এন্ট্রি লেভেলের ভালো বাজেট ফোন কিনতে গেলে ক্রেতাদের বেশ গলদঘর্ম হতে হয়! ডিজাইন ভালো তো ক্যামেরা ভালোনা, কিংবা ক্যামেরা ভালো হলেও দাম বেশি এমন নানা ঝামেলার মুখোমুখি হওয়াটা সাধারণ ব্যাপার! তবে বাজারে নতুন আসা Walton Primo G6 সেদিক থেকে কিছুটা আলাদা। সাশ্রয়ী বাজেটে যারা ভালো ক্যামেরার ফোন খোঁজেন তাদের কথা মাথায় রেখে মাত্র ৬,৭৯০ টাকা মূল্যের এই ফোনে BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি তুলতে কিংবা ভিডিও কল করার জন্য আছে ৩.২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এন্ট্রি লেভেলের এই ফোনের অন্যান্য ফিচার অনেকটা অনুমিতই।
এই ফোনের নানা বিষয় নিয়ে আমার আজকের টিউন Walton Primo G6 এর Hands-on Review
Walton Primo G6 এর আনবক্সিং: Primo G6 কিনলে আপনি এর সাথে পাচ্ছেন-
বিল্ড কোয়ালিটি ও ডিজাইন: এন্ট্রি লেভেলের Primo G6 এর বিল্ড কোয়ালিটি আহামরি নয়। এই ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী, আর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও চার্জার/ইউএসবি ২.০ পোর্ট।
প্রিমো জি৬ এর উপরের বাম দিকে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট, আর নিচের দিকে Primo G6 লেখার নিচে স্পীকার। ১৩১.৪ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৪.৭ মিলিমিটার আর এর পুরুত্ব ৮ মিলিমিটার ও ওজন ১৩৫ গ্রাম।
ফোনটির সামনের দিকে উপরের অংশে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর প্রভৃতি আর নিচের অংশে ব্যাক, হোম ও অপশন - এই তিনটি বাটন।
ডিসপ্লে: ৪.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লেসংবলিত এই ফোনের ডিসপ্লের রেজ্যুলেশন ৮৫৪x৪৮০ পিক্সেল।
অপারেটিং সিস্টেম: ওয়ালটনের সমসাময়িক অন্যান্য ফোনের মতো Primo G6 এর অপারেটিং সিস্টেমও অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ।
ইউজার ইন্টারফেস: এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড নয়, বরং এতে আলাদা লাঞ্চার ব্যবহার করায় ইউজার ইন্টারফেস ভিন্ন-
নোটিফিকেশন বার:
হোমস্ক্রীন:
অ্যাপ ড্রয়ার:
ডায়ালপ্যাড:
প্রসেসর ও জিপিউঃ মিডিয়াটেকের চিপসেটসমৃদ্ধ এই ফোনে সিপিউ হিসেবে আছে ১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর আর জিপিউ হিসেবে মালি-৪০০; এই বাজেট ফোনের গ্রাফিক্স কোয়ালিটি ও গেমিং পারফরম্যান্স মোটামুটি।
গেমিং রিভিউঃ এন্ট্রি লেভেলের ফোন হিসেবে Primo G6 সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে হালের জনপ্রিয় বিভিন্ন গেম যেমন - মডার্ন কমব্যাট ৪ : জিরো আওয়ার, হিরোস অব ৭১, ফিফা ১৬, ক্ল্যাশ অফ ক্ল্যানস, টেম্পল রান ওজেড প্রভৃতি কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
মেমোরী ও র্যাম: Primo G6 এর ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর ৫.২১ গিগাবাইট ব্যবহারযোগ্য, সেইসাথে আছে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহারের সুযোগ। আর এতে ইউনিফাইড স্টোরেজ সুবিধা থাকায় এর পুরো ইন্টারনাল মেমোরীই অ্যাপ ইন্সটলের জন্য ব্যবহার করতে পারবেন।
ফোনের পারফরম্যান্সের জন্য র্যামের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। Primo G6 এর ১ গিগাবাইট র্যামের মধ্যে কোন থার্ড পার্টি অ্যাপ ইন্সটল না করা অবস্থায় প্রায় অর্ধেক ফাঁকা থাকে।
ক্যামেরা: Primo G6 এর BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি সুবিধার পাশাপাশি আছে ফুল এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা।
দেখে নিন Primo G6 এর ক্যামেরা ইন্টারফেস–
Primo G6 এর ক্যামেরায় তোলা ছবি-
সেলফি তুলতে চাইলে কিংবা ভিডিও কল করতে চাইলে আছে ৩.২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দেখুন Primo G6 দিয়ে তোলা সেলফি-
মাল্টিমিডিয়া: ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি মানের, এর অডিও সাউন্ড কোয়ালিটিও মন্দ নয়।
আর আইপিএস ডিসপ্লেসমৃদ্ধ এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই উপভোগ করতে পারবেন।
ব্যাটারি: ৪.৫ ইঞ্চি ডিসপ্লের Primo G6 এর ১,৮৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যাকআপ মন্দ নয়; একবার ফুল চার্জ দিলে প্রায় ৫ ঘন্টা স্ক্রীন অন-টাইম থাকে। টানা ১.৫ঘন্টা ইউটিউবে ভিডিও দেখা ও গেম খেলার পর এর চার্জ ১০০% থেকে ৬৫% এ নেমে এসেছিলো।
বেঞ্চমার্ক: Primo G6 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নিয়েছিলাম, যেখানে এর স্কোর এসেছে ২০,৭০৫; এন্ট্রি লেভেলের ফোনে যা উল্লেখ করার মতো।
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo G6 এর স্কোর এসেছে ৬০.২
কানেক্টিভিটি: এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo G6 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা, যার একটি সিম স্লট মাইক্রো-সিম সাপোর্টেড আর অন্যটি মিনি সিম সাপোর্টেড।
স্পেশাল ফিচার: স্পেশাল ফিচার হিসেবে এই ফোনটিতে রয়েছে নোটিফিকেশন লাইট, ইউনিফাইড স্টোরেজ প্রভৃতি।
মূল্য:দারুণ ক্যামেরা আর প্রয়োজনীয় নানা ফিচারযুক্ত Primo G6 এর বর্তমান বাজারমূল্য মাত্র ৬,৭৯০ টাকা। ফিচারের তুলনায় এই দাম খুব একটা বেশি না।
একনজরে Primo G6 এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
যেসব কারণে ভালো লেগেছে Walton Primo G6 -
Primo G6 এর সীমাবদ্ধতা:
ওটিজি সাপোর্ট না থাকা ব্যতীত এই ফোনের উল্লেখযোগ্য কোন সীমাবদ্ধতা চোখে পড়েনি।
শেষ কথাঃ
৭ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ক্যামেরাযুক্ত ফোন কিনতে চাইলে Walton Primo G6 কে এগিয়ে রাখতে পারেন। তবে ওটিজি সাপোর্ট থাকলে এই ফোনটি পূর্ণতা পেতো, যদিও এন্ট্রি লেভেলের অনেক ফোনেই তা থাকেনা।
আজ এ পর্যন্তই। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সবার জন্য শুভকামনা।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
Good review & keep it up on regularly, Thanks