ডোমেইন ব্যাবসার আদ্যোপান্ত – ডোমেইন ব্যাবসা সুদূরপ্রসারী ভালো মুনাফাযোগ্য ব্যাবসা

 

ডোমেইন নেইমসঃ-

আশা করি এই টিউন পড়তে আসা যেকোনো ব্যক্তি ডোমেইন নেইম কি সম্পর্কে জানান। প্রত্যেকটি মানুষের যেমন একটি নাম থাকে তেমনিভাবে প্রত্যেকটি ওয়েবসাইটেরও একটি নাম থাকে যে নামটি দ্বারা সে ওয়েবসাইটের বিশেষত্ব আলাদা ভাবে বুঝা যায়। ওয়েবসাইটটি কি কাজের জন্যে ব্যাবহৃত হয় সেটা বুঝা যায়। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটি সেইভাবে ইনডেক্স হয়।

ডোমেইন নেইমস দিয়ে কিভাবে উপার্জন করবেনঃ-

বর্তমানের প্রযুক্তি বিশ্বে ডোমেইন নেইমস হলো টাকা উপার্জন করার অত্যন্ত আকর্ষনীয় একটি মাধ্যমে। ১৬ মিলিয়ন ডলারের মাধ্যমে isure.com ডোমেইনটি ২০০৯ সালে Quinstreet কিনে নেয়, যেটা ডোমেইন নামের সর্বোচ্চ দামের ওয়ার্ল্ডরেকর্ড সৃষ্টি করে,কিন্তু দৈর্ঘে এর চাইতে বড় কিন্তু যথাউপযুক্ত ডোমেইন নেইমও শত,হাজার ডলারে বিক্রয় হয় বর্তমান সময়ে। মুল কথা হচ্ছে আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে ডোমেইন নেইম ব্যাবসায় বিনিয়োগ করতে পারেন। ঠিকভাবে বিনিয়োগ করতে পারলে নিকট ভবিষ্যতে ডোমেইন নেইমটি আবার বিক্রি করে বিনিয়োগের ৩,৪ গুন বেশি টাকা উপর্জনের মাধ্যমে লাভবানও পারেন!

কিভাবে একটি ভালো মানের ডোমাইনের পোর্টফোলিও তৈরি করবেন?

একটি ভালো মানের ডোমেইন পোর্টফলিও তৈরি করতে কয়েক মাস থেকে কয়েক বছর সময়ের দরকার হয়। এই ব্যাবসায় বিনিয়োগ করার আগে একটি বিষয় সম্পর্কে আপনার পারদর্শী হতে হবে সেটা হচ্ছে দূর দৃষ্টি অদূর ভবিষ্যৎ এ কোন জিনিসটি লোকপ্রিয় বা জনপ্রিয় হবে তার উপরেই নির্ভর করে কি ধরনের ডোমেইনের আসলে কি ধরনের দাম হতে পারে। উদাহারণ স্বরুপ বলি টেকটিউনস ডট কম বিডি ডোমেইনটি বর্তমান সময়ে যে মুল্য ২০০০ সালে হয়তো তার ১০% মুল্যও ছিলো না। সময়ের সাথে সাথে এই ডোমেইনটি লোকপ্রিয়তা যত বেড়েছে ডোমেইনের দামও ততটা বেড়েছে এক্ষেত্রে অবশ্য নামের চেয়ে টেকটিউনস কর্তিপক্ষের,টিউনারদার অবদানের মুল্যটাই আমি বেশি বলবো তারপরেও এটাকে আমি একটি উদাহারণ স্বরুপ বললাম। ডোমেইন নেইমে ক্রয়/বিক্রয় করে টাকা উপার্জন করতে চাইলে আপনি ২টি জিনিস কিনতে পারেন, নানান জিনিসের নামে শত শত ডোমেইন কম মুল্যে কিনে রেখে দিতে পারেন অথবা ভালো নামের কোনো ডোমেইন যার বর্তমানেও দাম চড়া এবং ভবিষ্যতেও আরো দাম বাড়বে এমন কিছু ডোমেইনস ও কিনে রেখে দিতে পারেন ১ বছর বা তার চেয়ে দৈর্ঘ সময়ের জন্যে। যত বেশী সময় যাবে তত বেশি বাড়বে ডোমেইনের মুল্য এবং আপনার লাভের পরিমান।
নিচে আমি কয়েক ধরনের ডোমেইন নামের বর্ণনা করছি যা থেকে আশা করি আপনারা একটি ধারনা অর্জন করতে পারবেন এই বিনিয়োগটি সম্পর্কে।

