হ্যান্ডস-অন রিভিউ: ৩ গিগাবাইট র‍্যামের Walton Primo NX4 Mini

হ্যালো টিউনার কমিউনিটি, সবাই ভালো আছেন নিশ্চয়ই?
কিছুদিন পূর্বে লিখেছিলাম Walton Primo NX4 এর রিভিউ, আজ আপনাদের সামনে হাজির হলাম NX4 এর মিনি ভার্সন Primo NX4 Mini এর হ্যান্ডস-অন রিভিউ নিয়ে।
৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে আছে ৬৪ বিট চিপসেট, ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট রম, ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি উল্লেখযোগ্য। মাত্র ১০৭৯০ টাকা মূল্যের এই ফোনে আরও আছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ফোনের আরেকটি বিশেষত্ব হলো এতে আছে Extreme Power Saving Mode, যা ব্যবহার করে আপনি মাত্র ১০% চার্জ নিয়েও বেশ কয়েকঘন্টা অনায়াসেই ফোনটি চালাতে পারবেন।

চলুন তাহলে শুরু করি Primo NX4 Mini এর বিল্ড কোয়ালিটি, ইউজার ইন্টারফেস, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স প্রভৃতির বিশ্লেষণধর্মী তথ্য নিয়ে Walton Primo NX4 Mini এর Exclusive Hands-on Review
Primo NX4 Mini hands-on
রিভিউয়ের শুরুতে একনজরে Primo NX4 Mini এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নিন-

  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম
  • গরিলা গ্লাস ৩ সমৃদ্ধ ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • ৩ গিগাবাইট র‍্যাম
  • ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ওটিজি সাপোর্ট
  • ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি

Primo NX4 Mini Specs

বিস্তারিত রিভিউ শুরু করবো Primo NX4 Mini এর Unboxing দিয়ে-
আনবক্সিং: Primo NX4 Mini কেনার পর আপনি এর সাথে যা যা পাবেন-

