব এ ভালো কোয়ালিটির ভিডিও খুজে পাচছিলাম না । আপনার পোসট এ পেয়ে গেলাম 🙂

Level 0

jakir bro guru bro and rezvy bro ke thanks for share it