দ্য জাঙ্গল বুক’ ট্রেলার দেখলে আপনার মন জুডিয়ে যাবে।
ডিজনির নয়া থ্রি-ডি লাইভ-অ্যানিমেশন মুভির ঝলকে ফের মনে পড়ল মোগলি-বাঘিরা-কা-কিং লুই আর অবশ্যই শের খানকে।
কে ভুলতে পারে রুডইয়ার্ড কিপলিংয়ের ক্ল্যাসিক চরিত্রগুলো!
চলতি মাসের শুরুতেই এর ট্রেলার রিলিজের পর পর এ ছবি ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।
নয়া মুভিতে মোগলির ভূমিকায় রয়েছে ১২ বছরের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা নীল শেঠি।মোগলির সঙ্গে অ্যানিমেশন ক্যারেক্টারদের ভয়েসওভার করেছেন এক ঝাঁক হলিউড তারকা। স্কারলেট জোহানসন রয়েছেন কার ভয়েসে। সঙ্গে বালুর কণ্ঠে বিল মারে, বেন কিংসলে করছেন বাঘিরা, লুপিতা নিয়াঙ্গোকে শোনা যাবে মোগলির মায়ের গলায়। আর শের খানের ভয়েসওভার করেছেন ইদ্রিস এলবা। ‘শেফ’ অভিনেতা-পরিচালক জোনাথন ফ্যাবরো এ ছবিতে ফের একবার ডিরেক্টরের চেয়ারে। হলিউডি কারিগরির সঙ্গে সঙ্গে ‘আয়রন ম্যান’-এর ডিরেক্টরের মুন্সিয়ানা দেখতেও তাই মুখিয়ে দর্শকরা।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
Link:
আশা করি সবাই ভালো থাকবেন।।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
এই চ্যানেল এ Subscribe করলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন।
আমি babul_worldnet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।