আসসালামু-আলাইকুম। আজকে আমি এমন একটা স্মার্ট প্রোডাক্ট অথবা ডিভাইস সম্পর্কে বলবো, যা সারা পৃথিবীতে রিলিজ এর দিন থেকেই টেক- জগতে ব্যাপক সারা ফেলেছে। আর এই ডিভাইসটি হল- আমাদের সবার প্রিয় Xiaomi ব্র্যান্ড এর 4K Mi TV Box.
এই ডিভাইসটি আপনার নন স্মার্ট টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করবে। অ্থেআর আপনার টিভি যদি 4K হয় তাহলে আপনাকে দিবে 4K ভিডিও দেখার দারুণ অভিজ্ঞতা। আপনার টিভিতে অথবা মনিটরে HDMI Port থাকলেই আপনি এই ডিভাইসটি ব্যবহার করে এক অসাধারণ অভিজ্ঞতা পেতে পারেন।
এই MI TV BOx এর বিশেষত্ব হচ্ছে এটি আপনার নন স্মার্ট টিভিকে Smart TV করবে। আর স্মার্ট টিভি মানে, এতে করে আপনি WiFi কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয় এই ডিভাইসটি আরও কয়েক ধাপ উপরে।
ওয়াইফাই কানেক্ট করা ছাড়াও 4K ভিডিও দেখতে পারবেন, Google Chromecast এর সকল ফাংশন এতে পাবেন, এন্ড্রয়েন্ড এর যেকোনো Aps Google Play Store থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, ব্লুটুথ হেডফোন এবং ব্লুটুথ গেম কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন ইত্যাদি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে Mi TV Box এন্ড্রয়েড 6.0.1 (Marshmallow) সাপোর্টেড।
বুঝতেই পারছেন, আপনি আপনার এন্ড্রয়েড ফোনে যা যা করতে পারেন অথবা করতে পেরেছেন তা এখন টিভিতে করতে পারবেন, মজার না? আপনার স্মার্ট ফোনে যেমন ইন্টারনাল স্টোরেজ সুবিধা আছে তেমনি Mi TV Box থাকছে 8GB ইন্টারনাল স্টোরেজ।
তাছাড়া থাকছে Quad Core CPU, 2GB RAM, ব্লুটুথ গেম প্যাড সাপোর্ট এবংUSB Port সুবিধা। এই কনফিগারেশনে গেম খেলার অভিজ্ঞতা হবে অসাধারণ। এনিতেই রিমোট দিয়ে গেম খেলা যাবে তবে Mi TV Box এর সাথে যদি এম আই গেম কন্ট্রোলার ব্যবহার করে গেম খেলেন তাহলে এটা হবে পারফেক্ট ম্যাচ।
এই ডিভাইসের মূল কাজ হচ্ছে Non-Smart TV কে Smart TV তে convert করা। মার্কেটে এখন নন স্মার্ট টিভিকে স্মার্ট করার জন্য আরও অনেক ডিভাইস পাওয়া যায় যেমন- ক্রোম কাস্ট, এপল টিভি বক্স, নেক্সাস প্লেয়ার, অ্যামাজন ফায়ার ইত্যাদি। তাহলে এই ডিভাইসটি কেন? যদি দামের দিক থেকে তুলনা করি তাহলে এই ডিভাইস এখন দুনিয়ার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের একমাত্র প্রিমিয়াম 4K কোয়ালিটি প্রোডাক্ট।
আসুন এবার এক নজরে এই স্মার্ট ডিভাইস এর সুবিধা এবং অসুবিধা গুলি দেখে নেয়া যাক।
এখন আরও খুশীর খবর হল এই ডিভাইস বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। আপনি একটু Google Search দিলেই পেয়ে যাবেন।
কেনার আগে অবশ্যই জেনে নেবেন যে International Version পাচ্ছেন কিনা। Chinse Version এর দাম কম কিন্তু এর ভাষা পরিবর্তন করা যায় না তাই চাইনিজ না জানা থাকলে এই ডিভাইস ব্যবহার করা আপনার জন্য খুবই ঝামেলার হয়ে যাবে। :
পরিশেষে, আপনাদের ভালো রেসপন্স পেলে এই ডিভাইস সম্পর্কে আরও লিখার আশা রেখে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
আমি zhosen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ একটা ডিভাইস, আমি বাসায় একটা ইউস করি। গেম খেলতে বসলে, গেম খেলতেই থাকি।