হ্যালো টিউনারবৃন্দ,
কেমন কাটছে আপনাদের দিনকাল?
নতুন কোন ফোন কেনার ভাবছেন?
আপনাদের ফোন কেনার সহায়ক হিসেবে আমার রিভিউ টিউনের ধারাবাহিকতায় আজ থাকছে ওয়ালটন Primo H6 Lite এর ডিজাইন, গড়ন, স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি পারফরম্যান্স প্রভৃতির খুঁটিনাটি বিশ্লেষণ।
অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমসমৃদ্ধ এই ফোনের বিভিন্ন ফিচারের মধ্যে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট রম, BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি প্রভৃতি উল্লেখযোগ্য; আর এর দামটাও নাগালের মধ্যে - মাত্র ৯২৯০ টাকা।
Primo H6 Lite এর আনবক্সিং:
ফোন কেনার পর এর সাথে আর যা পাবেন-
ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃ
আকর্ষণীয় ডিজাইনের Primo H6 Lite এর ইউএসবি পোর্ট ও স্পিকার রয়েছে নিচের দিকে আর ৩.৫ মিলিমিটার অডিও পোর্টটি রয়েছে উপরের দিকে।
১৫৪.৩ মিলিমিটার উচ্চতার Primo H6 Lite প্রস্থে ৭৭ মিলিমিটার আর পুরুত্বে ৭.৯ মিলিমিটার। ব্যাটারিসহ এই ফোনের ওজন ১৬০ গ্রাম। এই ফোনের রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ রয়েছে পেছনের অংশে আর সামনের দিকে উপরের অংশে আছে ফ্ল্যাশলাইট, ফ্রন্ট ক্যামেরা, প্রক্সিমিটি সেন্সর আর নোটিফিকেশন লাইট।
এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একইপার্শ্বে-
ডিসপ্লে:
৫.৫ ইঞ্চি ডিসপ্লের Primo H6 Lite এর ডিসপ্লের রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম:
১০ হাজার টাকা দামের মধ্যে থাকা ফোনগুলোর অধিকাংশের ক্ষেত্রেই আপডেটেড অপারেটিং সিস্টেমের দেখা মেলেনা। সেদিক থেকে ব্যতিক্রম Primo H6 Lite; এই ফোনে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহার করা হয়েছে।
ইউজার ইন্টারফেস:
অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ওএসসমৃদ্ধ এই ফোনের ইউজার ইন্টারফেস-
সিপিউ, চিপসেট ও জিপিউঃ
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরের এই ফোনে মিডিয়াটেকের MT6580 চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
স্টোরেজ ও র্যাম:
এই ফোনে ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহার করা যায়, সেইসাথে এতে ২ গিগাবাইট র্যাম আছে।
গেমিং পারফরম্যান্স:
কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম থাকায় Primo H6 Lite এ এক্সট্রিম স্ক্যাটার, অ্যামেজিং স্পাইডারম্যান ২, ফুটবল ম্যানেজারসহ বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলতে পেরেছি।
/>
বেঞ্চমার্ক:
Primo H6 Lite এর AnTuTu স্কোর ২৪২১৫; GeekBench এ এর স্কোর এসেছে ৪১৪ (সিঙ্গেল-কোর) ও ১১৯০ (মাল্টি-কোর)
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ এর স্কোর এসেছে ৫৪.৪
ক্যামেরা পারফরম্যান্সঃ
সুন্দর ছবি তুলতে এই ফোনে আছে BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, আর সেইসাথে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস, টাচ ফোকাস, প্যানোরোমা, ফেস বিউটি ইত্যাদি নানা আকর্ষণীয় ফিচার তো আছেই।
Primo H6 Lite এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
দেখে নিন কিছু ক্যামেরা স্যাম্পলঃ
৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাবিশিষ্ট এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতেও এলইডি ফ্ল্যাশ থাকায় স্বল্প আলো কিংবা অন্ধকারেও ভালো সেলফি তোলা যায়।
কানেক্টিভিটি:
ডুয়েল সিম সুবিধার Primo H6 Lite এর উভয় স্লটেই থ্রিজি ও ফোরজি সুবিধা উপভোগ করা যায়। এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, জিপিএস, এ-জিপিএস প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা বিদ্যমান।
OTA আপডেট সুবিধা:
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
/>
অডিও ও ভিডিও পারফরম্যান্সঃ
এই ফোনের অডিও সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর এতে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
ব্যাটারি:
৫.৫ ইঞ্চি ডিসপ্লের Primo H6 Lite এ ২৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। একবার ফুল চার্জ দিয়ে স্বাভাবিক ব্যবহারে একদিন চলে যায়।
সেন্সর:
এই ফোনে আছে অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর।
দামঃ
আকর্ষণীয় ডিজাইন, দারুণ সব ফিচার ও প্রয়োজনীয় কনফিগারেশনের Walton Primo H6 Lite এর বর্তমান দাম ৯,২৯০ টাকা
একনজরে Primo H6 Lite এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
যেসব কারণে ভালো লেগেছে Primo H6 Lite
শেষ কথাঃ
BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আকর্ষণীয় স্লিম ডিজাইন, আপডেটেড অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রভৃতি মিলিয়ে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা ফোন Primo H6 Lite
Primo H6 Lite এর রিভিউ সম্পর্কে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা টিউমেন্ট জানান টিউমেন্টে। নতুন কোন রিভিউ নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন আর চোখ রাখুন টেকটিউনসে।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।