সবাইকে আমার সালাম । সবাই কেমন আছেন ? মনে হয় ভালই , আমিও ভালই আছি । প্রযুক্তি যে ভাবে এগিয়ে যাচ্ছে , পৃথিবী যে ভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি । সাথে সাথে আমাদের চাহিদাও বাড়ছে । আজ থেকে চার - পাঁচ আগেও দেখতাম ডেস্কটপ কম্পিউটার এর কি চাহিদা ছিলো , তখন অনেক কাছে ল্যাপটপ ছিলো চাঁদে যাওয়ার মত ব্যপার ।
কিন্তু এখন প্রযুক্তি কল্যানে ল্যাপটপ সবার সার্ধের মধ্যে এসে গেছে । এখন ছাত্র/ছাত্রী থেকে শুরু করে বাসার গৃহিনীরা পযন্ত ল্যাপটপ ব্যবহার করতে আগ্রহী । এই আগ্রহ থাকবে না কেন ? একটা ছোট্ট বই সাইজের যন্ত্র মাঝে যে সব কিছু পাওয়া যায় । গান শুনা থেকে অনেক বড় বড় কাজ এই ছোট্ট বই সাইজের যন্ত্র দিয়েই করা যায় । তাই আজ অনেকে দেখা যায় হরহামেশায় ল্যাপটপ কিনে আনতেছে ।
কিন্তু আপনি কি জানেন আপনার জন্য কোন ধরনের ল্যাপটপ ? ল্যাপটপ কেনার সময় এই কথা টা চিন্তা করেন না কিন্তু কেনার পর দেখা যায় অনেক মাথা চুল ছিড়তে দেখা যায় । একটু ভেবে চিন্তে কাজ টা করলে আপনার কি এই চুল ছিড়তে হত বলুন ? তাই আজ আমি আমার বাস্তব অবিগতা থেকে কিছু কথা শেয়ার করবো , যা হয় ত আপনার কাজ্ঞখিত ল্যাপটপ বাছাই করতে সাহায্য করবে ।
আসলে সবার জন্য সব ল্যাপটপ না । আপনি যদি একজন ছাত্র হোন তাহলে আপনার জন্য সাধারন কোন ল্যাপটপ হলেই চলে তবে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হোন তবে আপনার ল্যাপটপ টিকে হতে হবে হাই কনফিগারের । কি তাই না ? আমি আমার দৃস্টি কোনে যারা ল্যাপটপ ব্যবহার করবেন তাদের চার ভাগে ভাগ করেছি , যথা
যারা কলেজ , ইউনিভার্সিটে পড়ছেন তাদের জন্য প্রয়োজন একটি সাধারন মানে ল্যাপটপ , যা কম বাজেটে মধ্যে হবে আকারে ছোট , ওজ়ন কম এবং স্টাইলিশ । যেহেতু এখন বিভিন্ন কলেজ , ইউনিভার্সিটিতে ওয়াই-ফাই ব্যবহারে সুবিধা দিচ্ছে তাই ল্যাপটপ ওয়াই-ফাই , ওয়েব ক্যাম্প থাকলে মন্দ হয় না ।যা আপনি ইচ্ছা মত কলেজ ভার্সিটিতে নিয়ে যেতে পারবেন । আর এই ধরনের সুবিধা আপনি পেতে পারেন নোটবুক গুলোতে । আপনি সিঙ্গেল কোর বা ডুয়াল কোর বা কোর আই থ্রী , নিম্ন ১ জিবি ram[ ডিডিআর২ ,ডিডিআর ৩] , ২৫০-৫০০ জিবি হার্ডডিস্ক এমন ধরনের ল্যাপটপ নিতে পারেন । যেমন: এইচ পি এর 4410s Probook যার দাম মাত্র৪৫ হাজার টাকা এবং ডেল এর Inspiron 4020 যার দাম মাত্র৪০ হাজার টাকা ।
আপনি যদি একজন প্রোগ্রামার /গেমার [যেমন :ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার] হয়ে থাকেন তবে আপনার দরকার একটি শক্তিশালি এবং হাই কনফিগারের ল্যাপটপ । যাতে ব্যবহার করা হয়ছে নতুন প্রযুক্তি । যাতে আপনি ব্যবহার করতে পারবেন বুলূটুথা ,ওয়াই-ফাই , ওয়েব ক্যাম্প সহ আধুনিক প্রযুক্তি । হতে হবে অনেক ফাস্ট , যাতে কমান্ড দেয়ার সাথে সাথে আউটপুট প্রদান করে । আর এজন্য আপনি নিতে পারেন নতুন প্রযুক্তির ইন্টেল কোর আই ফাইভ [৬ কোর বিশিস্ট], আই সেভেন [৮ কোর বিশিস্ট] মানের cpu , ডিডিআর ৩ ram, ৫০০ জিবি - ১ টেরা হার্ডডিস্ক এবং আধুনিক প্রযুক্তির পিসি আই এক্সপ্রেস /গ্রাফিক্স কার্ড যা কমপক্ষে ১ জিবি নিচে নয় এবং ১৭ ইঞ্চি এলসিডি বা এলইডি ডিসপ্লে ।যেমন: ডেল এর Studio 1557 (Core i7) যার দাম মাত্র৮৫ হাজার টাকা ।
