ওয়ালটনের Primo V সিরিজের ফোনগুলোর সাধারণ বৈশিষ্ট্যই হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেট, এর ব্যত্যয় ঘটেনি Primo V সিরিজের নতুন একটি স্মার্টফোন Primo VX এর ক্ষেত্রেও। ১৭,৯৯০ টাকা দামের এই ফোনে Snapdagon 615 চিপসেটের পাশাপাশি আছে ২ গিগাবাইট র্যাম, অক্টাকোর প্রসেসর, ফুল এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ফোরজি সুবিধা। এছাড়া এতে সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেউয়া হয়েছে।
টেকটিউনসের পাঠকদের জন্য এর আগেও বিভিন্ন ফোনের রিভিউ নিয়ে টিউন করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমার এবারের টিউন Walton Primo VX এর Hands-on Review
একনজরে ওয়ালটন Primo VX এর ফিচারসমূহ-
যেসব কারণে ভালো লাগবে Primo VX-
Primo VX এর সীমাবদ্ধতাঃ
এই ফোনে চমৎকার সব ফিচার থাকলেও এতে ওটিজি সাপোর্ট নেই।
Primo VX এর আনবক্সিং:
আই ফোন কিনলে আপনি পাবেন–
বিল্ড কোয়ালিটি, ডিজাইন ও ডিসপ্লেঃ
বেশ আকর্ষণীয় ডিজাইনের প্রিমো ভিএক্স স্মার্টফোনটি সহজেই ক্রেতাদের নজর কাড়তে সক্ষম, মাত্র ৭.৩ মিলিমিটার পুরুত্ব ও ১২০ গ্রাম ওজনের এই ফোনটি হাতে ধরলে বেশ চমৎকার এক অনুভূতি হয়। Primo VX এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর নিচের দিকে ইউএসবি ২.০ পোর্ট ও স্পীকার। ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী আর অন্যপার্শ্বে পাওয়ার কী, মাইক্রো সিম ট্রে আর ন্যানো সিম/এসডি কার্ড ট্রে।
১৩৯.৫ মিলিমিটার উচ্চতা ও ৬৯.৫ মিলিমিটার প্রস্থের এই ফোনের সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর প্রভৃতি, এর পাশাপাশি আছে হোম/মেনু, অপশন ও ব্যাক – এই তিনটি বাটন।
ওয়ালটনের এই ফোনে আছে ৫ ইঞ্চির কোয়ান্টাম শার্প পিউর ব্ল্যাক আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। আর এর ডিসপ্লের নিরাপত্তায় আছে তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস।
অপারেটিং সিস্টেমঃ
Primo VX ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
ইউজার ইন্টারফেসঃ
দেখে নিন ওয়ালটন Primo VX এর ইউজার ইন্টারফেস-
প্রসেসর, জিপিউ ও র্যামঃ
১.৫ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরের এই ফোনে স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেট ব্যবহৃত হয়েছে আর জিপিউ হিসেবে আছে অ্যাড্রেনো ৪০৫; ফলে এই ফোনে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
Primo VX এর ২ গিগাবাইট র্যামের মধ্যে প্রথম বুট-আপের পর প্রায় ১ গিগাবাইট ফাঁকা থাকে।
মেমোরীঃ
Primo VX স্মার্টফোনটিতে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরী দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ১০ গিগাবাইট ব্যবহারযোগ্য, এর পাশাপাশি এই ফোনে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করা যাবে।
ক্যামেরাঃ
Primo VX স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সুন্দর ছবি তুলতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি সুবিধা, আর এর রিয়ার ক্যামেরার অ্যাপার্চার f2.0
Primo VX এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংসঃ
প্রিমো ভিএক্স এর ক্যামেরায় তোলা ছবিঃ
৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাযুক্ত এই ফোনে তোলা সেলফি-