বিভিন্ন স্থানের নাম

বিভিন্ন শহর বা দেশের নাম, সাথে ধরে নিন ঐসব দেশের বিভিন্ন স্থান যা বর্তমানে বা ভবিষ্যতে জনপ্রিয় হবে ভালো ধারনা করা যায় সেসব জায়গার ডোমেইন নেইমের দাম হু হু করে বেড়ে যাবে যখন সেসব জায়গা আসলেই জনপ্রিয় হবে। বুঝানোর জন্যে একটা উদাহারণ দেয় ১০ বছর পরে বর্তমানে যে সেইন্ট মার্টিন আছে তা নিশ্চয় আরো জনপ্রিয় হবে। তথ্য প্রযুক্তিতে এগিয়ে গিয়ে ততদিনে বাংলাদেশও অনলাইনে কেনাকাটার উপরে সম্পুর্ন নির্ভর হয়ে পড়বে এমন অবস্থায় আপনি যদি সেইন্ট মার্টিনে কোনো হোটেল বা অন্য কোনো জিনিসের নাম দিয়ে ডোমেইন নেইম কিনে রাখতে পারেন যা অদূর ভবিষ্যতে ভালো একটি ব্যাবসার ক্ষেত্রে পরিনত হবে তাহলে নিশ্চিত থাকুন কিছু বছর অপেক্ষা করে সেই ডোমেইনটি বিক্রি করেই আপনি লাখপতি হয়ে যেতে পারবেন এবং বিনিয়োগের ১০ গুন উপার্জন করতে পারবেন!

ব্যাবসায়ীক নাম

ব্যাবসায়ীক প্রতিষ্ঠান বা পন্যের নামে ডোমেইন নেইম যদি আপনি যথা সময়ে বা সঠিক সময়ে কিনে নিতে পারেন!! সঠিক সময় বলতে বুঝানো হয়েছে বর্তমান সময়ে যে ডোমেইন নেইমটির তেমন জনপ্রিয়তা নেই বা কোনো ব্যবহার নেই কিন্তু অদূর ভবিষতে এর জনপ্রিয় হওয়ার সম্ভবনা আছে। তাহলে সেই ডোমেইন নেইমটি ক্রয় করে নিতে পারেন আপনি। একজন বিনিয়োগকারী যদি হতে চান তাহলে আপনার অবশ্যই দূরদৃষ্টি এবং ধৈর্য থাকতে হবে তাহলেই আপনি ভালো মানের মুনাফা করতে পারবেন।
তবে ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নাম যদি হয় কোনো স্থানের নামের সাথেও জড়িত সেক্ষেত্রে মুনাফার পরিমান আরো অনেকগুনে বেড়ে যাবে। যেটা আগের পয়েন্টে বলেছি যেমন ধরুন হোটেল ইন সেইন্ট মার্টিন্স এই ধরনের কোনো ডোমেইন নেইমের দাম,আমার জানা নেই এমন কোনো ডোমেইন আছে নাকি বর্তমানে বা থাকলেও তার কোনো মালিক আছি নাকি। যদি থেকে থাকেন ৫ বছর যদি তিনি অপেক্ষা করেন তাহলে আমার কথা সত্য নাকি মিথ্যে তিনি বুঝতে পারবেন যদি এই টিউনটি তিনি পড়ে থাকেন বা না পড়লেও সমস্যা নেই কারণ ৫ বছর পরেই তিনি কয়েকগুন টাকা বেশী উপার্জন করবেন তার বিনিয়োগের চেয়েও!

