টেকটিউনস শেষ পর্যন্ত ফিরে এলো

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বেশ কিছু দিন হয় টেকটিউনসকে খুজে পাই না। শুধু টেম্পরারি আনেভাইল্যাবল। তাও প্রতিদিনই একবার করে হলেও লগিন করে দেখতাম কি অবস্থা, টেকটিউনস ফিরে আসছে কিনা, আজ ও জথারীতি তাই করতে গিয়ে দেখি টেকটিউনস আবার আমাদের মাঝে ফিরে এসেছে। কি যে আনন্দ লাগছে বুঝাতে পারবো না, আমার মতো হয়তো সকল টেকটিউনস প্রিয় দের একই অবস্থা। টেকিগুরুদের কাছে একটি জিজ্ঞাসা ছিল- ভিসি / ফ্লাশচ্যাট স্ক্রিপ্ট সম্পরকে কি ধারনা আছে?

Level 0

আমি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু এখনো অর্জন করতে পারি নি মিউজিকের সাথে জড়িত সারাটি জীবন ধরে.. ওয়েব ডিজাইন করছি বেশ কিছু দিন হলো..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি একবার আমি অনন্ত দিনে দশ বার চেক করেছি, এই সাইটটিতে যত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, আমার মতে আমি অন্য গুলোতে পাই না যেমুন স্যামু এবং প্রথম আলো বল্গে বেশি পোষ্টই ফালতু কোন কাজের না তাই আমি টেকটিউনসকে বেশী ভালোবাসী ।

    নতুন লুকটা সুন্দর।

    ভাই আমি যে কতটা খুশি হয়েছি টেকটিউন আবার ফিরে আসাতে তা বলে বুজাতে পারবনা । প্রতিদিন অফিসে যাবার পর কয়েকবার , কাজের ফাকে ফাকে আরো কয়েকবার এভাবে প্রতিদিন ট্রাই করতাম ।

Level 0

u r r8

আমার কি জে আনোন্দ লাগতেছে তা আমি আপনাদের বলে বুঝাতে পারবোনা।
দিনে অনন্ত দশ বার চেক করেছি, এই সাইটটি

Level 0

খুবই ভাল লাগলো টেকটিউনস কে পেয়ে।

এই কয়দিন মনে হচ্ছিল কি যেন নাই কি যেন নাই………….টেকটিউনস শেষ পর্যন্ত ফিরে আসায় অপু ভাইয়ের মতই বলতে হচ্ছে “কি যে আনন্দ লাগছে বুঝাতে পারবো না”………..

আমি সকালে টিটি মামাদের ম্যাসেজ পেয়ে আর কোন সাইটে না গিয়ে সোজা………………….. হে হে ব্রাউজ করে প্রায় ২৫০ এমবি শেষ করে ফেললাম……….

world Cup 2011 Cricket এর রুটিন/সময় সূচির লিংক দিলে উপকার হবে।

টেকটিউন ফিরে আসায় সৃষ্টি কর্তার কাছে শোকরিয়া, কর্তৃপক্ষকে ধন্যবাদ।

world Cup 2011 Cricket এর রুটিন/সময় সূচি কারো জানা থাকলে দয়া করে জানাবেন।

Level 0

আমিও খুশি , কিন্তু টেকটিউন্স এর কোনও পেজ লোড হওয়ার সময় কী একটা ডাউনলোড হত , সেটা এখনো হচ্ছে।

    এই সমস্যাটা জানালা ব্যবহার করলে হচ্ছে। কিন্ত লিনাক্স ব্যবহার করলে হচ্ছে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

অনেক দিন পর আপনাকে পেলাম । কেমন আছেন?

আমি দিনে দশ বার চেক করেছি, এই সাইট টি আমার সবচেয়ে প্রিয় সাইট। আপগ্রেড হতে এতদিন লাগে?

Level 0

আমার সবচেয়ে প্রিয় সাইট টিটি আবার ফিরে এসেছে শুনে আমি খুব খুশি+আনান্দিত= মহা খুশি।

Level New

টেকটিউনস কে:

    Level New
    Level New

    [img|http://gullee.com/smilies/10.gif]

অনেক ফাস্ট লাগছে! ভালই

like না করে পারছি না

আসলেই অনেক আনন্দিত হলাম। টেকটিউনস তো আমার গার্ল ফ্রেন্ড………ওকে ছাড়া থাকি কিভাবে…..

হু হা হা।আমার আর বক্তব্য সবাই যেটা বলবে আমি তো আর না করতে পারিনা।সকালে দেখে এতটায় খুশি লাগলো মনে হচ্ছিল যে আজ Valentine day এর দিনে মনের মানুষটিকে ফিরে পেয়েছি।অনেকে বলেছে যে দিনে দশবার টিটির খোঁজ নেয় আর আমি দশ^2 বার। বেকার খাঁন নিকনেম দেয়াটা বোধয় ভূল হয়নি আমার।কারন এই কয়টা দিন যে কী রকম লাগছিল তা থাক আর বললাম না।এখন বেকার খাঁন যে কতটা এতে লাভবান তা বেকার খাঁন নিজেই জানেননা।তবে সামনের দিন গুলোতে grilfriend টেকটিউনস্ পাশে থাকলে আর বেকার খাঁন নামটি আর থাকবেনা।

টেকটিউন তোমাক অনেক ভালবাসি

টেকটিউনস ফিরে আসাতে খুব ভালো লাগছে, সেই সাথে নতুন চেহারাটাও দারুণ হয়েছে।

টেকটিউনস না পেয়ে আমার যে কত খারাপ লাগত তা বুঝাতে পারব না। আমার সবচেয়ে প্রিয় বন্ধু টেকটিউনস ।

নতুন বছরের সবছেয়ে বেদনা দায়ক ব্যাপার ছিল টেকটিউন্সকে কিছু দিনের জন্য হারানো এবং নতুন বছরের সবছেয়ে বড় পাওয়া আমার কাছে টেকটেউন্সে আবার ভিজিট করতে পারা।
মেহেদী ভাই সহ সকলকে আমার প্রানঢালা ভালবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক পরিশ্রম করে আবার টেকটিউন্সকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন উনারা।
আর অনেক অনেক ঘৃনা জানাই যেই দুষ্ট লোকটা আমাদের প্রিয় টেকটিউন্সকে হ্যাক করে এতদিন আমাদের কষ্ট দেয়ার জন্য।

দারুন টেক টিউনস আবার ফিরে এসেছে। ধন্যবাদ কর্তপক্ষকে।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।