প্রিয় পাঠক, কেমন আছেন সবাই? আগের মতো আবারও হাজির হলাম নতুন একটি ফোনের হ্যান্ডস-অন রিভিউ নিয়ে। আমার আজকের টিউন Walton Primo RM2 Mini এর Hands-on Review
১০,০০০ টাকার নিচে ২ গিগাবাইট র্যামের স্মার্টফোন - কিছুদিন আগেও এটা কেবল কল্পনাতেই ছিলো! একে বাস্তবে রূপ দিতে যেসব প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য তাদের মধ্যে অন্যতম হলো দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের নতুন সংযোজন Walton Primo RM2 Mini; মাত্র ৯,৯৯০ টাকা দামের এই ফোনে আছে ২ গিগাবাইট র্যাম, BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রেয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, উভয় সিমে থ্রিজি সাপোর্ট, ওটিজি সাপোর্ট, ১৬ গিগাবাইট রম প্রভৃতি। এই ফোনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি, সেইসাথে এতে থাকা Extreme Power Saving Mode ব্যবহার করে আপনি মাত্র ১০% চার্জ নিয়েও কয়েকঘন্টা ফোনটি চালাতে পারবেন।
ওয়ালটনের নতুন ফোন Primo RM2 Mini এর বিল্ড কোয়ালিটি, ইউজার ইন্টারফেস, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্সসহ নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আমার এই টিউন।
আনবক্সিং:
Primo RM2 Mini কিনলে আপনি এর সাথে যা যা পাবেন-
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
চমৎকার ডিজাইনের Primo RM2 Mini এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে স্পীকার।
এর ৩.৫ মিলিমিটার অডিও পোর্টটি রয়েছে উপরের অংশে আর নিচের অংশে রয়েছে ইউএসবি পোর্ট ও মাইক। ফোনটির ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একপার্শ্বে দেওয়া হয়েছে।
ফোনটির সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর প্রভৃতি। এর পাশাপাশি অন্যান্য ফোনের ন্যায় এই ফোনেও হোম, অপশন ও ব্যাক – এই তিনটি বাটন রয়েছে। ১৪৩.৫ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭১ মিলিমিটার আর এর পুরুত্ব মাত্র ৯.৬ মিলিমিটার। এই ফোনের ওজন ব্যাটারিসহ ১৯৮ গ্রাম।
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেস:
Primo RM2 Mini ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ।
এতে কাস্টোমাইজড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হওয়ায় এতে কোন আলাদা অ্যাপ ড্রয়ার নেই। চলুন তাহলে এই ফোনটির ইউজার ইন্টারফেস দেখে নেওয়া যাক-
এই ফোনে আপনি বিভিন্ন ধরণের থিম ব্যবহারের সুযোগও রয়েছে:
ডিসপ্লে:
৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লেসংবলিত Walton Primo RM2 Mini এর ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এই ফোনে ২.৫ ডি কার্ভ গ্লাস থাকার কারণে ডিসপ্লেতে কোন দাগ পড়ার ভয় নেই।
সিপিউ, চিপসেট ও জিপিউ:
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসম্পন্ন এই ফোনে মিডিয়াটেকের MT6580 চিপসেট ব্যবহৃত হয়েছে। আর চিপসেটের সাথে সামঞ্জস্য রেখে এই ফোনে মালি ৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে, ফলে এই ফোনে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করতে পারবেন।
স্টোরেজ ও র্যাম:
Primo RM2 Mini এ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি আছে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া OTG ক্যাবলের মাধ্যমে এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহারের সুযোগ তো থাকছেই।
আর এই ফোনে আছে ২ গিগাবাইট র্যাম, যার মধ্যে কোন থার্ড পার্টি অ্যাপ ইন্সটল না করলে প্রায় অর্ধেক ফাঁকা থাকে।
গেমিং পারফরম্যান্স:
কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র্যামের Primo RM2 Mini এর গেমিং পারফরম্যান্স পছন্দসই। এই ফোনে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে হিটম্যান স্নাইপার, গ্র্যান্ড থেফট অটো, হিরোস অব ৭১ সহ জনপ্রিয় নানা গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
ক্যামেরা:
