السلام عليكم আসসালামু আলাইকুম। 😛 সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি কুশলেই আছেন সবাই। উপরের শিরোনাম দেখে বোধ হয় অনেকেই বুঝতে পেরেছেন, কি বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি! হ্যা আজকের প্রকাশিত টিউনটি হতে যাচ্ছে আমার ১৫০ তম টিউন!! এবং এই টিউনটি প্রযুক্তিপ্রেমী টেকটিউনসের সবাইকে উৎসর্গ করলাম। আসলে অন্য সবার মত ১০০ তম টিউন সম্পর্কে অবহিত না করনের কারনে আজকে ১৫০ তম টিউনেই ১০০ তম কাজটা শেষ করেছি। 😆
মানুষ! যার চাহিদার শেষ নেই, শেষ হবেও না কেবল মাত্র মৃত্যু ছাড়া। মানুষ তো তার জীবনে অনেক কিছুই চায়, আজ আমি এবার কিছু চাইলাম। বলতে পারের আমার আবদার। চাওয়া-আবদারের মাত্রটা অনেক বড়। কিন্তু দিতে না পারলেও দেবার চেষ্টাটা অন্তত করতে পারেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ “ভালবাসা এবং প্রান ভরা দোঁয়া”। এই চাওয়া আপনাদের সকলেরই নিকট। যদি আপনাদের মনের ভিতর থেকে এক টুকরে ভালবাসা আর দোয়া আমি নিতে পারি তাহলে হয়তো সামনের দিনগুলো অনেক বেশি ভাল যাবে।
ছোট্ট অবুঝ শিশুর মতন হাটিহাটি-পাপা করে আজ আমার সবচেয়ে প্রিয় ব্লগ টেকটিউনস এ ১৫০ তম টিউনে পা রাখছি! জীবনে হয়তো অনেক কিছুই পেয়েই অনেক কিছুই হারিয়েছি, তবে সব পাবার মাঝে হয়তো টেকটিউনস একটি। অকপটে বলতে পারি - আজ আমি যে অবস্থায়, তার অনেকটাই এই টেকটিউনসের জন্য। কে ছিলাম আমি? একজন অতি সাধারন ব্যক্তি ! এ ছাড়া আমার হয়তো আর কোন পরিচয় ছিল না, হয়তো থাকলেও থাকতে পারে তবে একজন কলেজ পড়ুয়া ছাত্র হিসাবে। এর বেশী কিছু না... তবে আজ হয়তো অন্য একটি পরিচয় দিতে পারছি প্রযুক্তিপ্রেমী ব্লগার! ব্লগার ফেরিওয়ালা!!
টেকটিউনসে প্রথমদিকে আমি ছদ্মনামে টিউন শুরু করেছিলাম যথারুপঃ “ফেরিওয়ালা” হিসাবে। পরবর্তীতে “এএমডি আব্দুল্লাহতে” শো করছি। সর্বপরি আমার সম্পূর্ণ নাম এ.এম.ডি আব্দুল্লাহ্ বিন ইসলাম। রাজশাহীতে থাকা হয়।
২০১৪ সালে লোকনাথ স্কুল, রাজশাহী হতে এসএসসিতে মানবিক শাখা হতে ৪.১০ জিপিএ অর্জন করি। এবং এই বছর এইচ.এস.সিতে ২০১৭ সালে রানীনগর বিজমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হতে ৪.৯২ জিপিএ অর্জন করি। সার্টিফিকেট রেকর্ড অনুযায়ী আমার জন্ম তারিখ ০১/০৭/১৯৯৭ ইং। আসলে আমি আপনাদের অনেকের মত মেধাবী ছাত্র কিংবা টিউনার কোনটিই নই।
যারজন্য আমার শোচনীয় অবস্থা! তবে অনেকের অনুসরন ও অনুকরনের চেষ্টা করি। অকেকেই এই বছর হয়ত ভাল ফলাফল নিয়ে দেশের নামি-দামি প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা কোর্সে ভর্তি হবেন। কিন্তু আমার সেই রকম কোন ইচ্ছা নাই কিংবা বলতে পারি ইচ্ছা থাকা স্বত্তেও হবেনা। কারন, একে নিজের ব্যস্ততা, জীবিকা ও পরিবারের সংশ্লিষ্টতা। সুতরাং কোন কলেজে বাণিজ্য বিভাগে স্নাতক ভর্তি হবার আশা পোশন করছি। তবে আশা আছে সাধারন স্নাতক পাশ করেও বিসিএস পর্যন্ত যাওয়া এবং কম্পিউটার বিষয়ে উচ্চতর প্রশিক্ষন নেওয়া। বাকিটা আল্লাহর মর্জি!! আপনারা আমার জন্য দোয়া রাখবেন।
মূলত ব্যস্ততা ও পড়ালেখার পাশাপাশি টেকটিউন সহ বিভিন্ন টেক বিষয়ক ব্লগে টিউন করে থাকি। তবে টিটিতেই আমার প্রকাশনাটা বেশী। প্রযুক্তি বিষয়ক ছাড়াও আমার সংস্কৃতি ও অন্য বিষয়ক লেখার আগ্রহটা বেশী ও টুকটাক পেপার-পত্রিকাতেও কবিতা, ছোট গল্প লিখে থাকি। তবে টেক বিষয়ে আমার আশক্তিতাই বেশী কাজ করে। অবসরে খেলাধূলা, ছোটখাট ফ্রিল্যান্স, ব্লগিং এবং ফেরি করে সময় কাটাই। আমার ভবিষৎ চিন্তাভাবনা সরকারি চাকুরি করা কিংবা উদ্যেক্তা হওয়া। উদ্যোক্তা হিসাবে মন চাই নিজে যেন কিছু করি ও ভাল থাকি এবং অন্য ২/৩ জনকে যেন ভাল রাখতে পারি।
টেকটিউনসের সাথে আমার পরিচয় প্রায় ৫ বছরের বেশী হবে। অবশ্য এখানে লেখালেখির আগ মুহুর্ত ভিজিটর হবে নিয়মিত পদচারনা ছিল আমার। এই সময় বাঘা বাঘা সকল টিউনারদের লেখাগুলো অনুসরন করতাম এবং প্রয়োজনে টিউমেন্ট করতাম ও সেইগুলো প্রিয়তে নিতাম। তবে আরেকটি বিষয় বলা ভাল সেই সময় পিসি হেল্প লাইন বিডি নামে আরেকটি টেক ব্লগ ছিল। সেখানেও নিয়মিত ছিলাম। সেখানে আমার নামে আরেক আব্দুল্লাহ্ ভাই ছিল। তার সহযোহিতা নিতাম ও সেখানে ২/১ টি টিউনের হাতে খড়ি নিই।
পরবর্তীতে ২০১৪ সালে টিটিতে টিউনার হিসাবে সংযু্ক্ত হই। সেই হতে এক একটি টিউন লিখতে লিখতে ১৫০ তে- এলাম। অবশ্য ২০১৪ সালে যখন টিউন করি কিংবা তার পূর্বে আমার কোন পিসি ছিলনা। কোন ল্যাব/অফিস/বাসা কিংবা বন্ধুদের পিসি হতে টিউন করতাম। তাদেরও কম কষ্ট দেইনি! কিন্তু এই সামান্য মিষ্ট বকা, কথাতো আর আমার ভালবাসা শেষ করতে পারে না! আমি তো সেই "ফেরিওয়ালা" মজার বিষয় এক সময় যারা আমাকে তাদের কম্পিউটার নষ্ট করেছি বলে বকাঝকা দিতো, তারাই আজ আমাকে ফোন করে তাদের কম্পিউটার ঠিক করার জন্য ডাকে। যেই বন্ধুদের বাসায় গেম খেলার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, তারা এখন আমার বাসায় আসে গেম খেলার জন্য। সেই সব বন্ধমহলের কাছে আমি কৃতজ্ঞ। এখন অবশ্য কষ্টেসৃষ্টে একটি পিসি জোগাড় করেছি।
আসলে টেকটিউনস এর কৃতিত্ব বললে কিছুটা ভুল হবে। কৃতিত্ব টেকটিউনস এর শ্রদ্ধেয় সকল টিউনার দের! তারা টিউন করেছে বলেই আমি পড়তে পেরেছি, শিখতে পেরেছি। আমার অনেক প্রিয় টিউনার ছিলেন, যারা ব্যক্তিগত বা অন্যান্য সমস্যার কারণে আর টিউন করেননা।
আরো অনেকের নাম হয়তো মনের ভুলে বাদ দিয়ে গেছি... তাই অগোচরে ক্ষমা চেয়ে নিচ্ছি।
১৫০ তম টিউন উপলক্ষে আমার পক্ষ হতে কিছু সফটওয়্যার শেয়ার করছি। আশা করি অনেকের কাজে দিতে পারে।
ইসেট স্মাট সিকিউরিটি এন্টিভাইরাস নতুন করে বলার প্রয়োজন নাই। আমার কাছে এটি সবার সেরা। বিগত ৪ বছরের বেশী সময় ব্যবহার করছি। ইসেট সম্পর্কে টিটিতে আমার প্রায় ২/৩ টি টিউন করা আছে। কিভাবে ইসেট সেটআপ ও ব্যবহার করতে হয় দেখতে পারেন এখানে
Glary utilities পিসিতে হয়ত অনেকেই ব্যবহার করছেন। যারা একবার Glary utilities ব্যবহার করে মজা পেয়েছেন তারা হয়ত ২য় বার অন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে চাইবেন না। তাছাড়া পিসি হেল্প লাইন ব্লগে পূর্বে অনেক লেখকই এই বিষয়ে পোস্ট করেছেন। এমনিতে আমিও একবার Glary utilities নিয়ে একটি পোস্ট করেছিলাম।
অবশ্য Glary utilities নিয়ে আমার পোস্ট করার কোন প্রয়োজন ছিলনা কিন্তু আজকে পোস্ট করতে হবে এর অন্যতম কারন হচ্ছে- Glary utilities সম্পূর্ণ নতুন ভার্সনে ও নতুন এন্টারফেসে রিলিজ করেছে যা পূর্বের ভার্সন হতে অনেক পার্থক্য রয়েছে। যারা নতুন ভার্সনটি ব্যবহার করবেন তাদের অনেক ভালো লাগবে। তাছাড়া এই নতুন ভার্সনে নতুন কিছু অপশন ও সুবিধাবলী যোগ হয়েছে যা নিজেরা পিসিতে ইনস্টল করলে বুঝতে পারবেন।
😆 টিউনের একদম শেষ পর্যায়ে। আরো কিছু সফটওয়্যার রিভিউ করার ইচ্ছা ছিল। কিন্তু একাধিকবার বৈদ্যূতিক বিঘ্ন ঘটানোর কারনে আপলোড করতে পারলাম না। ইচ্ছা আছে পরবর্তীতে সময়ে আমার ব্যবহৃত সফটওয়্যার বিষয়ে কয়েকটি পর্বে টিউন করব।আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন। 😛
- ক্রেডিট লিঙ্কঃ বাংলা ব্লগ | ফেবু প্রফাইল | ইংরাজী ব্লগ
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
১৫০ তম টিউনের জন্য আপনাকে অভিনন্দন,
আল্লাহ আপনার মনের আশা গুলকে বাস্তবে রুপ দিক
এই দোয়া করি।