Walton Primo GM2 এর হ্যান্ডস-অন রিভিউঃ আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

সুপ্রিয় টিউনার কমিউনিটি,
সবাই ভালো আছেন নিশ্চয়ই? আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ মুভি দেখা কিংবা গেম খেলার জন্য যারা অধিক মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিবিশিষ্ট স্মার্টফোন কিনতে চান তাদের জন্য ওয়ালটন Primo GM2 মডেলের একটি ফোন বাজারে এনেছে, যাতে আছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি।

অ্যান্ড্রয়েড নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনে আরও আছে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২.৫ডি কার্ভ ডিসপ্লে ও ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা; আর এর দামটাও হাতের নাগালে - মাত্র ৬৯৯০ টাকা। ওয়ালটনের এই ফোনের বিল্ড কোয়ালিটি, ডিজাইন, স্পেসিফিকেশন ও পারফরম্যান্সের খুঁটিনাটি জানাতেই আমার এই টিউন।

Primo GM2 review
চলুন তাহলে বিস্তারিত রিভিউ শুরু করা যাক।

আনবক্সিং:

Primo GM2 কেনার পর এর বক্স খুললে ফোনের সাথে আর যা যা পাবেন–

  • চার্জার অ্যাডাপ্টার
  • ইউজার ম্যানুয়াল
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ওয়ারেন্টি কার্ড
  • ওটিজি ক্যাবল

Primo GM2 unboxing

অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ

এই ফোনে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে।

Primo GM2 review OS
নউগ্যাট অপারেটিং সিস্টেমের Primo GM2 এ রয়েছে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস।

Primo GM2 Notification Bar
ডিসপ্লেঃ
৫ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লেবিশিষ্ট এই ফোনের ডিসপ্লের রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল।

Primo GM2 Display
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
আকর্ষণীয় ডিজাইনের Primo GM2 উচ্চতায় ১৪৬.৫ মিলিমিটার, প্রস্থে ৭২ মিলিমিটার আর পুরুত্বে ৯.৬৫ মিলিমিটার।

Primo GM2 hands-on review
১৬৭.১ গ্রাম ওজনের ফোনটির ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একইপার্শ্বে। এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট।

Primo GM2 hands-on review
Primo GM2 এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও এলইডি ফ্ল্যাশ, এর ঠিক নিচেই রয়েছে ওয়ালটনের লোগো। আর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর ও স্পীকার।

Primo GM2 review
ক্যামেরাঃ
Primo GM2 এর ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় দারুণ ছবি তোলা নিশ্চিত করতে BSI সেন্সরের পাশাপাশি অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, কালার ইফেক্ট, ISO ব্যালেন্স প্রভৃতি ফিচার বিদ্যামান।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংসঃ

Primo GM2 review Camera Settings
Primo GM2 এর ক্যামেরায় তোলা ছবিঃ
Primo GM2 review Camera Sample
Primo GM2 review Camera Sample 2
এর BSI সেন্সর ও এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফিও আসে দারুণ।

অডিও ও ভিডিওঃ

২.৫ডি কার্ভ ডিসপ্লের এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে। আর এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি মানের।

Primo GM2 video review
রম ও র‍্যামঃ
১ গিগাবাইট র‍্যাম ও ৮ গিগাবাইট রমের এই ফোনে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার করা যায়।

Primo GM2 review Memory
প্রসেসর, চিপসেট ও জিপিউঃ
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরের এই ফোনে মিডিয়াটেকের MT6580 চিপসেট আর মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হলেও এন্ট্রি লেভেলের এই ফোনে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।

Primo GM2 Chipset
গেমিং পারফরম্যান্সঃ
এন্ট্রি লেভেলের ফোন হলেও কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে নানা জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা যায়।

বেঞ্চমার্কঃ
AnTuTu Benchmark এ Primo GM2 এর স্কোর এসেছে ২৩৮৫৭; অন্যদিকে GeekBench এ সিঙ্গেলকোর ও মাল্টিকোর এ এর স্কোর যথাক্রমে ৪০৮ ও ১১৫৮

Primo GM2 review Antutu Benchmark Score
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ এর স্কোর এসেছে ৪৯

Primo GM2 hands-on review Nenamark Score
কানেক্টিভিটিঃ
ডুয়েল সিম সুবিধার Primo GM2 এর উভয় সিমই স্লটই মাইক্রো-সিম সাপোর্টেড। এই ফোনে ব্লুটুথ ৪.০, জিপিএস নেভিগেশন, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।

ওটিজিঃ
ওয়ালটন Primo GM2 এ OTG (USB On The Go) সুবিধা থাকায় আপনি এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।

ব্যাটারিঃ
এই ফোন কিনলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুঃশ্চিন্তা প্রায় পুরোটাই কমে যাবে কারণ এতে আছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি। ৯৭% চার্জ নিয়ে ২ ঘন্টা ১৭ মিনিটের একটি মুভি দেখার পর এর চার্জ ৭২% এ নেমে এসেছিলো। একবার ফুল চার্জে টানা প্রায় ৮ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করতে পারবেন আর সাধারণ ব্যবহারে অনায়াসেই ১-১.৫ দিন চলে যাবে।

Primo GM2 Battery
দামঃ
ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে ভালো ফিচারের স্মার্টফোন তুলে দিতে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বরাবরই বেশ সচেষ্ট, আর তাইতো ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, দারুণ ফ্রন্ট ক্যামেরা, আকর্ষণীয় ডিজাইন ও আপডেটেড অপারেটিং সিস্টেমের Primo GM2 এর দাম মাত্র ৬৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

Primo GM2 Price
একনজরে Walton Primo GM2 এর ফিচারসমূহ-

  • ৫ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ওএস
  • ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৮ গিগাবাইট রম
  • ১ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ওটিজি সাপোর্ট
  • ডুয়েল সিম
  • ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

Primo GM2 review
যেসব কারণে ভালো লেগেছে Walton Primo GM2

  • এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ
  • নউগ্যাট অপারেটিং সিস্টেম
  • সাশ্রয়ী দাম

Primo GM2 hands-on review
শেষ কথাঃ
৭ হাজার টাকা বাজেটে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ আর এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা Walton Primo GM2 কে অনায়াসেই এই বাজেটের সেরা ফোনের তকমা দিয়েছে। সেইসাথে আপডেটেড অপারেটিং সিস্টেম আর দারুণ সব ফিচার থাকায় এই ফোনটি সহজেই আপনার দৃষ্টি আকর্ষণে সক্ষম।

Primo GM2 এর রিভিউ সম্পর্কে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা টিউমেন্ট জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস