শেয়ার করুন, যত্ন নিন, সাথে থাকুন। আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা গড়ে তোলার মাধ্যমে একে অপরকে অনুপ্রানিত ও উজ্জীবিত রাখার নতুন উপায় নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালী ভিত্তিক কোম্পানি সার্কেল কেয়ার ইনক। অ্যাপটিতে রয়েছে আপনার পরিবার এবং প্রিয়জনদের জন্য যত্ন নেওয়ার ও প্রাইভেট ভাবে পারিবারিক তথ্য ও ছবি শেয়ার করার বেশ কিছু আকর্ষণীয় ফিচার। সার্কেল কেয়ার স্মার্ট ফোন এবং সামাজিক নেটওয়ার্কিং এর টেকনোলজি ব্যবহার করে পুরো পরিবারের মধ্যে দুরত্ব কমিয়ে কাছে নিয়ে আসতে সাহায্য করে।
- সার্কেল কেয়ারে রয়েছে প্রতিটি পরিবার এর জন্য বাক্তিগত নেটওয়ার্ক, যা ব্যবহার করে পারিবারিক সকল তথ্য আদান প্রদান ও একে অপরের যত্ন নেয়া যায় পর্যাপ্ত প্রাইভেসি বজাই রেখেই।
- কোন কিছু শেয়ার করতে আর দ্বিধাগ্রস্ত হবার কোন প্রয়োজন নেই কারন আপনি শেয়ার করছেন শুধু আপনার পরিবার ও একান্ত আপনজন এর সাথেই, যারা আপনাকে যানে এবং বুঝে।
- আপনার সাহায্যের হাত প্রসারিত করুন এবং পুরো পরিবারকে সুস্থ, অনুপ্রাণিত এবং খুশি রাখুন। সার্কেল কেয়ার এর ওয়েলনেস ফিচার ব্যবহার করে নজর রাখুন আপনার পরিবার এর সদস্যদের ব্লাড প্রেসার ও ব্লাড সুগার লেভেল এর উপর এবং অনুপ্রানিত করুন সাস্থ্যকর জীবন যাপন এর জন্য।
- পরিবারের সদস্যদের হাঁটতে উৎসাহী করে তুলুন বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে এরকম পারিবারিক সদস্যদের দৈনিক হাটার পরিমান নজরে রাখুন স্টেপ কাউন্টার ফিচার ব্যবহার করে; স্টেপ ট্র্যাকিং এর জন্য আপনার স্মার্টফোন বা ফিটবিট ব্যবহার করা যায় এই অ্যাপটিতে।
- সময় মত আপনার ঔষধ গ্রহণ করে সুস্থ থাকুন এবং পছন্দের মানুষ গুলোকে সময়মত ওষুধ নিতে সাহায্য করুন। সার্কেল কেয়ার এ আছে মেডিকেশন রিমাইন্ডার ফিচার যা আপনাকে সময় মত ওষুধ খাওয়ার জন্য নোটিফিকেশন দেবে। আপনি নোটিফিকেশন মিস করলে আপনার প্রিয়জন এর কাছে চলে যাবে একটি স্বয়ংক্রিয় ম্যাসেজ, যেন সে আপনাকে পুনরায় মনে করিয়ে দিতে পারে।
- পারিবারিক যোগাযোগ ও শেয়ার উৎসাহিত করতে আছে কেয়ার পয়েন্ট, পুরো পরিবারকে হাটতে ও অ্যাকটিভ থাকতে উৎসাহিত করতে আছে অ্যাচিভমেন্ট ব্যাজ ও ট্রফি।
- জেনে নিন আপনার প্রিয়জনরা এখন কে কোথায় আছে এবং তাদের সাম্প্রতিক আপডেটগুলো সার্কেল টাইম এর শেয়ার করা তথ্য থেকে। সার্কেল টাইম ফিচার টি ব্যবহার করে আপনার জীবনের প্রতিটি স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করুন শুধুমাত্র আপনার পরিবার ও একান্ত প্রিয়জনদের সাথে।
- সার্কেল কেয়ার এ শেয়ার করা সকল তথ্য এবং ছবি সম্পূর্ণ ভাবে এনক্রিপটেড এবং সুরক্ষিত।
সার্কেল কেয়ার অ্যাপটি সম্পূর্ণ বিনামুল্যে এখন ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে।
আমি মোহাম্মাদ শাহনেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় মোহাম্মাদ শাহনেওয়াজ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।