যারা ব্যবসা বানিজ্য করে অর্থাৎ যারা বিজনেস ট্রাভেলার তাদের ল্যাপটপ খুবেই শক্তিশালী হওয়া প্রয়োজন যাতে আপনার ল্যাপটপ গুরত্তপূর্ন সময় কোন সমস্যা নাকরে , কারন আপনাকে ব্যবসা বানিজ্য যেতে হতে পারে সেটা দেশের মধ্যে হোক আর বিদেশ এই হোক এছাড়া ল্যাপটপ থাকতে পারে অনেক সেন্সেটিভফাইল বা থাকেতে পারে কম্পানি বা ব্যবসা প্রতিস্টানের অনেক গুরত্তপূর্ন ডোকমেন্ট যা হারিয়ে গেলে আপনার কম্পানি বা ব্যবসা প্রতিস্টানের অনেক ক্ষতি হতে পারে , এখন ল্যাপটপ হারিয়ে লেগে কি করবেন ? চিন্তা নেই এখন অনেক শক্তিশালী ল্যাপটপ এসেছে, যা আপনার ভয়েচ বা ফিংগারপ্রিন্ট ছাড়া কেউ ওপেন করতে পারবে না । ডুয়াল কোর বা কোর আই থ্রী , নিম্ন ১ জিবি ram[ ডিডিআর২ ,ডিডিআর ৩] , ২৫০-৫০০ জিবি হার্ডডিস্ক এমন ধরনের ল্যাপটপ নিতে পারেন ।
আসলে বাড়িতে ব্যবহারের জন্য তেমন কোণ স্পেসাল ল্যাপটপ হয়ার প্রয়োজন নেই ।বাড়িতে ব্যবহার কারি আপনার বাবা-মা বা ভাই-বোন তাই না ত তাদের চাহিদা হবে গান শুনা , মুভি দেখা এবং বাড়িতে ছোট কেউ থাকলে সে গেম খেলবে আর ভাই-বোন রা নেট ব্রাউজ করবে এর ত বেশি না । এর জন্য আপনি যেকোন সাধারন মানের ল্যাপটপ নিতে পারেন । এর জন্য সিঙ্গেল কোর বা ডুয়াল কোর , নিম্ন ১ জিবি ram[ ডিডিআর২] , ১৬০-৫০০ জিবি হার্ডডিস্ক এমন ধরনের ল্যাপটপ নিতে পারেন । যেমন:এইচ পি 110-3003TU মিনি যার দাম মাত্র ৩০ হাজার টাকা ।
এখন বাজারে অনেক ধরনের ল্যাপটপ আছে । ঠিক কত প্রকারের ল্যাপটপ বাজারে আছে তা সংখায় বলা যাবে । এর মধ্যে বাজ়ারে যা আলোড়ন সৃস্টি করেছে তাদের মধ্যে নেটবুক একটা । যা ল্যাপটপ পরিবারে নতুন এসেছে । এটা নোটবুক এর চেয়ে আকারে ছোট হয়ে থাকে । এবং দাম ও খুব একটা বেশি না । বাজারে মাত্র ৩০ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে অনেক ভাল নেটবুক পেয়ে যাবেন । এটা তেমন শক্তিশালী ল্যাপটপ নয় ,তবে এর জনপ্রিয় কিন্তু ব্যপক। এবং দিনে দিনে এর চাহিদা বেড়েই চলছে।
ল্যাপটপ পরিবারের আর একটা সদস্য 'আলট্রা মোবাইল প্রাইভেট কম্পিউটার' বা UMPC , এটা সাধারনত টাচস্কিন প্রযুক্তি ব্যবহার করেছে । এটা আকারে অনেক ছোট হয়ে থাকে । এটা সাধারনত ৫-৭ ইঞ্চি এর মধ্যে হয়ে থাকে , এবং এটা অনেক বিলাসবহুল । এগুলোর নাম অনেক বেশি হয়ে থাকে । এদের মধ্যে উল্লেখ্যেযোগ্য হল Sony Vaio VGN-UX1XN যার মুল্য £২০০০ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ২৩০,০০০ টাকা , আর একটা হল OQO model 2 যার মুল্য £১১০০ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ১২৬,০০০ টাকা আর একটা হল Samsung Q1 যার মুল্য £৭৯৯ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ৯০,০০০ টাকা এবং Asus R2H Ultra-Mobile PC যার মুল্য £৬৮০ পাউন্ড যার বাংলাদেশি প্রায় মুল্য ৭৮,০০০ টাকা ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ভাল