সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি,
সবাইকে বসন্তের শুভেচ্ছা। সবাই ভালো আছেন নিশ্চয়ই? সাশ্রয়ী বাজেটে যারা ১ গিগাবাইট র্যামের ফোন কিনতে চান তাদের কথা ভেবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি ৪২৯০ টাকা দামের Walton Primo E8+ এর হ্যান্ডস-অন রিভিউ নিয়ে। এর উল্লেখযোগ্য ফিচারগুলো হচ্ছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের এই ফোনে ১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে। চলুন তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে আপনাদের নিয়ে যাই।
একনজরে Primo E8+ এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নিন -
যেসব কারণে ভালো লেগেছে Walton Primo E8+
আনবক্সিং:
Primo E8+ এর বক্স খোলার পর আপনি যা পাবেন–
অপারেটিং সিস্টেমঃ
অপারেটিং সিস্টেম হিসেবে Primo E8+ এ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে। তবে OTA আপডেট সুবিধা থাকায় আপনি পরবর্তীতেও এতে বিভিন্ন ধরণের আপডেট পাবেন।
ইউজার ইন্টারফেসঃ
দেখুন Primo E8+ এর ইউজার ইন্টারফেস-
ডিসপ্লেঃ
৪.৫ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট Primo E8+ এর ডিসপ্লের রেজোল্যুশন ৪৮০x৮৫৪ পিক্সেল।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
সাশ্রয়ী বাজেটের ফোন হলেও Primo E8+ এর ডিজাইন চমৎকার। এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট, অন্যদিকে ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে।
Primo E8+ এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে Primo E8+ লেখা রয়েছে। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই।
১৩৩.৫ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৮.২ মিলিমিটার আর এর পুরুত্ব ১০.৪ মিলিমিটার। হালকা গড়নের এই ফোনের ওজন মাত্র ১৩২ গ্রাম (ব্যাটারিসহ)।
মেমোরীঃ
Primo E8+ এর ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর মধ্যে প্রায় ৪.২৪ গিগাবাইট ব্যবহারযোগ্য। সেইসাথে এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর মেমোরী বাড়ানো যায়। অন্যদিকে এর ১ গিগাবাইট র্যামের মধ্যে প্রায় ৯৪০ মেগাবাইট ব্যবহারযোগ্য।
সিপিইউ ও জিপিইউঃ
১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে। ফলে সাশ্রয়ী বাজেটের ফোন হলেও এতে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
গেমিং পারফরম্যান্সঃএন্ট্রি লেভেলের ফোন হলেও Primo E8+ সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে এক্সট্রিম স্ক্যাটার, ক্ল্যাশ অব ক্ল্যান্স, মাইনক্র্যাফট, পোকেমন গো প্রভৃতি জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা গেছে।
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে প্রিমো E8+ এর স্কোর এসেছে ২০৭৫৪; অন্যদিকে GeekBench এ স্কোর এসেছে ৩৬৯ (সিঙ্গেল-কোর) ও ৮৯৪ (মাল্টি-কোর)
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo E8+ এর স্কোর ৫২.৩ এসেছে
ক্যামেরাঃ
দারুণ ছবি তুলতে Primo E8+ এর ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে BSI সেন্সর ও এলইডি ফ্ল্যাশ।
দেখুন এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস-
রেয়ার ক্যামেরায় তোলা ছবিঃ
এর ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের কাজটাও দারুণভাবে সেরে নিতে পারবেন।
অডিও ও ভিডিওঃ
এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে; অন্যদিকে এতে এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই প্লে করা গেছে।
কানেক্টিভিটিঃ
এই ফোনে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সিমঃ
ডুয়েল সিম সুবিধার প্রিমো E8+ এর সিম স্লট মাইক্রো-সিম সাপোর্টেড।
OTA আপডেট সুবিধাঃ
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা থাকায় আপনি ভবিষ্যতেও সফটওয়্যার আপডেট পাবেন।
সেন্সর:
এই ফোনে সেন্সর হিসেবে রয়েছে অ্যাক্সিলেরোমিটার, প্রক্সিমিটি ও লাইট সেন্সর।
ব্যাটারি:
১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারিবিশিষ্ট Primo E8+ এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় ছয় ঘন্টা ইন্টারনেট ব্রাউজ কিংবা এইচডি ভিডিও উপভোগ করা যায়।
দামঃ
এন্ট্রি লেভেলের স্মার্টফোন ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় ও প্রয়োজনীয় নানা ফিচারের Primo E8+ দাম মাত্র ৪২৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
শেষ কথাঃ
আপনার বাজেট যদি হয় সাড়ে ৪ হাজার টাকার মধ্যে আর কিনতে চান ১ গিগাবাইট র্যামের ফোন, তাহলে Primo E8+ অন্যদের থেকে এগিয়েই থাকবে। এর BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, মার্শম্যালো অপারেটিং সিস্টেম ইত্যাদি ফিচার এই বাজেটের অন্যান্য ফোন থেকে একে সহজেই আলাদা করতে সক্ষম।
আজকের রিভিউ টিউন এখানেই শেষ করছি; টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
মোবাইল অনেক ভালো আমিও ব্যবহার করি।