Gadget রিভিউ [পর্ব-০১]: চলুন দেখে নেই একটি ডিজিটাল মেইলবক্স এর রিভিউ (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম,

শুভ সকাল,কেমন আছেন সবাই?

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্য একটি জিনিস,যার নাম ডিজিটাল মেইলবক্স,

অনেকটা অদ্ভুত রকমের তাইনা?

হ্যা অদ্ভুতই বটে এবং এর নাম uCella.

আসুন আগে একবার দেখে নেই কেমন দেখতে এই ডিজিটাল মেইলবক্স

 

দেখাই যাছে এটা দেখতেও অনেকটা আকর্ষনীয়

আসুন এই বৈশিষ্ট্য গুলি একবার দেখে নিই,যে এতা কি কি কাজ করতে পারে

-এর আয়তন 21.65 x 24.52 x 3.85 ইঞ্চি

-এতে রয়েছে বিল্ট ইন Wi-Fi এবং নিজস্ব একটি এপস

- বিল্ট ইন মাইক্রোফোন

-এতে রয়েছে 5 মেগাপিক্সেল autofocusing ক্যামেরা

- 4 ইঞ্চি টাচস্ক্রিন ইউনিট

- uCella এর মধ্যে 21.65 x 43.52 x 20.86 ইঞ্ছি আয়তন এর বাক্স ধারন করতে পারে

-এর বিল্ট ইন অ্যাপ্লিকেশন মাস্টার QR কোড স্ক্যানিং করে ডেলিভারি করা প্যাকেজ গুলো গ্রহন করে

- এতে রয়েছে লিথিয়াম ব্যাটারি, যা স্বাভাবিক ব্যবহারে প্রায় 30 দিন পর্যন্ত চার্জ থাকে

- এটি পানি,ধুলা,এবং UV প্রতিরোধী

 

সত্যি বলতে বাংলাদেশে যে পরিমান চুরি হয় জিনিসপত্র,তাতে এই জিনিসটিও যদি বাংলাদেশে আসে,তাহলে কয়দিন থাকবে তা একমাত্র আল্লাহ জানেন 😛

আসুন আরো কিছু ছবি দেখে নিই uCella এর

 

 

 

 

আসুন এবার দেখে নেই এর কিছু ভিডিও

uCella:The Smartest Mailbox

uCella In Animation Style

এছাড়াও এর আরো বিস্তারিত জানতে পারেন এই খান থেকে

এটি আমার প্রথম টিউন,আশা করি আপনারা সবাই টিউমেন্ট করবেন,এবং কোথাও ভূল করে থাকলে শুধরে দিবেন

 

চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্রাইব করতে পারেন এখান থেকে

আগামীতে এরকমই নতুন কিছু উদ্ভাবন নিয়ে আবার আপনাদের কাছে আসব

ততদিন অবদি সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ

 

Level 0

আমি লাইট স্টেশন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি আপনাদের তাই প্রতিনিয়ত চেস্টা করে চলেছি নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন গুলোকে আপনাদের কাছে নিয়ে আসতে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশকে বিজয়ী করতে প্রয়োজন আপনার ভোট। প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম কি একবার সাড়া দেবে ? এসো সবাই মিলে বিজয়ী করি বাংলাদেশকে। বিশ্বকে জানিয়ে দেই আমরাই চ্যাম্পিয়ন
https://www.techtunes.io/tech-talk/tune-id/438763