স্যামসাং কপি সেট কিনে আমি প্রতারিত হলাম, আপনারাও কেনার আগে সাবধান।

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে কোন টীউন নিয়ে হাজির হই নি। আজ আমি বড় এক প্রতারনার শিকার। আমি চাইনা আমার মত কেউ এই প্রতারনার শিকার হোক। তাই এই টীউন।

আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা চাইলেও সব আশা পুরন করতে পারি না।  তাই অফার খুজে সেট নেয়াটা আমাদের অনেকটা অভ্যাসে পরিনিত হয়েছে। তো সেসব কথা বলে আর সময় নস্ট করতে চাই না।
আমি অনলাইন এ কপি স্যামসাং এর সেট এর ফিচার আর দাম দেখে পুরাই অবাক। সাইট এর নাম আপাতত বলছি না, টেকটিউনস এ তাদের বিজ্ঞাপন ছাপা হয়। যাই হোক আমি একটা স্যামসাং এস ৭ দেখে পছন্দ করি। দাম ও কম, ২ জিবি র‍্যাম, রোম ৩২ জিবি। অর্ডার দেয়ার আগে সাইট এর চ্যাট এবং ফোন দিয়ে কথা বলে নিলাম। আমার আগেই জানা ছিলো মুল ফোন আর কপি সেট এর পার্থক্য তো থাকবেই। তাদের সাথে কথা বলার কারন ই হোলো যে আমায় জানতে হবে কি পার্থক্য। তারা বলল যে এই সেট আর মুল সেটের র‍্যাম রোম অর্ধেক হবে। মুল সেটের র‍্যাম ৪ জিবি এটা দুই জিবি, রোম ৬৪ জিবির বদল ৩২ জিবি, ক্যামেরা কম মেগাপিক্সেল। আর কিছু ফিচার থাকবে না, তবে সাইট এ যা যা লেখা সব পাওয়য়া যাবে। আমি বিশেষ করে র‍্যাম ২ জিবি পাবো এই আশায় আমার পুরাতন সেট কম দামে বিক্রি করে দিলাম। বাকি টাকা যোগার করে অর্ডার দিয়ে দিলাম। তারপর আবার কথা বলে নিলাম, তারা বলল যে সব ঠিক আছে।

কি কি ফিচার দেয়া ছিল


সেট নিতে গেলাম, সেট হাতে পাবার আগেই টাকা দিতে হোলো, সেট অন করে দেখি মাত্র ৫% চার্জ। আমি সাইট এর নম্নরে ফোন দিলাম, তারা বলল চার্জ দিয়ে দেখেন সব ঠিক আছে। আমিও বাসা এনে চার্জ দেয়ার পর ফোন খুলে সব চেক করা শুরু করলাম। আমার তো পুরা মাথায় হাত র‍্যাম ২ জিবির যায়গায় ৫১২ এম্বি, ৪৫২ এভেইলেভেল।


তারপর কমপ্লেইন দিলাম, আমায় ফোন দিলো আর সব শুনে বলল পরে ফোন করবে। পরে আর ফোন করেনি। তবে তাদের পলিসি তে দেয়া ২৪ ঘন্টার মধ্যে ফেরত নেয়, জানি না সেই সময় শেষ হবার অপেক্ষায় কিনা। তবে কি আর বলবো, বিশ্বাস এর দিন মনে চলেই গেছে।
পরে কি হয় আমি তার অপেক্ষায়। বিস্তারিত একটা টিউন করবো ভাবছি। গরিবের টাকার কি মুল্য নেই নাকি?

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তাদের নাম ঠিকানা সহ বিস্তারিত লিখে মুখোশ উন্মোচন করে দিন। সবাই সচেতন হতে পারবে।

নিশ্চয় আজকেরডিল 🙂 🙂

    আগেই নাম বলতে চাচ্ছি না, সেটা যেই কম্পানি ই হোক । আশা করি এই নিয়ে ফূল টীউন করবো । আর এর প্রতিকার হিসেবে আমার কি ক্ষতিপুরন করে সেটাও দেখার বিষয়।

    hahaha

মিডিয়ায় প্রকাশ হলে উচিত বিচার হবে

কপি কিনা উচিত না…

Ajker deal .Com website tir nam…..

Level 2

Really Feeling sad for your. We shouldn’t purchase all kind of product from any online shop.