ইন্টারনেট যারা ব্যবহার করেন তারা খুব ভালোকরেই জানেন ইন্টারনেটে রয়েছে বিশাল তথ্যভান্ডার!এমন কিছু নেই যা সম্পর্কে নেটে সার্চ করলে আপনি কোনো তথ্য খুঁজে পাবেননা!আবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে সবসময়ই পরিচিতজনদের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখা যায়!এরপরও একটা চাহিদা থেকে যায় আপনি যখন উপস্থিত কোনো সমস্যায় পড়েন এবং নিজের মতো করে সমস্যার সমাধানের উপায় জানতে চান বা অভিজ্ঞ কারো কাছে ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর জানতে চান অথচো আশেপাশে শেয়ার করার মতো কাউকে খুঁজে পাননা অথচো সঠিক পরামর্শ দেয়ার মতো লোক আশেপাশে নিশ্চয়ই আছে!এমন অনেকেই আছেন যারা অনেক কিছু জানেন এবং মানুষকে তা জানিয়ে আনন্দও পান আর যদি সেই জ্ঞান কারো উপকারে আসে তাহলে আরো খুশি হন!কাজেই অনলাইনে যদি শুধু এরকমই একটি প্ল্যাটফর্ম থাকে যেখানে মানুষ ভিজিট করবে শুধু এই উদ্দেশ্যেই যে হয় প্রশ্ন করবে নয়তো অন্যের প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর দেবে তাহলে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা সত্যিই একটি চমৎকার আইডিয়া!এরকম প্ল্যাটফর্ম ইতোমধ্যেই অনেক তৈরি হয়ে গেছে অনলাইনে!বাংলা ভাষাতেও বেশ কয়েকটি চমৎকার প্ল্যাটফর্ম আছে! বিষ্ময় অ্যানসারসও এরকম একটি প্ল্যাটফর্ম বাংলা ভাষায়! http://ans.bissoy.com/591844?show=593445#c593445 আমি নিজে এটি মাঝেমধ্যে ব্যবহার করি!প্রশ্নও করি উত্তরও দেই!আমার কাছে ভালোই লাগে!আপনিও ভালো লাগলে যুক্ত হতে পারেন!যতো জ্ঞানী গুণী লোক এসব প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানুষকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ততোই আমরা সাধারণ মানুষরা উপকৃত হবো!তা না হলে অনেক সময় দেখা যায় অপরিপক্ক এবং নিম্নমানের উত্তর চলে আসে!আরো জানতে ভিজিট করুন আমার ব্লগে https://aboltabol24.blogspot.com
আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।