নতুন মজিলা ফায়ারফক্সের নতুন ফিচার

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

কিছুদিন আগে আমাদের টেকটিউনসের পুরোনো একটি টিউনে এক বড় ভাই টিউমেন্ট করেছে যে তার নাকি মজিলা ২ আর মজিলা ৩ এর মধ্যে কোন পার্থক্যই চোখে পরে নাই। ব্যাপারটা আমার কাছে অবান্তর মনে হয়েছে যে মজিলা ৩ কি না রাতারাতি ডাউনলোডের বিশ্ব রেকর্ড গড়ে বসল সেই মজিলা ৩ এর ফিচার যদি ইউজারদের চোখেই না পড়ে তাহলে তা বড় হতাশা জনক।

আসুন মজিলা ৩ এর নতুন কিছু ব্যপার একটুখানি জেনে নেই।

প্রথমেই আশা যাক নিরাপত্তাজনিত ব্যাপারে, যদিও কোন ব্রাউজারই নিরাপদ নয় (এ ব্যাপারে বিস্তারিত আমি অনেক আগে লিখেছি। চাইলে এখানে টোকা দিয়ে পড়ে নিতে পারেন)। তবে মজিলা ৩ বর্তমানে অন্যান্য ব্রাউজারের তুলনায় অনেকটাই সেইফ। যখন মজিলা ২ রিলিজ হয়েছিল তখন সেটি ও সবচেয়ে নিরাপদ ব্রাউজার ছিল।

ইন্টারফেস এ ও তেমন একটা পরিবর্তন আসেনি। যা পরিবর্তন এসেছে শুধু এর ব্যাক ফরওয়ার্ড বাটনে।

image-thumb96.png

ভালো ভাবে খেয়াল করলেই বোঝা যায় যে এখানে ব্যাক এবং ফরওয়ার্ড বাটন একই বাটনের সাহায্যে লুপ করে করা হয়েছে। এটা একটা দারুন পরিবর্তন কারন আপনি একই বাটন দিয়ে ব্যাক এবং ফরওয়ার্ডেও যেতে পারবেন।

image-thumb97.png

এই ভার্সানে অ্যাড্রস বারটিকে বলা হচ্ছে "awesome bar" এই নিক নেমটি একজন বেটা টেস্টার এর দেয়া। আসুন দেখে নেয়া যাক কি আছে এই "awesome bar" এ.

ধরুন আপনি “Tips and Tweaks” শিরোনাম এর একটি পেজ ব্রাউজ করছেন এবং আপনি অনিচ্ছাকৃতভাবে মজিলা ক্লোজ করে দিলেন। কিন্তু আপনি যদি আবার মজিলা ওপেন করেন এবং awesome bar এ আবার Tips and Tweaks টাইটেলটি লিখবেন তখন আপনি মজিলা আপনাকে সেই পেজটিই আগেরমত করে দেখাবে। এভাবে আপনি যখনই যা টাইপ করছেন তখনই তা হাইলাইট করা হচ্ছে। এখন আপনার পেজ অ্যাড্রস হারিয়ে গেলে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। পেইজ এর টাইটেল জানা থাকলেই চলবে।

image-thumb98.png

আর একটি জিনিস যা আপনি আর কোন ব্রাউজারে পাবেন কি না তা আমার জানা নেই তা হল মজিলার নতুন ইমপ্রূভড পেইজ জুম। এটি শুধু আপনার ব্রাউজ করা ওয়েব পেইজকে ই জুম করে না এটি পেইজের ছবি গুলোকেও জুম করে।

image-thumb99.png

মেমরি ব্যবহার এর ক্ষেত্রেও মজিলা আরো শাশ্রয়ী হয়েছে। মজিলা ৩ 19MB RAM কনজ্যুম করছে যেখানে সাফারি 35MB এর ও বেশি কনজ্যুম করে থাকে।

যারা এখনো এই ভার্সন ব্যবহার করে দেখেননি তারা এখই ব্যবহার করে দেখেবেন বলে আশা করি আর ব্রাউজিং এর মজা নিবেন।

যারা গত ১৭ই জুন মজিলার ডাউনলোড ডে তে মজিলাকে বিশ্বরেকর্ড করতে সাহায্য করেছেন তাদের সবাইকে মজিলা দিয়েছে চমৎকার একটি thank you certificate.

certificate.jpg

আমি তো আমার সার্টিফিকেট পেয়ে গেছি.আপনারটা আপনি পেয়েছেন তো?

