হ্যান্ডস অন রিভিউ: ফোর ইন ওয়ান মিনি সুইং মেশিন(দেখলে আপনার লস, না দেখলে আমার লস)

আসসালামু আলাইকুম। সুইং মেশিন কথাটা যদি না বুঝে থাকেন তবে চিত্রদুটি দেখেন।

অর্থাৎ, সুইং মেশিনের বাংলা হলো সেলাই মেশিন। আর মিনি সেলাই মেশিন হলো ছোটখাটো আকারের একটা সুন্দর চায়না সেলাই মেশিন। চায়নাদের কথাতো জানেনই। তারা এত বিশাল যন্ত্রটাকে মাত্র ১৯.৫ সেমি. করেছে ঠিকই কিন্তু কার্যক্ষমতা বেশ ভালো। একটা সাধারণ সেলাই মেশিন যেখানে ৬০০০-১০০০০ টাকা দাম সেখানে এর দাম মাত্র ১৫০০-২০০০ টাকা। আমি এটা অনলাইনে দুইদিন আগে অর্ডার দিয়ে গতকাল হাতে পেলাম। আর তারপর এখন রিভিউ লিখতে বসলাম।
এই মেশিনটি একটা ইলেক্ট্রনিক যন্ত্র। ব্যাটারী অথবা এডাপ্টরে চলে। অ্যাডাপ্টর অবশ্য সাধারণত আলাদা কিনতে হয়। এটা ম্যানুয়ালী লেখা। তবে আমি যেখানে কিনলাম সেখানে অ্যাডাপ্টর সহই পেয়েছি। এর সাথে থাকবে একটি ফুট প্যাডাল, একটি সুঁই, চারটি মেটাল ববিন।
সেলাই করা-
সেলাই করার জন্য ব্যাটারী লাগাতে হবে অথবা এডাপ্টর যুক্ত করতে হবে।  তিনটি বাটন আছে এর। উপরেরটি দিলে লাইট জ্বলবে সেলাইয়ের স্থানে যাতে দেখতে সুবিধা হয়। মেশিন চালু করতে মাঝের সুইচ চাপতে হবে। এই কাজ ফুট প্যাডালের সাহায্যেও করা যায়। এটাই আমার মতে সুবিধজনক কারণ প্রয়োজনমত থামা সহজ। আর শেষ সুইচটি গতি কমানো-বাড়ানোর। সাধারণ মেশিনের মতই সুতা ভরে সেলাই করা যায়।
ফিচার-
এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আকার ও ওজন। মাত্র ১৯.৫X১৯.৫X২১ সে.মি মেশিনটির ওজন মাত্র ৭০০ গ্রাম। আর এজন্য এটি খুবই সহজে বহনযোগ্য। এর দ্বারা সহজেই দ্রুত সেলাই করা যায়। মূল্য সাশ্রয়ী। DC 6V 800mA এডাপ্টর কিনে বিদ্যুৎ দিয়ে অথবা চারটি AA ব্যাটারী দিয়ে চালানো যায়। বিদ্যুৎ খরচ কম লাগে। এটা নিয়ে টেনশন নাই। সামনে একটা লাইট আর ব্লেডের মত আছে। ব্লেডটা ভিতরে এমনভাবে দেওয়া যাতে সুতা কাটা যায় কিন্তু অসাবধান হলেও হাত কাটবে না। স্পীড কন্ট্রোল করা যায়। সাধারণ সেলাই মেশিনের সব কাজই হয়। সব মিলিয়ে বেশ ভালোই এই মেশিন।
কোথায় পাবেন?-
আমি নিজে বাজারে  পায়নি। তাই আমি বলতে পারি এতটুকুই যেকোন অনলাইন শপে electric sewing machine বা mini sewing machine লিখে সার্চ দিলেই পাবেন। আমি কোথায় কিনেছি লিখে কোন বিজ্ঞাপন দিতে চাচ্ছি না।
এখানেই শেষ করি।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Bro apnar email ID Ta din bistarito janar janno.ami ekta kinte chassi.

আমি নিজেও কিনেছি একটা, একটু মোটা কাপড় সেলাই করা জায় না। এটা না কেনাই ভাল। সেলাইয়ের মানও খুব একটা ভাল না।