মাল্টিমিডিয়াঃ
Primo VX এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড দারুণ লেগেছে, এর অডিও কোয়ালিটিও মানানসই।
আর এই ফোনে কোয়ান্টাম শার্প পিউর ব্ল্যাক ডিসপ্লে ব্যবহৃত হওয়ায় এতে চমৎকারভাবে ভিডিও উপভোগ করা যায়।
গেমিং পারফরম্যান্সঃ
স্ন্যাপড্রাগন চিপসেটসমৃদ্ধ অক্টাকোর প্রসেসরের ওয়ালটন Primo VX ফোনটি গেমিংয়ের জন্যও বেশ দারুণ, এতে ২ গিগাবাইট র্যাম থাকায় জনপ্রিয় নানা গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে ক্ল্যাশ অব ক্ল্যানস, অ্যাসফাল্ট ৮, ব্যাটল অ্যালার্ট, মাইন ক্র্যাফট প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
কানেক্টিভিটিঃ
ফোরজি সুবিধাসম্পন্ন Primo VX এ আছে ২টি সিম ব্যবহারের সুবিধা, যার একটি মাইক্রো সিম ও অপরটি ন্যানো সিম, তবে ন্যানো সিমের স্লটটিতে আপনাকে হয় ন্যানো সিম নয়তো মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করতে হবে। এছাড়া এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সেন্সর:
ওয়ালটনের নতুন ফোন Primo VX এ বেশকিছু নতুন সেন্সর ব্যবহার করা হয়েছে, যেমন-
হাঁটার স্টেপ গণনার জন্য পেডোমিটার, বায়ুচাপ পরিমাপের জন্য ব্যারোমিটার প্রভৃতি, এর পাশাপাশি প্রক্সিমিটি, লাইট, অ্যাক্সিলেরোমিটার ইত্যাদি সেন্সর তো রয়েছেই !
ব্যাটারি:
অক্টাকোর প্রসেসর ও ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ২,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, একবার ফুল চার্জে টানা ৬ ঘন্টারও অধিক সময় ওয়েব ব্রাউজ করা যায় কিংবা ৬-৭ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করা যায়।আর সাধারণ ব্যবহারে অনায়াসেই ১ দিন চলে যায়। তবে ব্যাটারি আরেকটু বেশি মিলিঅ্যাম্পিয়ারের হলে ভালো হতো।
বেঞ্চমার্কঃ
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo VX এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৮,২২৮। বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo VX এর স্কোর এসেছে ৫৬.৯ এবং বেঞ্চমার্ক যাচাইয়ের অপর অ্যাপ Geekbench এ Primo VX এর স্কোর ৫৬২ (সিঙ্গেল কোর) ও ২১১০ (মাল্টি কোর)।
OTA আপডেট সুবিধাঃ
ওয়ালটনের সমসাময়িক অন্যান্য ফোনের ন্যায় Primo VX ফোনটিতেও OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
দামঃ
দেশীয় বাজারের ক্রেতাদের হাতে স্বল্পমূল্যে অধিক ফিচারের ফোন তুলে দেওয়ার ক্ষেত্রে ওয়ালটন বেশ সচেষ্ট। আর তাইতো ফোরজি সুবিধা, অক্টাকোর প্রসেসর, স্ন্যাপড্রাগন চিপসেট, ২ গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের রিয়া ক্যামেরা ও চমৎকার সব ফিচারসংবলিত Primo VX স্মার্টফোনটির মূল্য ১৭,৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
শেষ কথাঃ
কোয়ান্টাম শার্প পিউর ব্ল্যাক ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট, ফোরজি সুবিধাসহ বিভিন্ন কারণে Primo VX থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। অন্যকথায় বলতে গেলে বলা যায় - স্পেসিফিকেশন, মূল্য, পারফরম্যান্স প্রভৃতি দিক বিবেচনায় বর্তমানে এই প্রাইস রেঞ্জের অন্যতম সেরা ফোন Walton Primo VX
Primo VX নিয়ে কোন জিজ্ঞাসা/টিউমেন্ট থাকলে টিউমেন্টে জানান। নতুন কোন স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।