টেকটিউনার ভাই ও বোনেরা
কেমন আছেন সবাই ? নিশ্চয় একটা ব্যাস্ত সপ্তাহ পার হল। আমি এই টিউন লিখবো করে সময়ের অভাবে লিখতে পারিনি। আজ ছুটির দিনে তাই লিখতে বসে গেলাম।
আজ আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে অভিনব পদ্ধতিতে অনলাইনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু চক্র।
আমেরিকার সিটিজেনশিপ এর স্বপ্ন নেই এমন লোক খুজে পাওয়া কষ্ট। আর সেই স্বপ্নকে পুজি করে একটি অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
ওয়েবসাইটের নাম - greencardvisa.us
যারা দাবি করছে ৮০০ টাকার বিনিময়ে তারা একটি ডিভি লটারির ব্যাবস্থা করেছে, তাদেরকে ৮০০ টাকা মানি অর্ডার করলে অথবা তাদের post অফিসের ক্যাশ কার্ডে ৮০০ টাকা পেমেন্ট করলে এই প্রোগ্রামে অংশ নেয়া যাবে।
অথচ তাদের ডোমেইনটি রেজিস্ট্রেশন করা একজন বাংলাদেশির নামে, মার্চ মাসের ১০ তারিখে ডোমেইন কেনা এবং মার্চ মাসের ১১, ২০১৭ মেয়াদ শেষ। স্ক্রিনশন দেখলে বুঝতে পারবেন
ছবিতে দেখতে পাচ্ছেন ডোমেইনটি মিরাজ হোসেন নামে এক ব্যক্তি নেমচিপ থেকে [email protected] ইমেইল ব্যবহার করে কিনেছে। এবার ভাবুন, আমেরিকা সরকার তাদের ডিভি প্রগ্রামের জন্য কোন বাংগালীকে দিয়ে এবং আউটলুকের ইমেইল দিয়ে কেন ডোমেইন কেনাবে ? তাছাড়া সরকারী অয়েব সাইট .gov দিয়ে থাকবে।
তারা নিজেদের সাইট কোন কোম্পানীর কোন সার্ভারে হোস্টিং করেছে তা লুকানোর জন্য cloudflare এর whois ব্যবহার করেছে। আপনারা কি কেউ দেখেছেন আমেরিকান কোন সরকারী সাইট একজন বাংলাদেশিকে চালানোর দায়িত্ত দেয়া হয়েছে ?
আপনারা ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পাবেন এবং বুঝতে পাবেন তারা প্রতারক। তাদের ওয়েব সাইটের বাংলা এবং ইংরেজি ২ ধরনেরই আছে। কত দরদ আমাদের প্রতি আমেরিকার !
তাদের কল সেন্টারও আছে। তাদেরকে ফোন করলে পাবেন ০১৭০০৯১২৬৭৬, ০১৭৫২৩০৩৬৫০ এই দুই নম্বরে। তাদের ইমেইল আইডি [email protected]
এই প্রোগ্রাম সত্য কি না জানার জন্য আমেরিকান এমবাসি তে ইমেইল করার পরে তারা উত্তর দিয়েছে -
Dear Mr Faruk,
Thank you for contacting the U.S. Embassy Dhaka. Please note that the link/website you found is not a U.S. government site and we do not endorse any visa agents or sites promoting visas to the United States.
Sincerely,
Fraud Prevention Unit
Consular Section
U.S. Embassy, Dhaka
Bangladesh
আমি ওদের ফেসবুক পেজে এব্যাপারে কিছু বলায় ওরা আমাকে ব্যান্ড করে দিয়েছে। ওদের পেজ এর লিংকঃ https://www.facebook.com/greencardvisa.us
এই হলো ওদের ফেসবুক পেজ এর টিউন
তাদের সিন্ডিকেটের লোক আমার এলাকার অলি গলি তে ছেয়ে গেছে। যারা ৩০০-৪০০ টাকার বিনিময়ে অশিক্ষিত লোকদের আবেদন ফরম পুরন করে দেয়।
আমি এটা নিয়ে কথা বলে অনেক অপমানিত হয়েছি। আমরা ধরা খাওয়ার পরে বুঝতে পারি, আগে পিছে না ভেবে আমরা আবেগপ্রবন হয়ে উঠি।
এজন্যই প্রতারকচক্র বার বার আমাদের ধকা দেবার সুযোগ পায়।
বন্ধুরা টিউন শেয়ার এবং লাইক করে সবাইকে জানিয়ে দিন এই অভিনব প্রতারকদের কথা। যাতে আপনার জন্য অন্তত আপনার আশে পাশের লোকজন আর্থিক খতির হাত থেকে বেচে যায়।
এবং ওদের ফেসবুক পেজ ভিজিট করে মাত্র ১ রেটিং দিন এবং ওদের প্রতারনার কথা লিখুন, টিউনে টিউমেন্ট করুন ওদের প্রতারনা কথা সবাইকে জানিয়ে দিন।
বিস্তারিত পরের টিউনে লিখব, অনলাইন সম্পর্কে অভিজ্ঞ এক ভাই ওদের ওয়েবসাইটের সব কিছু চেক করে দিবে।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ ভাই এই ব্যাপারে সচেতন করার জন্য।