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

অপারেটিং সিস্টেম: Primo NX4 Mini ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে।
Primo NX4 Mini os
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ প্রিমো NX4 Mini ফোনটির বিল্ড কোয়ালিটি ও ডিজাইন দুটোই বেশ চমৎকার। প্রথম দেখাতেই আপনি চমৎকার ডিজাইনের এই ফোনের প্রেমে পড়ে যাবেন। এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর নিচের অংশে রয়েছে ইউএসবি পোর্ট। Primo NX4 Mini এর ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একপার্শ্বে দেওয়া হয়েছে।
Primo NX4 Mini hands-on
এই ফোনের পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর এর ঠিক নিচেই রয়েছে ওয়ালটনের লোগো
Primo NX4 Mini design
ফোনটির সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর প্রভৃতি। এর পাশাপাশি অন্যান্য ফোনের ন্যায় এই ফোনেও হোম/মেনু, অপশন ও ব্যাক – এই তিনটি বাটন রয়েছে। ১৪২ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭২ মিলিমিটার আর এর পুরুত্ব মাত্র ৮.৯ মিলিমিটার। এই ফোনের ওজন ব্যাটারিসহ ১৪২ গ্রাম।
Primo NX4 Mini front
ডিসপ্লে: এই ফোনে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ১২৮০x৭২০ পিক্সেল।
ইউজার ইন্টারফেস: পূর্বসূরী NX4 এর মতো Primo NX4 Mini ফোনটিতেও কাস্টোমাইজড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। ফলে এই ফোনে কোন আলাদা অ্যাপ ড্রয়ার নেই। এই ফোনটির ইউজার ইন্টারফেস দেখে নিই-
Primo NX4 Mini Homescreen
এছাড়া এই ফোনে বিভিন্ন ধরণের থিম ব্যবহারের সুবিধাও রয়েছে:
Primo NX4 Mini Themes
সিপিউ ও চিপসেট: Walton Primo NX4 Mini এ মিডিয়াটেকের ৬৪ বিট চিপসেট MT6737 ব্যবহৃত হয়েছে আর সিপিউ হিসেবে এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, ফলে এই ফোনে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করতে পারবেন।
Primo NX4 Mini chipset-cpu-gpu
স্টোরেজ সুবিধা: Primo NX4 Mini ফোনটিতে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর পাশাপাশি আছে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া এতে OTG সুবিধা থাকায় এতে পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করার সুযোগ তো থাকছেই!
র‍্যাম: এই ফোনে থাকা ৩ গিগাবাইট র‍্যামের মধ্যে বুট আপের পর ২ গিগাবাইট ফাঁকা ছিলো।
Primo NX4 Mini hands-on memory
ক্যামেরা: Primo NX4 Mini এর ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার কথা বিশেষভাবে বলতেই হয়। এতে প্রফেশনাল ক্যামেরা মুড থাকায় আপনি অনায়াসেই বেশ ভালো ছবি তুলতে পারবেন। আর সেইসাথে BSI সেন্সর, অটোফোকাস, টাচ ফোকাস, ডিজিটাল জুম, সেলফ-টাইমার প্রভৃতি ফিচার তো থাকছেই। চলুন Primo NX4 Mini এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস এর স্ক্রীনশট দেখে নেওয়া যাক–
Primo NX4 Mini camera interface and settings
Primo NX4 Mini এর ক্যামেরায় তোলা ছবিঃ
Primo NX4 Mini camera sample
Primo NX4 Mini camera sample 2
Primo NX4 Mini camera sample 3
ভালো রেয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি-প্রেমীদের জন্য এই ফোনে আছে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরায় টাচ শট, সেলফ টাইমার, স্মার্ট সিন, ফেসবিউটিসহ বেশকিছু আকর্ষণীয় ফিচার রয়েছে।
Primo NX4 Mini এ তোলা সেলফি-
Primo NX4 Mini front camera sample
মাল্টিমিডিয়া: Primo NX4 Mini এ DTS মিউজিক সিস্টেম থাকার কারণে এর অডিও সাউন্ড কোয়ালিটি দারুণ। আর ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকসম্পন্ন এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটিও ভালো লেগেছে।
Primo NX4 Mini nxp audio effect
এই ফোনে আরো আছে এফএম রেডিও, সে সাথে থাকছে এফএম রেডিও রেকর্ডার। ফলে আপনি আপনার পছন্দের কোন রেডিও প্রোগ্রাম অনায়াসেই রেকর্ড করতে পারবেন।
এবার আসা যাক ভিডিওর কথায়। কোয়াডকোর প্রসেসরের এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
Primo NX4 Mini video review
গেমিং পারফরম্যান্স:
৩ গিগাবাইট র‍্যাম ও ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ Primo NX4 Mini এর গেমিং পারফরম্যান্স ভালোই। ৬৪বিট চিপসেটসমৃদ্ধ এই ফোনে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে নিড ফর স্পিড, গ্র্যান্ড থেফট অটো, হিরোস অব ৭১, ক্ল্যাশ রয়্যাল, অ্যাসফাল্ট ৮, ফুটবল ম্যানেজার প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Primo NX4 Mini gaming review
সেন্সর: ওয়ালটনের এই ফোনে অ্যাক্সিলেরোমিটার, লাইট, প্রক্সিমিটিসহ মোট ৬ ধরণের সেন্সর রয়েছে।
Primo NX4 Mini Sensors
সিম:
ডুয়েল সিম সুবিধার Primo NX4 Mini এর উভয় স্লটেই মাইক্রো-সিম ব্যবহার করতে হয়।
রং:
সোনালী, সাদা ও নীল - এই ৩ রংয়ে বাজারে পাওয়া যাচ্ছে Walton Primo NX4 Mini
Primo NX4 Mini Color
কানেক্টিভিটি: এই ফোনে ফোরজি সুবিধার পাশাপাশি ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। আরও আছে জিপিএস, এ-জিপিএস, ডিজিটাল কম্পাস প্রভৃতি সুবিধা।
স্পেশাল ফিচার: এই ফোনের যেসব ফিচারকে স্পেশাল মনে হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্মার্ট জেশ্চার, সাসপেন্ড বাটন, প্রফেশনাল ক্যামেরা মুড, এক্সট্রিম পাওয়ার সেভিং মুড প্রভৃতি। Primo NX4 Mini special feature USB Type-C
OTA আপডেট সুবিধা: এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
Primo NX4 Mini hands-on ota
ব্যাটারি: Primo NX4 Mini ফোনটিতে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করেছে। ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ফুল চার্জ দিয়ে টানা সাড়ে ৩ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ ও এইচডি ভিডিও উপভোগ করার পর এর চার্জ ৪৬% এ নেমে এসেছিলো। তবে স্বাভাবিক ব্যবহারে অনায়াসেই একদিন চালিয়ে নিতে পারবেন। আর এই ফোনে থাকা Extreme Power Saving Mode ব্যবহার করে আপনি মাত্র ১০% চার্জ নিয়েও বেশ কয়েকঘন্টা ফোনটি চালাতে পারবেন।
Primo NX4 Mini battery
ওটিজি: ওয়ালটনের নতুন এই ফোনে রয়েছে OTG (USB On The Go) সুবিধা। ফলে ব্যবহারকারী এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
বেঞ্চমার্ক: Primo NX4 Mini এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো, যেখানে এর স্কোর এসেছে ৩৪৬২১; GeekBench এ এর স্কোর এসেছে ৫৭৫ (সিঙ্গেল-কোর) ও ১৬০৬ (মাল্টি-কোর)-
Primo NX4 Mini AnTuTu benchmark
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ NenaMark এ Primo NX4 Mini এর স্কোর এসেছে ৬১.৬ Primo NX4 Mini hands-on nenamark score
মূল্য: ৩ গিগাবাইট র‍্যাম ও আকর্ষণীয় সব ফিচার দেখে নিশ্চয়ই ভাবছেন - Walton Primo NX4 Mini এর দাম ১৩-১৪ হাজার টাকা হবে! কিন্তু না, ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে Primo NX4 Mini স্মার্টফোনটির মূল্য মাত্র ১০৭৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

