যে সিনেমাটি আপনাকে ডুবিয়ে দেবে বিটল্স ব্যান্ডের সুরের জগতে! (বিশ্ব সঙ্গীত দিবসের উপহার)

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

গতকাল ছিল বিশ্ব সঙ্গীত দিবস! ঠিক এই সঙ্গীত বিষয়টি না থাকলে দুমড়ে মুচড়ে যেতাম অনেক আগেই৷ সঙ্গীতের জাদুতে আমি এক পরিবার পেয়েছি, সে গল্প আজ থাক৷ বলতে এসেছি মুভির কথা, ডিস্টিউন হয়ে গ্যালো না কি কে জানে!আমি মুভি পাগল মানুষ, সঙ্গীত দিবসে তাই হাতড়ে খুঁজলাম মিউজিক্যাল মুভি৷ দিবস উদযাপন করা নিয়ে কথা! পেলাম Across The Universe! Beatles ব্যান্ডের ৩৩টা সাউন্ড ট্র্যাক পাবেন এই মুভিতে! মুভির নামও দেওয়া হয়েছে লেননের লেখা Across The Universe গানটি থেকে অনুপ্রাণিত হয়ে৷ মুভির চরিত্রগুলোর নামকরণেও পাবেন Beatles এর গানের আমেজ!
কী লিখছি এটা! রিভিউ! না বোধহয়৷ রিভিউ লেখার যোগ্যতা আমার নেই, মুভি ক্রিটিকও নই৷ শুধুই নেশার মতন ভাল লাগা শেয়ার করছি৷ Julie Taymor পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন বেশ কয়েকজন মিউজিশিয়ান, তার মধ্যে আছেন U2'র Bono! আমি আমার মধ্যে ছিলামনা ঠিক যখন T.V Carpio সিনেমার এক অংশে I Wanna Hold Your Hand গানটি গাইতে শুরু করে! সঙ্গীতের অনেক 'জনরা' হয়৷ যারা মিউজিশিয়ান তারাই সেগুলো ভাল বলতে পারবেন৷ তবে Across The Universe মুভিটি দ্যাখার সময় সাইকাডেলিং অনুভূতিও পাবেন আবার জ্যাজ বা ব্লুজেও নোঙ্গর ফেলবেন ক্ষণে ক্ষণে! ঠিক তেমনই যুদ্ধের দাবদাহ পাবেন, পাবেন রক জনরা! পাবেন প্রেম, প্রতিবাদ, ঈর্ষা! একজন আর্টিস্ট যুবকের বাবাকে অনুসন্ধান করতে বিদেশ গমন থেকে মুভিটির শুরু কিন্তু এই মুভির শেষ বলে যেন কিছু নেই! নিবিষ্ট মনে দেখতে থাকলে রেশ কাটবেনা সিনেমা শেষ হবার পরেও! মুভির অনেকাংশেই পাগলামি আছে, আর্টিস্টিক পাগলামি! যেখানে ক্ষোভের প্রকাশও মিউজিকে আবার বসন্তে নিজেকে ভাসিয়ে দেওয়াটাও মিউজিকে! ২০০৭ সালে রিলিজ হওয়া এই মুভিটি আমার জীবনে দ্যাখা সেরা মিউজিক্যাল মুভি! ডাউনলোড করুন এখান থেকে! মুভির আলোচনা নিয়ে ফিরে আসবো অন্য কোনদিন। ভাল থাকবেন।  সঙ্গীত দিবসের শুভেচ্ছা রইল!

Level 0

আমি সৈকত ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় সৈকত ইসলাম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।