“ভয় কিংবা ভালবাসার’ অন্যরকম মুহম্মদ জাফর ইকবাল।

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

অন্যরকম মুহম্মদ জাফর ইকবাল।

ভয় কিংবা ভালবাসা

আমরা সকলেই জানি মুহম্মদ জাফর ইকবাল একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক, কলাম-লেখক ও শিক্ষাবিদ। তাকে আমাদের দেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়। কিন্তু মুহম্মদ জাফর ইকবালের আরও একটি পরিচয় যা অবাক করার মত তা হল তার কবিতা লেখার গুণ।

'ভয় কিংবা ভালবাসা' নামক একটি মজার কবিতার বই আছে তার যেখানে অদ্ভুত অদ্ভুত সব বিষয় নিয়ে অনেক মজার কবিতা লিখেছেন। বলা বাহুল্য ঐ কবিতাগুলোও কিন্তু ছোটদের নিয়ে। লেখক তার ভূমিকায় লিখেছেন যে শেল সিলভারস্টিলের কবিতা পড়ে তার প্রথম কবিতা লেখার শখ হয়েছিল। বইটিতে আছে সব বিষয়ের কবিতা।

বইটিতে থিওরি অব রিলেটিভিটি, বিগ ব্যাঙ, ডিজিটাল বন্ধু, পিউটার এর মত বিজ্ঞান বিষয়ক কবিতা যেমন আছে তেমনি চাবি ইংরেজি, অভাগার কাহিনী নামক অনেক হাস্যকর কিছু কবি্তাও আছে। অ - আ দিয়ে আছে সন্ত্রাসীদের প্রথম পাঠ নামক একটি অসম্ভব সুন্দর কবিতা।

যারা মুহম্মদ জাফর ইকবালের এই মজার আর অদ্ভুত বইটি এখনো পড়নি তারা এখনি পড়ে ফেলতে পার এখান থেকে।

Level 0

আমি শুভ মল্লিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস