হ্যান্ডস-অনঃ ১ গিগাবাইট র‍্যাম ও কার্ভ ডিসপ্লের Walton Primo GF5

হ্যালো টিউনার কমিউনিটি,
কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য লিখতে বসলাম ওয়ালটনের নতুন ফোন Primo GF5 এর হ্যান্ডস-অন রিভিউ! মাত্র ৫,১৯০ টাকা দামের এই ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, এতে আরও রয়েছে ২.৫ ডি ৫ ইঞ্চি কার্ভ ডিসপ্লে, ১ গিগাবাইট র‍্যাম প্রভৃতি আকর্ষণীয় ফিচার।

প্রিমো GF5 এ ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার পাশাপাশি আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Primo GF5 এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স ইত্যাদি নিয়েই আমার আজকের টিউন Walton Primo GF5 এর Hands-on Review

Primo GF5 review

একনজরে Primo GF5 এর উল্লেখযোগ্য ফিচার-

  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো
  • ৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে
  • ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ২৩৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি
  • ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
  • ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • ডুয়েল সিম

Primo GF5 Specs

যেসব কারণে ভালো লেগেছে Primo GF5:

  • ২.৫ ডি কার্ভ ডিসপ্লে
  • আপডেটেড অপারেটিং সিস্টেম
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ১ গিগাবাইট র‍্যাম

Primo GF5 Review SynopisPrimo GF5 এর আনবক্সিং:

ফোনটি কেনার পর এর বক্সে যা পাবেন-

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

Primo GF5 unboxing review অপারেটিং সিস্টেমঃ

এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো।
Primo GF5 review OS বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ

দারুণ ডিজাইনের Primo GF5 এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট আর নিচের অংশে রয়েছে স্পিকার।
Primo GF5 hands-on review
এই ফোনের পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট।
Primo GF5 review
Primo GF5 এর উচ্চতা ১৪৪ মিলিমিটার, প্রস্থ ৭১.৩ মিলিমিটার ও পুরুত্ব ৯.৩ মিলিমিটার। ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৪১ গ্রাম।
Primo GF5 hands-on review ডিসপ্লে:

এই ফোনে ২.৫ ডি কার্ভ ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ৮৫৪x৪৮০ পিক্সেল।
Primo GF5 Displayইউজার ইন্টারফেস:

দেখুন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস-
Primo GF5 User Interface প্রসেসর ও জিপিউ:

১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo GF5 CPU and GPUগেমিং পারফরম্যান্স:

কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে মিনি মিলিশিয়া, ক্ল্যাশ রয়্যাল, পোকেমন গো ইত্যাদি গেম বেশ স্মুথলি খেলা গেছে।
Primo GF5 Gaming reviewস্টোরেজ ও র‍্যামঃ

Primo GF5 এ ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। আর এতে ১ গিগাবাইট র‍্যাম দেওয়া হয়েছে।
Primo GF5 review Memory বেঞ্চমার্ক:

কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo GF5 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ১৬১৪৬, অন্যদিকে GeekBench Primo GF5 এর স্কোর এসেছে ৩৬৪ (সিঙ্গেল-কোর) ও ৯৫০ (মাল্টি-কোর)
Primo GF5 review Antutu Benchmark Score বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo GF5 এর স্কোর এসেছে ৪১.৬
Primo GF5 hands-on review Nenamark Scoreক্যামেরা:

এই ফোনের ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও, ম্যানুয়াল এক্সপোজার প্রভৃতি ফিচার। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচারও বিদ্যমান।
Primo GF5 এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo GF5Camera Review
টিউনারবৃন্দ দেখে নিন Primo GF5 এর রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবিঃ
Primo GF5 review Camera Sample
Primo GF5 review Camera Sample 2
Primo GF5 review Camera Sample 2 এ ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফিও আসে দারুণ-
Primo GF5 review Front Camera Sampleমাল্টিমিডিয়া:

৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo GF5 এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই।
Primo GF5 audio review
এই ফোনে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে থাকায় এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।

ব্যাটারি:

৫ ইঞ্চি ডিসপ্লের Primo GF5 এ ২৩৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনক। ৭০% চার্জ নিয়ে টানা ১ ঘন্টা গেম খেলার পর এর চার্জ ৫১% এ নেমে এসেছিলো।
Primo GF5 BatteryOTA আপডেট:

ওয়ালটনের এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে।
Primo GF5 OTA Update
কানেক্টিভিটি:

এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo GF5 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা যার উভয় স্লটই মাইক্রো-সিম সাপোর্টেড।

সেন্সর:

Primo GF5 এ অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।
Primo GF5 Special Feature
দাম:

ফিচারের দিক থেকে মিড-রেঞ্জের হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের স্মার্টফোন Primo GF5; দারুণ ডিজাইন ও প্রয়োজনীয় সব ফিচারের এই ফোনের দাম মাত্র ৫,১৯০ টাকা
Primo GF5 Price
শেষ কথা:

৫ হাজার টাকা বাজেটে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কার্ভ ডিসপ্লে ও আকর্ষণীয় নানা ফিচারের স্মার্টফোন কিনতে চাইলে Primo GF5 নিঃসন্দেহেই আপনার পছন্দের তালিকার শীর্ষে থাকবে।
Primo GF5 hands-on review
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আজ এ পর্যন্তই। টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্‌ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই জামানায় ফোন বের করেছে মাত্র 1GB ram দিয়ে, তাও আবার মার্শম্যালো, ফোন ইউজ তো করাই যাবেনা, খালি ল্যাগ করবে। অনেকটা 512 mb ram দিয়ে উইন্ডোজ ১০ চালানোর মতো হয়ে গেল। সাথে নিশ্চিত ফালতু Mediatek chopset দিয়েছে। ওয়াল্টনের একটা ট্যাব কিনে আমার আক্কেল হয়ে গেসে – আর জীবনেও ওয়াল্টনের জিনিসের পাশ দিয়েও হাটবোনা।