বর্তমান বিশ্বে সিকিউরিটি নিয়ে সবাই অনেক বেশী সচেতন। সন্ত্রাসী হামলা, চুরি,বহিরাগত প্রবেশ সহ নানা আশংকায় থাকেন তারা, অনেকেই এক্সট্রা সিকিউরিটি গার্ড রাখেন। প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনেক ডিভাইস বাজারে এসেছে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। যার মধ্যে ওয়াকিটকি, ক্লোজ সার্কিট ক্যামেরা, Turnstile Gate, সিকিউরিটি গেট, মেটাল ডিটেকটর সহ অনেক রকম নিরাপত্তা ডিভাইস। প্রবেশাধিকার নিয়ন্ত্রনের জন্য ব্যবহার করা হয় Access Control System যা একই সাথে নিরপত্তাও দেয় এবং কতজন এল/গেল সেটির হাজিরাও রাখতে পারে। আজকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের এক্সেস কন্ট্রোল এবং আপনার প্রতিষ্ঠানের জন্য সেরা এক্সেস কন্ট্রোল সিস্টেম কিভাবে পছন্দ করবেন সেটি নিয়ে কিছু টিপস দেয়ার চেষ্টা করবো। আপনার প্রতিষ্ঠানের সাইজ হিসেবে আপনি যেসব ধরনের এক্সেস কন্ট্রোল ব্যবহার করতে পারেনঃ
প্রথমত আপনার কোম্পনার সাইজ হিসেবে দরকারী এক্সেস কন্ট্রোল আপনাকে নিতে হবে। কিছু দরকারী পয়েন্ট নীচে আলোচনা করলাম। এই স্টেপগুলো আপনাকে সাহায্য করবে আপনার প্রয়োজনীয় এক্সেস কন্ট্রোল সিস্টেমটি পছন্দ করতে।
- প্রবেশ ও বের হবার গুরুত্বপূর্ন স্থানসমূহ
- বিল্ডিং এর স্ট্র্যাকচার এবং সম্পদসমূহ
- কর্মচারীদের পে রোল এবং কত জন ঢুকবে কিংবা বের হবে
- সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতাসমূহ
- অফিস টাইম এবং ইন হাউজ ফুল টাইম কর্মচারী হিসাব
এই অডিট আপনাকে প্রতিষ্ঠানের নিরাপত্তা কতটুকু লেভেলে দরকার হবে সেটি সম্পর্কে ভাল ধারনা দিতে সক্ষম। যখন বুঝতে পারবেন কতটুকু নিরাপত্তা আপনার প্রতিষ্ঠানে দরকার তখন কেমন Access Control System আপনি ব্যবহার করবেন সেটি বুঝতে পারবেন।
ViRdi: বায়োমেট্রিক নিরাপত্তা প্রোডাক্ট সমূহের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড এটি। ভারডি সিরিজ শুরু হয় ২০০০ সালে এবং ক্রমেই এটি ফেস ও ফিঙ্গার রিকগনিশান প্রোডাক্টগুলোর সেরা ব্র্যান্ডের তালিকায় উঠে আছে। প্রায় ১২৪টির বেশী দেশে ভারডি প্রোডাক্টসমূহ সাপ্লাই করে থাকে। তাদের নতুন নতুন সব প্রোডাক্ট দেখতে ঘুরে আসতে পারেন এই সাইটে।
Anviz: ভারডি এর পর জনপ্রিয় ব্র্যান্ড এটি। প্রায় ১১ বছরের আর এন্ড ডি এক্সপেরিয়েন্স রয়েছে এদের বায়োমেট্রিক প্রোডাক্ট তৈরিতে। তাদের নিজস্ব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,মাল্টি বায়োমেট্রিক এলগরিদম ডেভেলপ করা আছে যার নাম BioNANO. এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিখুঁত বায়োমেট্রিক এলগরিদম। এদের তৈরি প্রোডাক্টগুলো দেখতে পাবেন এই সাইটে।
বাংলাদেশে এইসব কোম্পানী সরাসরি ব্যবসা না করলেও তাদের বিভিন্ন ডিলার কিংবা এজেন্সী নিয়েছে এমন অনেক কোম্পানী রয়েছে। তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ViRdi ও Anviz নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন কাজ করছে এমন প্রতিষ্ঠান Olefins Trade Corporation। গুগলে এই নামে সার্চ দিলে তাদের ওয়েবসাইট ও বিস্তারিত পাবেন। যেকোন পরামর্শ কিংবা জানার জন্য ফোন করতে পারেনঃ +8801979-300940 নাম্বারে। ধন্যবাদ।
আমি আবদুল্লাহ আল সাব্বির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুনঃ http://olefins.com.bd