Walton Primo GM2+ এর হ্যান্ডস-অন রিভিউঃ ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার ফোনে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

সুপ্রিয় টিউনার কমিউনিটি,
সবাইকে শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন টিউন। আমার আজকের রিভিউ টিউনের বিষয়বস্তু Walton Primo GM2+ এর আগে আপনাদের জন্য লিখেছিলাম ওয়ালটন Primo GM2 এর রিভিউ। Primo GM2 আর Primo GM2+ এর প্রায় সবগুলো ফিচার একই রকম, পার্থক্য শুধু র‍্যাম, রম আর ক্যামেরায়।

আপগ্রেডেড এই ভার্সনে ২ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট রম ব্যবহৃত হয়েছে। আগের মডেলটিতে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকলেও এতে আছে ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। ৮৩৫০ টাকা দামের Primo GM2+ এর অন্যান্য সব ফিচার Primo GM2 এর মতোই।

Primo GM2+ review
চলুন তাহলে বিস্তারিত রিভিউ শুরু করা যাক।

আনবক্সিং:

Primo GM2+ কেনার পর এর বক্স খুললে ফোনের সাথে আর যা যা পাবেন–

  • চার্জার অ্যাডাপ্টার
  • ইউজার ম্যানুয়াল
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ওয়ারেন্টি কার্ড
  • ট্রান্সপারেন্ট ব্যাককভার

Primo GM2+ unboxing
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ Primo GM2+ এ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে।

Primo GM2+ review OS
নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনে আছে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস।

Primo GM2+ Notification Bar
ডিসপ্লেঃ  ৫ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লেবিশিষ্ট এই ফোনের ডিসপ্লের রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল।

Primo GM2+ Display
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ  আকর্ষণীয় ডিজাইনের Primo GM2+ উচ্চতায় ১৪৬.৫ মিলিমিটার, প্রস্থে ৭২ মিলিমিটার আর পুরুত্বে ৯.৬৫ মিলিমিটার।

Primo GM2+ hands-on review
এই ফোনের উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট। ১৬৭.১ গ্রাম ওজনের ফোনটির ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একইপার্শ্বে।

Primo GM2+ hands-on review
Primo GM2+ এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও এলইডি ফ্ল্যাশ, এর ঠিক নিচেই রয়েছে ওয়ালটনের লোগো। আর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর ও স্পীকার।

Primo GM2+ review
ক্যামেরাঃ

পূর্বসূরীর তুলনায় Primo GM2+ এর ক্যামেরা আপগ্রেডেড। এর ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় দারুণ ছবি তোলা নিশ্চিত করতে BSI সেন্সরের পাশাপাশি অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, কালার ইফেক্ট, ISO ব্যালেন্স প্রভৃতি ফিচার বিদ্যামান। এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংসঃ

Primo GM2+ review Camera Settings
Primo GM2+ এর ক্যামেরায় তোলা ছবিঃ
Primo GM2+ review Camera Sample
Primo GM2+ review Camera Sample 2
Primo GM2+ review Camera Sample 3
এর BSI সেন্সর ও এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় দারুণ সেলফিও তুলতে পারবেন।

Primo GM2+ review Front Camera Sample
অডিও ও ভিডিওঃ

২.৫ডি কার্ভ ডিসপ্লের এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে। আর এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি মানের।

Primo GM2+ video review
রম ও র‍্যামঃ

এই ফোনে আছে ২ গিগাবাইট র‍্যাম আর ১৬ গিগাবাইট রম, এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড সাপোর্ট করে।

প্রসেসর, চিপসেট ও জিপিউঃ

১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরের এই ফোনে মিডিয়াটেকের MT6580 চিপসেট আর মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হলেও এন্ট্রি লেভেলের এই ফোনে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।

Primo GM2+ Chipset
গেমিং পারফরম্যান্সঃ

এন্ট্রি লেভেলের ফোন হলেও কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে নানা জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা গেছে।

Primo GM2+ Gaming Review Horn
বেঞ্চমার্কঃ

AnTuTu Benchmark এ Primo GM2+ এর স্কোর এসেছে ২৩৮৫৭; অন্যদিকে GeekBench এ সিঙ্গেলকোর ও মাল্টিকোর এ এর স্কোর যথাক্রমে ৪০৮ ও ১১৫৮

Primo GM2+ review Antutu Benchmark Score
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ এর স্কোর এসেছে ৪৯

Primo GM2+ hands-on review Nenamark Score
কানেক্টিভিটিঃ

Primo GM2 এর মতো Primo GM2+ ডুয়েল সিম সাপোর্টেড। এই ফোনে ব্লুটুথ ৪.০, জিপিএস নেভিগেশন, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।

ব্যাটারিঃ

এই ফোন কিনলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুঃশ্চিন্তা প্রায় পুরোটাই কমে যাবে কারণ এতে আছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি। ৭৮% চার্জ নিয়ে ২ ঘন্টা ৯ মিনিটের একটি মুভি দেখার পর এর চার্জ ৫৪% এ নেমে এসেছিলো। একবার ফুল চার্জে টানা প্রায় ৮ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করতে পারবেন আর সাধারণ ব্যবহারে অনায়াসেই ১-১.৫ দিন চলে যাবে।

Primo GM2+ Battery
দামঃ

ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে ভালো ফিচারের স্মার্টফোন তুলে দিতে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বরাবরই বেশ সচেষ্ট, আর তাইতো ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, এলইডি ফ্ল্যাশযুক্ত ফ্রন্ট ক্যামেরা ও আপডেটেড অপারেটিং সিস্টেমের Primo GM2+ এর দাম মাত্র ৮৩৫০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

Primo GM2+ Price
একনজরে Walton Primo GM2+ এর ফিচারসমূহ-

  • ৫ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ওএস
  • ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ১৬ গিগাবাইট রম
  • ২ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ওটিজি সাপোর্ট
  • ডুয়েল সিম
  • ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

যেসব কারণে ভালো লেগেছে Walton Primo GM2+

  • দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ
  • ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • নউগ্যাট অপারেটিং সিস্টেম
  • সাশ্রয়ী দাম

Primo GM2+ hands-on review
শেষ কথাঃ

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এসব ফিচার এই বাজেটের অন্যান্য ফোন থেকে Walton Primo GM2+ কে অনায়াসেই আলাদা করেছে। ৮ থেকে সাড়ে ৮ হাজার টাকা বাজেটে এর থেকে ভালো ফোন বর্তমান বাজারে খুঁজে পাওয়া বেশ দুরূহ।

Primo GM2+ এর রিভিউ সম্পর্কে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা টিউমেন্ট জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস