ওয়ালটন Primo E8+ এর হ্যান্ডস-অন রিভিউ

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি,
সবাইকে বসন্তের শুভেচ্ছা। সবাই ভালো আছেন নিশ্চয়ই? সাশ্রয়ী বাজেটে যারা ১ গিগাবাইট র‍্যামের ফোন কিনতে চান তাদের কথা ভেবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি ৪২৯০ টাকা দামের Walton Primo E8+ এর হ্যান্ডস-অন রিভিউ নিয়ে। এর উল্লেখযোগ্য ফিচারগুলো হচ্ছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‍্যাম, BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের এই ফোনে ১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে। চলুন তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে আপনাদের নিয়ে যাই।
Primo E8+ hands-on review
একনজরে Primo E8+ এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নিন -

  • ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • মার্শম্যালো অপারেটিং সিস্টেম
  • ৪.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ডুয়েল সিম
  • ১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
  • ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী

Primo E8+ Specs
যেসব কারণে ভালো লেগেছে Walton Primo E8+

  • সাশ্রয়ী দাম
  • ১ গিগাবাইট র‍্যাম
  • BSI সেন্সর ও এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

আনবক্সিং:
Primo E8+ এর বক্স খোলার পর আপনি যা পাবেন–

  • ফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ার‍্যান্টি কার্ড
  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন

Primo E8+ Uboxing
অপারেটিং সিস্টেমঃ
অপারেটিং সিস্টেম হিসেবে Primo E8+ এ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে। তবে OTA আপডেট সুবিধা থাকায় আপনি পরবর্তীতেও এতে বিভিন্ন ধরণের আপডেট পাবেন।
Primo E8+ review OS
ইউজার ইন্টারফেসঃ
দেখুন Primo E8+ এর ইউজার ইন্টারফেস-
Primo E8+ Notification Bar
ডিসপ্লেঃ
৪.৫ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট Primo E8+ এর ডিসপ্লের রেজোল্যুশন ৪৮০x৮৫৪ পিক্সেল।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
সাশ্রয়ী বাজেটের ফোন হলেও Primo E8+ এর ডিজাইন চমৎকার। এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট, অন্যদিকে ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে।
Primo E8+ hands-on review
Primo E8+ এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে Primo E8+ লেখা রয়েছে। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই।
Primo E8+ body review
১৩৩.৫ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৮.২ মিলিমিটার আর এর পুরুত্ব ১০.৪ মিলিমিটার। হালকা গড়নের এই ফোনের ওজন মাত্র ১৩২ গ্রাম (ব্যাটারিসহ)।
Primo E8+ review
মেমোরীঃ
Primo E8+ এর ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর মধ্যে প্রায় ৪.২৪ গিগাবাইট ব্যবহারযোগ্য। সেইসাথে এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর মেমোরী বাড়ানো যায়। অন্যদিকে এর ১ গিগাবাইট র‍্যামের মধ্যে প্রায় ৯৪০ মেগাবাইট ব্যবহারযোগ্য।
Primo E8+ review Memory
সিপিইউ ও জিপিইউঃ
১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে। ফলে সাশ্রয়ী বাজেটের ফোন হলেও এতে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
Primo E8+ Chipset GPU
গেমিং পারফরম্যান্সঃএন্ট্রি লেভেলের ফোন হলেও Primo E8+ সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে এক্সট্রিম স্ক্যাটার, ক্ল্যাশ অব ক্ল্যান্স, মাইনক্র্যাফট, পোকেমন গো প্রভৃতি জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা গেছে।
Primo E8+ Gaming Review Temple Run 2
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে প্রিমো E8+ এর স্কোর এসেছে ২০৭৫৪; অন্যদিকে GeekBench এ স্কোর এসেছে ৩৬৯ (সিঙ্গেল-কোর) ও ৮৯৪ (মাল্টি-কোর)
Primo E8+ review AnTuTu Benchmark Score
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo E8+ এর স্কোর ৫২.৩ এসেছে
Primo E8+ hands-on review Nenamark Score
ক্যামেরাঃ
দারুণ ছবি তুলতে Primo E8+ এর ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে BSI সেন্সর ও এলইডি ফ্ল্যাশ।
দেখুন এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস-
Primo E8+ review Camera Interface
রেয়ার ক্যামেরায় তোলা ছবিঃ
Primo E8+ review Camera Sample
Primo E8+ review Camera Sample 2
এর ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের কাজটাও দারুণভাবে সেরে নিতে পারবেন।
অডিও ও ভিডিওঃ
এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে; অন্যদিকে এতে এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই প্লে করা গেছে।
Primo E8+ video review
কানেক্টিভিটিঃ
এই ফোনে থ্রিজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সিমঃ
ডুয়েল সিম সুবিধার প্রিমো E8+ এর সিম স্লট মাইক্রো-সিম সাপোর্টেড।
OTA আপডেট সুবিধাঃ
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা থাকায় আপনি ভবিষ্যতেও সফটওয়্যার আপডেট পাবেন।
Primo E8+ hands-on review OTA Update
সেন্সর:
এই ফোনে সেন্সর হিসেবে রয়েছে অ্যাক্সিলেরোমিটার, প্রক্সিমিটি ও লাইট সেন্সর।
Primo E8+ Sensors
ব্যাটারি:
১৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারিবিশিষ্ট Primo E8+ এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় ছয় ঘন্টা ইন্টারনেট ব্রাউজ কিংবা এইচডি ভিডিও উপভোগ করা যায়।
Primo E8+ Battery review
দামঃ
এন্ট্রি লেভেলের স্মার্টফোন ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় ও প্রয়োজনীয় নানা ফিচারের Primo E8+ দাম মাত্র ৪২৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
Primo E8+ Price
শেষ কথাঃ
আপনার বাজেট যদি হয় সাড়ে ৪ হাজার টাকার মধ্যে আর কিনতে চান ১ গিগাবাইট র‍্যামের ফোন, তাহলে Primo E8+ অন্যদের থেকে এগিয়েই থাকবে। এর BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, মার্শম্যালো অপারেটিং সিস্টেম ইত্যাদি ফিচার এই বাজেটের অন্যান্য ফোন থেকে একে সহজেই আলাদা করতে সক্ষম।

আজকের রিভিউ টিউন এখানেই শেষ করছি; টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্‌ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইল অনেক ভালো আমিও ব্যবহার করি।