সাশ্রয়ী বাজেটের Primo RM2 Mini এর ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় সুন্দর ছবি তুলতে রয়েছে BSI সেন্সর, এর পাশাপাশি আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ ফোকাস, টাচ শট প্রভৃতি সুবিধা। এর ক্যামেরায় ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায়।
দেখুন Primo RM2 Mini এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo RM2 Mini এর ক্যামেরায় তোলা ছবিঃ
সেলফি তোলার জন্য এই ফোনে আছে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
মাল্টিমিডিয়া:
Primo RM2 Mini এর অডিও সাউন্ড কোয়ালিটি দারুণ, আর ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকসম্পন্ন এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটিও মানানসই। এই ফোনে আরো আছে এফএম রেডিও, সে সাথে থাকছে এফএম রেডিও রেকর্ডার। ফলে আপনার পছন্দের কোন রেডিও প্রোগ্রাম রেকর্ডও করতে পারবেন।
এই ফোনে ১০৮০পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
কানেক্টিভিটি ও সেন্সর:
এই ফোনের উভয় সিমে থ্রিজি সুবিধার পাশাপাশি ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, হটনট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। আরও আছে জিপিএস, এ-জিপিএস, ডিজিটাল কম্পাস প্রভৃতি সুবিধা। Primo RM2 Mini এ অ্যাক্সিলেরোমিটার, লাইট, প্রক্সিমিটি প্রভৃতি সেন্সর বিদ্যমান।
ব্যাটারি:
Primo RM2 Mini ফোনটিতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এতে একবার ফুল চার্জ দিলে টানা ৮-৯ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ ও এইচডি ভিডিও দেখা যায়।
আর এই ফোনে থাকা Extreme Power Saving Mode ব্যবহার করে আপনি মাত্র ১০% চার্জ নিয়েও কয়েকঘন্টা ফোনটি চালাতে পারবেন।
ওটিজি সাপোর্ট:
এই ফোনে OTG (USB On The Go) থাকায় এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
OTA আপডেট সুবিধা:
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
বেঞ্চমার্ক:
Primo RM2 Mini এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো, যেখানে এর স্কোর এসেছে ২৫,১৪০; অন্যদিকে GeekBench এ এর স্কোর এসেছে ৩৫২ (সিঙ্গেল-কোর) ও ১০৫২ (মাল্টি-কোর) -
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ NenaMark এ Primo RM2 Mini এর স্কোর এসেছে ৫৩.৯
স্পেশাল ফিচার:
এই ফোনের যেসব ফিচারকে স্পেশাল মনে হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্মার্ট জেশ্চার, হটনট, সাসপেন্ড বাটন, মোবাইল সিকিউরিটি প্রভৃতি।
রং:
সাদা, সোনালী আর নীল - এই তিন রংয়ে বাজারে পাওয়া যাচ্ছে ওয়ালটন প্রিমো আরএম২ মিনি।
দাম:
নজরকাড়া ডিজাইন ও আকর্ষণীয় সব ফিচারের Walton Primo RM2 Mini এর দাম ক্রেতাদের হাতের নাগালেই রেখেছে ওয়ালটন কর্তৃপক্ষ। এই ফোনের বর্তমান বাজারমূল্য মাত্র ৯,৯৯০ টাকা।
একনজরে Primo RM2 Mini এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
যেসব কারণে ভালো লেগেছে Primo RM2 Mini-
Primo RM2 Mini এর সীমাবদ্ধতা:
এন্ট্রি লেভেলের ও সাশ্রয়ী বাজেটের এই ফোনে তেমন কোন সীমাবদ্ধতা চোখে পড়েনি, তবে এতে ফোরজি সাপোর্ট থাকলে ভালো হতো, আর চিপসেট ৬৪ বিট হলে পারফরম্যান্স আরও স্মুথ হতো।
শেষকথা:
১০,০০০ টাকা বাজেটের মধ্যে ২ গিগাবাইট র্যাম ও ভালো ক্যামেরার পাশাপাশি দারুণ ডিজাইন আর দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন কিনতে চাইলে এই মুহূর্তে দেশের বাজারে Primo RM2 Mini এর বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই ফোনে আপডেটেড চিপসেট আর ফোরজি সুবিধা থাকলে ষোলকলা পূর্ণ হতো!
Primo RM2 Mini এর রিভিউ নিয়ে কোন জিজ্ঞাসা থাকলে টিউমেন্টে জানান, আর আপনাদের সুন্দর টিউমেন্ট নিত্যনতুন টিউন করতে আগ্রহ যোগাবে। পরবর্তীতে দেখা হবে নতুন কোন টিউন নিয়ে, সবাই ভালো থাকুন।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
খুব কাজে একটি সেট। ফিচারে অনেক কিছু বলা থাকলেও কাজে তা নেই। কেনার ১০ দিনের মধ্যেই সমস্যা দেখান দিতাছে। ফেসবুক, হোয়াটসএপ, ইমু দিয়ে ভিডিও কল দিলে সেট প্রচন্ড গরম হয়ে নেটওয়ার্ক অফ হয়ে যায়। কিছুক্ষণ সেট বন্ধ করে রাখলে আবার নেট আসে।