Walton Primo EF6 ও EF6+ এর হ্যান্ডস-অন রিভিউ – ৫ হাজার টাকা বাজেটে সেরা ফোন

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

সুপ্রিয় টিউনারবৃন্দ,
ভালো আছেন নিশ্চয়ই?
আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ফোনের হ্যান্ডস-অন রিভিউ নিয়ে। যারা ৫ হাজার টাকা বাজেটে ১ গিগাবাইট র‍্যামের ফোন কিনতে চান তাদের জন্য সম্প্রতি বাজারে এসেছে দেশীয় স্মার্টফোন বাজারজাতকরণ প্রতিষ্ঠান ওয়ালটনের প্রিমো ইএফ সিরিজের ফোন Primo EF6+; মাত্র ৪৯৯০ টাকা দামের এই ফোনের বিভিন্ন ফিচারের মধ্যে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা; অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ৮ গিগাবাইট রম, ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ইত্যাদি উল্লেখযোগ্য। একইসাথে এই ফোনের ৫১২ মেগাবাইট রমের একটি ভ্যারিয়্যান্টও বাজারে পাওয়া যাচ্ছে, Primo EF6 মডেলের এই ফোনের দাম মাত্র ৪০৯০ টাকা।
চলুন তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে যাওয়া যাক-
Primo EF6 review
আনবক্সিং:
ফোন কেনার পর আপনি ফোনের সাথে যা যা পাবেন–

  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ওয়ারেন্টি কার্ড

Primo EF6+ Unboxing
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
ডিজাইনের দিক থেকে Primo EF6 ও EF6+ হুবহু একই। ১৪৫ মিলিমিটার উচ্চতার Primo EF6+ প্রস্থে ৭৩ মিলিমিটার আর এর পুরুত্ব ১০.২ মিলিমিটার; ব্যাটারিসহ এই ফোনের ওজন ১৫৪ গ্রাম। এতে হোম/মেনু, অপশন ও ব্যাক – এই তিনটি নেভিগেশন বাটন আছে। এছাড়া ফোনটির ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একপার্শ্বে।
Primo EF6 hands-on review
Primo EF6 এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট। এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট।
Primo EF6 review
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ
এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো।
Primo EF6 review OS
Primo EF6 ও Primo EF6+ এর ইউজার ইন্টারফেস-
Primo EF6 UI
ডিসপ্লেঃ
৫ ইঞ্চি ডিসপ্লের Primo EF6 ও EF6+ ডিসপ্লের রেজ্যুলেশন হলো ৮৫৪x৪৮০ পিক্সেল।
প্রসেসর ও জিপিউঃ
উভয় ফোনেই ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo EF6 Chipset
রম ও র‍্যামঃ
Primo EF6+ এ ৮ গিগাবাইট রমের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা আছে। আর এতে রয়েছে ১ গিগাবাইট র‍্যাম
Primo EF6 review Memory
অন্যদিকে প্রিমো EF6 এর র‍্যাম ৫১২ মেগাবাইটঃ
Primo EF6 review Memory
গেমিং পারফরম্যান্সঃ
এন্ট্রি লেভেলের ফোনে হলেও Primo EF6+ এ কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যাম থাকায় রিয়ালম ডিফেন্স, ব্যাটল অ্যালার্ট, ক্ল্যাশ অব ক্ল্যান ইত্যাদি জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা যায়।
Primo EF6 Gaming Review
বেঞ্চমার্কঃ
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo EF6+ এর এর স্কোর এসেছে ২০১৬৮, অন্যদিকে GeekBench এর স্কোর যথাক্রমে ৩৭৮ (সিঙ্গেল কোর) ও ৯১৯ (মাল্টি কোর)
Primo EF6 review Antutu Benchmark Score
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo EF6+ এর স্কোর ৫২.১
Primo EF6 hands-on review Nenamark Score
অন্যদিকে AnTuTu তে Primo EF6 এর স্কোর এসেছে ১৭২০৬ আর নেনামার্কে ৫২.৭
Primo EF6 hands-on review Nenamark Score
ক্যামেরা পারফরম্যান্সঃ
উভয় ফোনেই BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ সুবিধা আছে।
ক্যামেরা সেটিংস ও ইন্টারফেস–
Primo EF6 Camera Review
ক্যামেরা স্যাম্পলঃ
Primo EF6 review Camera Sample
Primo EF6 review Camera Sample 2
সেলফি তুলতে কিংবা ভিডিও কলের জন্য Primo EF6 ও Primo EF6+ এ ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে।
অডিও ও ভিডিও পারফরম্যান্সঃ
Primo EF6 অডিও সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, এর সাথে যে হেডফোন দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটিও সুন্দর। এছাড়া এই ফোনে ৭২০ পি (এইচডি) ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
Primo EF6 audio review
ব্যাটারি
৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি, একবার ফুল চার্জ দিলে টানা ৪-৫ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। এছাড়া একবার ফুল চার্জে টানা প্রায় সাড়ে চার ঘন্টা মুভি করা যায়।
Primo EF6+ Battery Review
OTA আপডেট সুবিধাঃ
ওয়ালটনের এই ২টি ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা থাকায় পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
Primo EF6 OTA Update
কানেক্টিভিটিঃ
ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo EF6 ও EF6+ এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা। এছাড়া ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, জিপিএস নেভিগেশন, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
Primo EF6 ও EF6+ এর তুলনামূলক চিত্রঃ
মডেল ২টির মধ্যে র‍্যাম ও দাম ছাড়া অন্যান্য সকল স্পেসিফিকেশন হুবহু এক।
Primo EF6 OTA Update
দামঃ
ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে ১ গিগাবাইট র‍্যাম ও প্রয়োজনীয় নানা ফিচারের Primo EF6+ এর দাম ৪৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। অন্যদিকে ৫১২ মেগাবাইট র‍্যামের Primo EF6 এর দাম ৪০৯০ টাকা।
একনজরে Primo EF6 ও EF6+ এর স্পেসিফিকেশন-

  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম
  • ৫ ইঞ্চি ডিসপ্লে
  • ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ৮ গিগাবাইট রম
  • ৫১২ মেগাবাইট/১ গিগাবাইট র‍্যাম
  • ১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • ডুয়েল সিম
  • ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি

Primo EF6 Specs
যেসব কারণে পছন্দ হয়েছে Primo EF6 ও EF6+

  • সাশ্রয়ী দাম
  • BSI সেন্সরযুক্ত ক্যামেরা
  • আকর্ষণীয় ডিজাইন

Primo EF6 hands-on review
শেষ কথাঃ
৫০০০ টাকা বাজেটে ১ গিগাবাইট র‍্যাম ও দরকারি নানা ফিচারসম্পন্ন স্মার্টফোন কিনতে চাইলে ওয়ালটন Primo EF6+ অনায়াসেই পছন্দের শীর্ষ তালিকায় থাকবে। আর যারা সাশ্রয়ী বাজেটে ভালো ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইনের ফোন কিনতে চান তারা ৪০৯০ টাকা মূল্যের Primo EF6 দেখতে পারেন।
টিউন নিয়ে আপনাদের জিজ্ঞাসা বা মূল্যবান টিউমেন্ট জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে দেখা হবে আবারও, আল্লাহ্‌ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস