Walton Primo EF5i এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী দামে দারুণ ফিচার

সুপ্রিয় টিউনারবৃন্দ,
কেমন আছেন? কেমন কাটলো সবার ঈদ? ঈদের আমেজ কাটতে না কাটতেই আপনাদের সামনে হাজির হলাম নতুন টিউন নিয়ে; আমার আজকের টিউন Walton Primo EF5i এর হ্যান্ডস-অন রিভিউ। মাত্র ৪,৩৫০ টাকা দামের এই ফোনে আছে ৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, ২২৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, ৫১২ মেগাবাইট র‍্যামসহ আকর্ষণীয় নানা ফিচার। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, এছাড়া এতে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, OTA আপডেট প্রভৃতি ফিচার রয়েছে। চলুন তাহলে বিস্তারিত রিভিউ শুরু করা যাক।

Primo EF5i review

 আনবক্সিং:

ফোনটি কেনার পর এর সাথে যা যা পাবেন–

  • চার্জিং অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড
  • ইয়ারফোন

বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ

সাশ্রয়ী দামের ফোন হলেও Primo EF5i এর ডিজাইন বেশ আকর্ষণীয়। ফোনটি উচ্চতায় ১৪৫ মিলিমিটার আর প্রস্থে ৭৪ মিলিমিটার। ১০.৭ মিলিমিটার পুরুত্বের এই ফোনের ওজন প্রায় ১৫৬ গ্রাম (ব্যাটারিসহ)। এর পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট-

Primo EF5i review
ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী আর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর ইউএসবি ২.০ পোর্ট।

Primo EF5i hands-on review
সামনের দিকে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর ইত্যাদি-

Primo EF5i review

ডিসপ্লেঃ

৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ডিসপ্লের রেজোল্যুশন ৮৫৪x৪৮০ পিক্সেল।

Primo EF5i Display

অপারেটিং সিস্টেমঃ

এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে। OTA আপডেট থাকায় এতে পরবর্তীতেও আপডেট পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

Primo EF5i review OS

ইউজার ইন্টারফেসঃ

দেখে নিন Primo EF5i এর ইউজার ইন্টারফেস-

Primo EF5i Notification Bar

 সিপিউ ও জিপিউঃ

সিপিউ হিসেবে এই ফোনে আছে ১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর আর জিপিউ হিসেবে আছে মালি-৪০০

Primo EF5i Chipset GPU

রম ও র‍্যামঃ

এই ফোনে আছে ৮ গিগাবাইট রম যার মধ্যে প্রায় ৫ গিগাবাইট ব্যবহারযোগ্য। এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড সাপোর্ট করে। অন্যদিকে এন্ট্রি লেভেলের এই ফোনে ৫১২ মেগাবাইট র‍্যাম রয়েছে।

Primo EF5i review Memory

 বেঞ্চমার্ক:

বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo EF5i এর বেঞ্চমার্ক স্কোর এসেছে ১৭,২২০

Primo EF5i review AnTuTu Benchmark Score
Nenamark এ এর স্কোর ৫৩

Primo EF5i hands-on review Nenamark Score

 গেমিং পারফরম্যান্সঃ

এন্ট্রি লেভেলের ফোন হলেও কোয়াডকোর প্রসেসরের Primo EF5i এ মিড-লেভেলের বিভিন্ন ধরণের গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে সাইবার পাংক ফিউচার, লাস্ট ডে অন আর্থ, ক্ল্যাশ রয়্যাল ইত্যাদি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলতে পেরেছি।

Primo EF5i Gaming Review Defense Zone 2

ক্যামেরাঃ

Primo EF5i এর BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় এলইডি ফ্ল্যাশ আছে।
ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস-

Primo EF5i review Camera Interface

Primo EF5i এর ক্যামেরায় তোলা কিছু ছবিঃ

Primo EF5i review Camera Sample 2

Primo EF5i review Camera Sample 3
এই ফোনের ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার পাশাপাশি স্কাইপে কিংবা ইমোতে ভিডিও কলও করতে পারবেন।

অডিও ও ভিডিওঃ

৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট এই ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে।

Primo EF5i audio review
৫ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট ফোনটিতে ৭২০পি এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চালিয়েছি।

সেন্সর:

এই ফোনে প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটার সেন্সর রয়েছে।

Primo EF5i Sensors

কানেক্টিভিটিঃ

ডুয়েল সিম সাপোর্টেড এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, জিপিএস নেভিগেশন ইত্যাদি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।

ব্যাটারি:

২২৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এন্ট্রি লেভেলের এই ফোনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই। সাধারণ ব্যবহারে ৫ ইঞ্চি ডিসপ্লে ও ২২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোন ১ দিন চালিয়ে নেওয়া যায়।

Primo EF5i Battery review

দামঃ

মূলত এন্ট্রি লেভেলের ক্রেতাদের টার্গেট করেই Primo EF5i বাজারে এনেছে ওয়ালটন, তাদের সাধ্যের কথা বিবেচনা করেই ৫ মেগাপিক্সেল ক্যামেরা, দারুণ ডিজাইন ও প্রয়োজনীয় নানা ফিচারসংবলিত এই ফোনের মূল্য মাত্র ৪,৩৫০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ; কনফিগারেশন বিবেচনা করলে এই দাম বেশ সাশ্রয়ী।

Primo EF5i Price

একনজরে Primo EF5i এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

  • ৫ ইঞ্চি ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম
  • ১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • মালি ৪০০ জিপিউ
  • ৮ গিগাবাইট রম
  • ৫১২ মেগাবাইট র‍্যাম
  • ডুয়েল সিম
  • ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২২৫০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি

Primo EF5i Specs

যেসব কারণে পছন্দ হয়েছে Primo EF5i এর ভালো লাগার দিকসমূহঃ

  • আকর্ষণীয় ডিজাইন
  • সাশ্রয়ী দাম
  • BSI সেন্সরযুক্ত রেয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Primo EF5i Price
চূড়ান্ত সিদ্ধান্তঃ

চার থেকে সাড়ে চার হাজার টাকা বাজেটে যারা ৫ মেগাপিক্সেল ক্যামেরার ফোন কিনতে চান তাদের জন্য Primo EF5i কে আদর্শ বলা যায়।
আজ এপর্যন্তই। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস