সুপ্রিয় কমিউনিটি,
কেমন আছেন সবাই?
সবাইকে শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন টিউন Walton Primo NH3 ও NH3 Lite এর হ্যান্ডস-অন রিভিউ
ওয়ালটনের এই ২টি ফোনের র্যাম, রম আর ক্যামেরা ছাড়া অন্যান্য ফিচার হুবহু একই। ৭,৭৯০ টাকা দামের Primo NH3 এ আছে ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট রম আর ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা; অন্যদিকে ৬,৪৯০ টাকা দামের Primo NH3 Lite এ আছে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট রম আর ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। অন্যান্য ফিচারের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর আর ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি উল্লেখযোগ্য।
বিস্তারিত রিভিউয়ের শুরুতেই থাকছে আনবক্সিং:
Primo NH3 Lite ও NH3 কিনলে আপনি পাবেন –
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
সুন্দর ডিজাইনের Primo NH3 আর Primo NH3 Lite এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট, আর একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী। এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট, আর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি।
১৫৪ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭৬ মিলিমিটার আর এর পুরুত্ব ১০.২ মিলিমিটার আর এর ওজন ১৭২ গ্রাম (ব্যাটারিসহ)।
ডিসপ্লেঃ
উভয় ফোনেই আছে ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে যার রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল।
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ
উভয় মডেলেই অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহার করা হয়েছে।
ফোন ২টির ইউজার ইন্টারফেস একই ধরণের-
সিপিউ ও জিপিউঃ
মিডিয়াটেকের MT6580 চিপসেটসমৃদ্ধ Primo NH3 ও Primo NH3 Lite এ সিপিউ হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর ও মালি-৪০০ জিপিউ।
রম ও র্যামঃ
Primo NH3 ও NH3 Lite এ যথাক্রমে ১৬ ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী রয়েছে, এর পাশাপাশি উভয় মডেলেই ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যায়।
Primo NH3 এর র্যাম ২ গিগাবাইট আর Primo NH3 Lite এর র্যাম ১ গিগাবাইট
গেমিং পারফরম্যান্সঃ
৫.৫ ইঞ্চি ডিসপ্লে আর কোয়াডকোর প্রসেসরের এই ফোন ২টিতে বিভিন্ন ধরণের গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
ক্যামেরাঃ
Primo NH3 এ আছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আর NH3 Lite এর রেয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের; উভয় ফোনের ক্যামেরাতেই BSI সেন্সর, অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ আছে। অন্যদিকে সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ক্যামেরা সেটিংস ও ইন্টারফেস-
ক্যামেরা স্যাম্পল-
মাল্টিমিডিয়াঃ
ফোন ২টির অডিও সাউন্ড কোয়ালিটি পছন্দ হয়েছে।
৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে দারুণভাবে ভিডিও উপভোগ করা যায়, এতে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo NH3 Lite ও NH3 এর স্কোর এসেছে যথাক্রমে ২২২১৬ ও ২৩৩২৭;
GeekBench এ Primo NH3 Lite ও NH3 এর স্কোর-
Nenamark এ Primo NH3 Lite ও NH3 এর স্কোর-
ব্যাটারি:
Primo NH3 Lite ও NH3 এ ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনক – স্ক্রিন অন টাইম প্রায় ৭ ঘন্টা।
কানেক্টিভিটিঃ
Primo NH3 Lite ও NH3 ডুয়েল সিম সাপোর্টেড। উভয় ফোনেই ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, জিপিএস নেভিগেশন প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সেন্সর:
ওয়ালটনের এই ২টি মডেলের ফোনে অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।
দামঃ
তুলনামূলক ভালো কনফিগারেশনের Primo NH3 এর দাম মাত্র ৭,৭৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন, অন্যদিকে কিছুটা লাইট স্পেসিফিকেশনের Primo NH3 Lite এর মূল্য দাম নির্ধারিত হয়েছে ৬,৪৯০ টাকা।
একনজরে Primo NH3 Lite ও NH3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
যেসব কারণে পছন্দ হয়েছে Primo NH3 ও NH3 Lite
শেষ কথাঃ
৮ হাজার টাকা বাজেটে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২ গিগাবাইট র্যাম ও আপডেটেড অপারেটিং সিস্টেমের ফোন কিনতে চাইলে Walton Primo NH3 পছন্দের তালিকায় উপরের দিকেই থাকবে। আর যারা কিছুটা কম বাজেটে ভালো ফোন কিনতে চান তারা বেছে নিতে পারেন Primo NH3 Lite
সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রিভিউ নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানাতে ভুলবেননা। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
Walton Primo GH11 https://www.trickbd24.xyz/2022/04/walton-primo-gh11-price.html