সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বেশ কিছু দিন হয় টেকটিউনসকে খুজে পাই না। শুধু টেম্পরারি আনেভাইল্যাবল। তাও প্রতিদিনই একবার করে হলেও লগিন করে দেখতাম কি অবস্থা, টেকটিউনস ফিরে আসছে কিনা, আজ ও জথারীতি তাই করতে গিয়ে দেখি টেকটিউনস আবার আমাদের মাঝে ফিরে এসেছে। কি যে আনন্দ লাগছে বুঝাতে পারবো না, আমার মতো হয়তো সকল টেকটিউনস প্রিয় দের একই অবস্থা। টেকিগুরুদের কাছে একটি জিজ্ঞাসা ছিল- ভিসি / ফ্লাশচ্যাট স্ক্রিপ্ট সম্পরকে কি ধারনা আছে?
আমি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু এখনো অর্জন করতে পারি নি মিউজিকের সাথে জড়িত সারাটি জীবন ধরে.. ওয়েব ডিজাইন করছি বেশ কিছু দিন হলো..
ভাই আপনি একবার আমি অনন্ত দিনে দশ বার চেক করেছি, এই সাইটটিতে যত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, আমার মতে আমি অন্য গুলোতে পাই না যেমুন স্যামু এবং প্রথম আলো বল্গে বেশি পোষ্টই ফালতু কোন কাজের না তাই আমি টেকটিউনসকে বেশী ভালোবাসী ।