যেসব কারণে ভালো লেগেছে Primo NX4 Mini -

  • সাশ্রয়ী মূল্য
  • ৩ গিগাবাইট র‍্যাম
  • ১৩+৫ মেগাপিক্সেলের ক্যামেরা
  • DTS সাউন্ড সিস্টেম
  • এক্সট্রিম পাওয়ার সেভিং মুড

সীমাবদ্ধতা:

প্রযুক্তিজগতে কোন কিছুই হয়তো স্বয়ংসম্পূর্ণ নয়! আর তাইতো Primo NX4 Mini এ চমৎকার ডিজাইন ও দারুণ সব ফিচারের সমন্বয় ঘটলেও ব্যাটারি মাত্র ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের!
চূড়ান্ত সিদ্ধান্ত:

১০-১১ হাজার টাকা বাজেটে যারা অধিক র‍্যামের ফোন কিনতে চান, সেইসাথে চান ভালো ক্যামেরা পারফরম্যান্স, তাদের জন্য Primo NX4 Mini হতে পারে আদর্শ পছন্দ।

Primo NX4 Mini

যারা অপেক্ষাকৃত কমমূল্যে অধিক ফিচারের ফোন কিনতে চান তাদের জন্য এক আস্থার নাম ওয়ালটন। ভবিষ্যতে Primo NX4 Mini এর মতো আকর্ষণীয় ফোন আরও কমমূল্যে বাজারে এনে নিজেদের অবস্থানকে সুসংহত করবে ওয়ালটন- এমনটাই প্রত্যাশা।
আজ এপর্যন্তই। নতুন কোন টিউন নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

জাইরো সেন্সর ছাড়া বর্তমানে ফোন কিনা বুকামি।