আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহ্ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আজকে আমি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি বর্তমান যুগে অতিব গুরুত্বপূর্ণ জিনিস যেটা না থাকলে আপনার স্মার্টফোন এর স্মার্টগিরি নিমিষেই শেষ হয়ে যাবে।বাজারে আমরা অনেক প্রকার পাওয়ার ব্যাংক দেখতে পায় যা একেবারে কমদাম এবং mAh অনেক আমরা সেগুলু কিনে প্রতারিত হচ্চি নিয়মিত। আমাদের তো কোন দোষ নাই তাই না আমরা তো একটু কম টাকা হলেও কিনছি আপনারা হয়তো দেখেছেন যে পাওয়ার ব্যাংকটি নামি দামি কোম্পানি এই জন্য আপনি মনে করেছিলেন যে জিনিস টা অরজিনাল কিনার পরে আজ বুঝতে পারছেন যে আসলে জিনিস টা কিছিল আজ আপনার সামনে যেকেও পাওয়ার ব্যাংক এর নাম বললে আপার সেই এক্স পাওয়ার ব্যাংক এর কথা মনে পড়ে। আজ আমি আপনাদের দিব এর সমাধান প্রথমে একটু বলি যে পাওয়ার ব্যাংক আমাদের কেন প্রয়োজন আপনি হয়তো ভাবছেন যে ধুর এত টাকাদিয়ে পাওয়ার ব্যাংক কিনার কি বা দরকার একটু কম ফোন ব্যবহার করলেই তো টাকা টা বেচে যায় আর আমি তো আর বেশি গেম-টেম খেলি না এইজন্য পাওয়ার ব্যাংক এর কোন দরকার নাই ইত্যাদি। ভাই আপনি যদি স্মার্টফোন মনের মত ব্যবহার করতে না পারেন তাহলে কিনে লাভ কি আমর উদাহরন দিয়ে বিষয় টি আরও ক্লিয়ার করে দিই আমি এখন গ্রামের বাড়ি যেতে কারেন্ট এর ভয় করি না ইচ্ছা মত ইন্টারনেট চালাই বাসে ঢাকা গেলেও কোন ভয় করি না যে কাল আমার সকালে ঢাকায় একটা প্রোগ্রাম আছে আর আমি যদি আজ আমার চার্জ শেষ করি ফেলি তাহলে ছবি তুলবো কি দিয়ে? ডট ডট ...
বিষয় টি বুঝতে পেরেছেন এখন চলেন বাজারের একটা কম দামে ভালো পাওয়ার ব্যাংক এর কথায় যায় বর্তমানে ADATA পাওয়ার ব্যাংক এর PT100 মডেল টি ভালোই চলছে এবং এর ফিচার গুলো খুব সুন্দর। 10000mAh জেনুইন ব্যাটারি এবং ১বছর এর warranty রয়েছে এর দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা পজন্ত হতে পারে।দাম অনুজায়ি পাওয়ার ব্যাংকটি অসাধারণ এবং আমি বেক্তিগত ভাবে এটি ব্যবহার করছি।
চলুন কিছু ফেচার দেখা যাক ছবিসহ।
ভিডিও টি দেখেতে এখানে ক্লিক করুন বা নিচের লিঙ্কে যান।
https://www.youtube.com/watch?v=r1oeAsAtmLQ
অর্ডার করতে: https://www.daraz.com.bd/adata-pt100-10000mah-power-bank-black-49141.html
আমাদের ইউটিউব চ্যানেলে subscribe করতে ভুলবেন না।
আর কম্পিউটার এর যে কোন সমস্যার জন্য আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।
আমার ফেসবুক আইডি: এখানে ক্লিক করুন বা নিচের লিংকে যান
http://www.facebook.com/wimax.shakib
আর আমার ফ্যানপেজঃ এখানে ক্লিক করুন বা নিচের লিংকে যান
http://www.facebook.com/siliconitbd
এই টিউনি পূর্বে আমার ব্লগে প্রকাশিত হয়েছে।
আপনি কি নিজের প্রতিষ্ঠান এর ওয়েব সাইট স্বল্প খরচে বানাতে চান ? আপনি কি আপনার প্রতিষ্ঠান এর TVC ভিডিও অ্যাড বানাতে চান ? আপনি কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার খুঁজছেন আপনার প্রতিষ্ঠান এর লোগো বা ফেসবুক কভার ফতো বানানোর জন্য? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৭১৩৬৬০২৯৯ অথবা আমাদের ফেসবুক ফ্যানপেজে যোগাযোগ করুন।
দেখা হবে আগামি কোন ভিডিও টিটোরিয়ালে ভালো থাকুন সবাই।
আল্লাহ হাফেজ।
আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ভাল টিউন।চালিয়ে যান।