বর্তমান বাংলাদেশের মোবাইলসহ ইলেকট্রনিক্স বাজার তুমুল প্রতিযোগিতা মূলক। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বর্তমান স্মাটফোনের যুগেও বাংলাদেশের মোবাইল কোম্পানীগুলো কমদামী বিভিন্ন বেসিক ফোন বাজারে এনেছে। কিছু কিছু বাংলাদেশী ব্রান্ড তাদের কমদামী ফোনেও ভালো সার্ভিসের নিশ্চয়তা নিশ্চিত করেছে। যারা কমদামী ফোন কিনতে আগ্রহী তারা এক নজর এই লিষ্টগুলো দেখতে পারেন। আশা করি কাজে দিবে।
সিম্ফনি:
এ ১০- মূল্য: ৭৭০ টাকা
বি ১৭- মূল্য: ৮৯৯ টাকা
বি ১২- মূল্য: ৯৯০ টাকা
বি ১৩- মূল্য: ৯৯০ টাকা
বি ১৩আই- মূল্য: ৯৯০ টাকা
বিএল২০- মূল্য: ১০৭০ টাকা
বিএল৮০- মূল্য: ১১২০ টাকা
বিএল৬০- মূল্য: ১১২০ টাকা
ওয়াল্টন:
অলিভিও এল১২- মূল্য: ৮২০ টাকা
অলিভিও এল১১- মূল্য: ৯৩০ টাকা
অলিভিও এল১৪- মূল্য: ৯৩০ টাকা
অলিভিও এল১৬- মূল্য: ১০৩০ টাকা
অলিভিও এল১৭- মূল্য: ১০৪০ টাকা
অলিভিও এমএল২- মূল্য: ১০৫০ টাকা
অলিভিও এমএল৪- মূল্য: ১০৪০ টাকা
অলিভিও এমএল৫- মূল্য: ১০৪০ টাকা
অলিভিও এমএম১১- মূল্য: ১১৮০ টাকা
অলিভিও এমএম৭- মূল্য: ১২১০ টাকা
অলিভিও এমএইচ১২- মূল্য: ১২৮০ টাকা
অলিভিও এমএইচ১৩- মূল্য: ১২৮০ টাকা
ওকাপিয়া:
আশা- মূল্য: ৮৪০ টাকা
হ্যালো- মূল্য: ৯৫০ টাকা
স্বাধীন- মূল্য: ৯৫০ টাকা
ষ্টার- মূল্য: ৯৫০ টাকা
উতসব- মূল্য: ৯৯৯ টাকা
পাওয়ার- মূল্য: ১১৯০ টাকা
বিজয়- মূল্য: ১২৮০ টাকা
আশা করি টিউনটি কাজে দিবে সকলের। সাথে থাকবেন। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি মোস্তফা মোস্তাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
NICE POST