সময় উপোযোগী নাম

বিভিন্ন সময় অনুসারে বিভিন্ন ডোমেইন নেইমের জনপ্রিয়তআ বেড়ে যায় ধরুন ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ! ২০১৮ সালে যথা সম্ভব ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সমগ্র পৃথিবীর কোটি কোটি দর্শকের দৃষ্টি থাকবে এই অনুষ্ঠানটির দিকে!
সুতারাং এই নামে যদি যথাউপযুক্ত কোনো ডোমেইন নেইম নিয়ে নিতে পারেন তাহলে সেটা বিক্রয় করে বা সেটাতে ব্লগিং করেও অনেক অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন সার্চ ইঞ্জিনের মাধ্যমে যদি আপনার নামটি কাজনুযায়ী যথাযথ হয়। আমার মনে হয় ২০১৮ বিশ্বকাপের জন্যে যথাউপযুক্ত নামের কোনো ডোমেইন নেইম আপনারা এখন কিনতে পারবেন কম দামে, চড়া দাম পরিশোধ করা ছাড়া কোনো ডোমেইন নেইম'ই হয়তো পাওয়া যাবে না এখন, তবে একটি উদাহারন দি কি ধরনের নাম হতে পারে এ ধরনের ইভেন্ট সম্পর্কিত ডোমেইন নেইমগুলোর 2022olympicplayers.com

ডোমেইন নেইম কেনা বেচা করা

বিভিন্ন পদ্ধতির অনুসরন করে ডোমেইন নেইম কেনা বেচা করা যায়, বিভিন্ন স্ট্যান্টার্ড ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি আছে (আমি নাম উল্লেখ করলাম না গুগল সার্চ করলেই পাবেন)
যেইসব ওয়েবসাইটে ডোমেইন কেনা বেচা হয় নিলামের মাধ্যমে এছাড়াও শুধুমাত্র ডোমেইন নেইম কেনা বেচার জন্যেও বিভিন্ন সাইট রয়েছে যেগুলো শুধুমাত্র এইকার্যেই ব্যবহারিত হয়।
মুল কথা হচ্ছে একটি যথাউপযুক্ত ডোমেইন নেইম সাথে সেই ডোমেইনে একটি সেইল পেইজ যদি ঠিকভাবে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে সেটা অনেক গ্রাহকদেরই দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হবে।

ডোমেইন নেইম কি মুল্যে বিক্রয় করবেন তার দাম নির্ধারন

একটি ডোমেইন নেইম উচু দামে বিক্রয়ের জন্যে, এবং সে অনুযায়ী সেইলস পেইজে দাম বর্ণনা করার আগে আপনার দুটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হলো আপনার মোটামোটি নিশ্চিত হতে হবে এই ডোমেইন নেইমটির দাম অদূর ভবিষ্যতে আসলেই বাড়বে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে অপেক্ষা করার। আপনার কিছু সময় ধৈর্য ধরতে হবে তাড়াহুড়া করার মন মানসিকতা থাকলে এই কাজ থেকে লাভ করার আশা ছেড়ে দেওয়াই ভালো।

নিলাম

নিলামে ডোমেইন নেইম কেনা বেচা অনেক জনপ্রিয় একটি মাধ্যম এবং এর মাধ্যমে ডোমেইন বিক্রেতা ভালো মানের উপার্জন করতে পারে কারণ অনেক ক্রেতার মধ্যে যিনি সর্বোচ্চ দাম হাকাবেন তিনিই সেই ডোমেইনটি কিনতে পারবেন!

সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই টিউনটি এতক্ষন সময় নিয়ে পড়ার জন্যে, এই টিউনটির আলোচনা এখানেই শেষ নয়। অত্যন্ত বড় আকারের হয়ে যাচ্ছে বলে টিউনটি এখানেই শেষ করতে হচ্ছে। আগামী টিউনে আমি এই বিষয়টি'তে বিনিয়োগের আগে আপনাদের যেসব বিষয় সম্পর্কে জানা আরো জরূরী সেসব বিষয় নিয়ে বিশদভাবে বর্ণনা করবো। কাউকে এই ব্যাবসায় বিনিয়োগ করতে বলছি না আমি! তারপরেও জেনে রাখতে দোষ কোথায় ? সবাইকে সালাম এবং আল্লাহ হাফেয জানিয়ে আমার টিউনটি এখানেই শেষ করছি,ভালো লাগলে অন্যজের জানাতে টিউনমেন্ট করতে ভুলবেন না। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেইসবুক আইডি। আল্লাহ হাফেয!

Level 0

আমি আশিকুর রহমান নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ami techtunes e post korle aktu pore pending hoie jai kenu

    আপনার টিউন টেকটিউন্স নিয়ম অনুযায়ী হচ্ছে না তাই অথবা আপনি ট্যাগ বা ফিচার ইমেজ ঠিকভাবে যুক্ত্ করছেন না তাই হয়তো ।

Level 0

অনেক ভালো লিখেছেন। টেকটিউন্স এর থেকে এইরকম এ আশা 🙂