সুপ্রিয় কমিউনিটি,
সবাই ভালো আছেন নিশ্চয়ই? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ওয়ালটনের একটি ট্যাবের হ্যান্ডস-অন রিভিউ নিয়ে আমার আজকের টিউন শুরু করছি। যারা তুলনামূলক বড় স্ক্রিনে ভিডিও দেখতে কিংবা এইচডি গেম খেলতে পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখেই হয়তো সাশ্রয়ী বাজেটের ট্যাব Walpad 10B বাজারে এনেছে ওয়ালটন।
মাত্র ১০,৪৯০ টাকা মূল্যের Walpad 10B এ অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। ১০.১ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এই ট্যাবে আরও রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ট্যাবটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
Walpad 10B এর ডিসপ্লে ও ইউজার ইন্টারফেস, বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ প্রভৃতি বিশ্লেষণধর্মী তথ্য নিয়ে আমার আজকের টিউনটি সাজানো হয়েছে।
একনজরে Walpad 10B এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
Walpad 10B ট্যাবটির বক্স খুললে আপনি যা যা পাবেন –
Walpad 10B ট্যাবটিতে অপারেটিং সিস্টেম হিসেবে কিছুটা পুরনো অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহৃত হয়েছে। তবে পরবর্তীতে এতে আপডেট পাওয়া যাবে বলে জানা গেছে।
১০.১ ইঞ্চি আইপিএস ডিসপ্লেবিশিষ্ট এই ট্যাবের ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৮০০ পিক্সেল।
ট্যাবটির ইউজার ইন্টারফেস-
Walpad 10B এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট।
Walpad 10B এর পেছনের দিকে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও Walton লেখা।
এর সামনের দিকে রয়েছে ফ্রন্ট ক্যামেরা ও সেন্সর। এর পাওয়ার কী ও ভলিউম কী একই পার্শ্বে দেওয়া হয়েছে।
আকর্ষণীয় ডিজাইনের Walpad 10B এর উচ্চতা ২৫৪.৬ মিলিমিটার, পুরুত্ব ৯.২ মিলিমিটার, প্রস্থ ১৫২.৬ মিলিমিটার এবং ব্যাটারিসহ ওজন ৫৫০ গ্রাম।
১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসরের এই ট্যাবে মিডিয়াটেকের কোয়াডকোর চিপসেট MT8321 ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে। এতে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
সাশ্রয়ী বাজেটের এন্ট্রি লেভেলের ট্যাব Walpad 10B এ রয়েছে ১৬ গিগাবাইট রম, পাশাপাশি এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহার করে ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যায়। এই ট্যাবে রয়েছে ১ গিগাবাইট র্যাম।
ওয়ালটনের এই ট্যাবটির বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নিয়েছিলাম; AnTuTu তে এর স্কোর এসেছে ২২৫০২; অন্যদিকে GeekBench এ সিঙ্গেলকোর ও মাল্টিকোর এ এর স্কোর যথাক্রমে ৩৭০ ও ৯৯৯
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ NenaMark এ Walpad 10B এর স্কোর এসেছে ৫৫.১
তরুণ প্রজন্মের ট্যাব কেনার পেছনে গেমিংয়ের উদ্দেশ্যটাই মূখ্য ভূমিকা পালন করে। এন্ট্রি লেভেলের ট্যাব হলেও কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যাম থাকায় এর গেমিং পারফরম্যান্স মন্দ নয়। Walpad 10B ট্যাবটিতে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে মডার্ন কমব্যাট ৪, ক্ল্যাশ রয়্যাল, পিয়ানো টাইলস, ক্যান্ডি ক্র্যাশ সাগা, প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Walpad 10B এ রয়েছে ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায়, যা দিয়ে গেম খেলা ও ভিডিও দেখার পাশাপাশি ছবি তোলার কাজটিও সেরে নিতে পারবেন।
Walpad 10B এর ক্যমেরা সেটিংস ও ইন্টারফেস-
এই ট্যাবের ক্যামেরায় তোলা ছবিঃ
সেইসাথে এর ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফিও তুলতে পারবেন।
৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট এই ট্যাবের অডিও সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে।
এই ট্যাবে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলে।
১০.১ ইঞ্চি ডিসপ্লের Walpad 10B এ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে এর ব্যাটারি ব্যাকআপ দীর্ঘস্থায়ী। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় ৮ ঘন্টা গেম খেলা কিংবা মুভি যায়।
ওয়ালটনের নতুন ট্যাব Walpad 10B এ OTG (USB On The Go) সুবিধা রয়েছে। ফলে ব্যবহারকারী এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
ওয়ালটনের এই ট্যাবে রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো থাকছেই।
ওয়ালটনের নতুন এই ট্যাবে সেন্সর হিসেবে রয়েছে অ্যাক্সিলেরোমিটার (থ্রিডি)।
প্রয়োজনীয় নানা কনফিগারেশনের Walpad 10B ট্যাবটির মূল্য মাত্র ১০,৪৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। ফিচার ও কনফিগারেশন বিবেচনায় এই মূল্য বেশ সাশ্রয়ী।
১০ হাজার টাকা বাজেটে প্রয়োজনীয় কনফিগারেশনসম্পন্ন বড় স্ক্রিনের ট্যাব কিনতে চাইলে Walpad 10B বেছে নিতে পারেন। সেইসাথে এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে ব্যাকআপটাও হবে বেশ দীর্ঘস্থায়ী।
টিউনার কমিউনিটি, Walpad 10B এর রিভিউ নিয়ে আজকের টিউন এখানেই শেষ করছি। টিউন সম্পর্কে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা টিউমেন্ট জানান টিউমেন্টে। নতুন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সবাইকে বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
কেউ কিনবেন না ওয়ালটনের ট্যাব বা ফোন । এদের কোন খুচরা যন্ত্রাংশ খোলা বাজারে কোথাও পাওয়া যায় না । সামান্য জিনিসের দাম ওদের কাষ্টমার কেয়ারে ডাবল । আমি একটা ফোন আর একটা ট্যাব কিনে খুব বিপদে পড়ে গেছি । আমার ট্যাবের ট্যাচ নষ্ট হয়ে গেছে হাত থেকে পড়ে । কাষ্টমার কেয়ারে নিয়ে যাই । খোলা বাজারে অন্য কোন ট্যাবের টাচের দাম যেখানে ৪০০-৫০০ টাকা আর ওয়ালটনের কাষ্টমার কেয়ারে টাচের দাম-২৫০০ টাকা ।