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফায়ারফক্স 3 সম্বন্ধে ফাটাফাটি কিছু তথ্য জানালেন। অনেক কিছু জানলাম শিখলাম। আমি অবশ্য এখনও ডাউনলোড করি নাই। তবে আপনার টিউনটি পড়ে উৎসাহ পেলাম। তাই এখনই ডাউনলোড দিব। সত্যিই খুব সুন্দর একটি টিউন। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার সার্টিফিকেটটা তো বেশ চকচক করতেছে………

মজিলা ৩ নামে কিন্তু কোন ব্রাউজার নেই। বরং মজিলা একটা ফাউন্ডেশন যারা ফায়ারফক্স ডেভেলপ করে। আর ফায়ারফক্সের আগের নাম ছিল মজিলা। এছাড়া এই মজিলা ফাউন্ডেশনই থান্ডারবার্ড, সি মনকি ইত্যাদি প্রোডাক্ট তৈরি করে। তাই মজিলার পরিবর্তে ফায়ারফক্স শব্দটি ব্যবহার করাটা শুদ্ধ হবে। ধন্যবাদ।

Level 0

কিছুদিন আগে আমাদের টেকটিউনসের পুরোনো একটি টিউনে এক বড় ভাই কমেন্ট করেছে যে তার নাকি মজিলা ২ আর মজিলা ৩ এর মধ্যে কোন পার্থক্যই চোখে পরে নাই। ( জ্বি আমি আমার ভুল বুঝতে পেরেছি ।এই কয়েকদিন ফায়ারফক্স 3 ব্যাবহার করে তা বুযতে পারলাম।)
thanks sohan…….

হালিম ভাইয়া আরেকবার আপনার উপকারে আসতে পেরেছি বলে অনেক ভালো লাগল। আপনার মন মানসীকতা আমার খুব ভালো লেগেছে প্রত্যেকবারই নিজের ভূল বুঝে ধন্যবাদ বার্তা পাঠাতে আপনি কার্পন্য করেননি। আপনি মনে হয় আসলেই অনেক প্রানখোলা মানুষ। আজকাল তো কোন টপিকে কমেন্ট পাওয়াটা ই ভাগ্যের ব্যাপার। যা ই হোক আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

@ প্রযুক্তিবিদ ভাইয়া আপনি যা বলেছেন এটা তো বাচ্চা বাচ্চা ও যানে। যেমন আপনি জানেন তেমন আমিও জানি। এবং এটা আপনি ভালো ভাবেই জানেন যে আমি মজিলা বলতে কি বুঝিয়েছি।
আপনাকে ও ধন্যবাদ। পুরোনো তথ্যগুলোকে মনে করিয়ে দেয়ার জন্যে।

আপনি ফায়ারফক্সের ট্যাগ বুকমার্কিং, অ্যাপলিকেশান ইনট্রিগ্রেশন, উন্নত ডাউনলোড ম্যানেজমেন্ট এর কথা বল্লেন না। এগুলো কিন্তু ফায়ারফক্স 3 এর খুবই গুরুত্বপূর্ণ ফিচার। আর আমারও মনে হয় মজিলা শব্দটা ব্যবহার না করে ফায়াফক্স ব্যবহার করা উচিৎ হবে। কারণ বাচ্চা বাচ্চারা জানলেও প্রযুক্তি কাচ্চারা কিন্তু জানে না। যদিও টেকটিউনসে প্রযুক্তি পাক্কার সংখ্যাই মনে হয় বেশী।

ধন্যবাদ শিফউল ভাইয়াকে ……..যেগুলো বাদ পড়েছে সেগুলো আপনি বলে দিলেন। অনেক অনেক ধন্যবাদ

Level 0

ভালো লাগলো টিউনটি পড়ে। প্রচন্ড আগ্রহ থাকলেও এখন পর্যন্ত ফায়ারফক্স ৩ এর নুতন ফিচারগুলি সম্পর্কে জানা হয়নি। যদিও ডাউনলোড করেছিলাম রিলিজ হওয়ার কয়েকঘন্টা পূর্বেই। এখানে কিছু ফিচার সম্পর্কে জানা হলো। আশা করছি আরো ভালো ভালো কিছু ফিচার এই ভার্সনে আছে যেগুলো ব্যবহার করতে করতেই আবিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ

Level 0

আমি সার্টিফিকেট পেলাম না কেনো? আমার মনে হয় আর একটা জিনিস টা হলো ক্যাশ মেমরি। এটা এখন আরো উন্নত করা হয়েছে।

আপনি আরেকটা বিষয়ের কথা উল্লেখ করেননি। সেটা হলো এ্যড্রেস বারে এখন বাংলায় লেখা ইউআরএল দেখা যায়। যেটা আইই7 এও দেখা যায়না।

এ বিষয়টি পাওয়া যাবে http://www.techtunes.io/bangla-computing/tune-id/136/ টিউনটিতে।

Level 0

আমি ডাউনলোড করতে চাই। লিংক দেন।

কি যে বলেন ভাই………….ফায়ারফক্স ডাউনলোডের জন্য আবার লিংক লাগে? গুগলে একটা সার্চ মাইরা ই দেখেন না………কত লিংক পেয়ে যাবেন।
ধন্যবাদ

😀 এখন তো চলচে fairfox ৫.০০ লেতেঅস্ট বরক ইন ২০০৯ 😀