কোটি টাকার প্রশ্ন বললেও ভুল হয়ে যাবে এটি। আসলেই মাথা খারাপ করে দেবার মত প্রশ্ন। তবে চিন্তার কিছু নেই। এই আলোচনা শেষে আপনি মোটামুটি INTEL/AMD ২টা সম্পর্কেই ধারনা পাবেন এবং আপনার কাজের ধরনের উপর ভিত্তি করে আপনার জন্য সঠিক প্রসেসর পছন্দ করতে পারবেন। কে ভাল কে খারাপ সেই তর্ক নয়। ইন্টেল মূলত সবথেকে দামি প্রসেসর যার আছে সবথেকে সেরা পারফরমেন্স। আর AMD হচ্ছে আপনার বাজেট প্রসেসর। এমন এমন দামে আপনি এমন এমন জিনিস পাবেন যা ইন্টেল এ পাবার কথা স্বপ্নেও ভাবতে পারবেন না। তবে AMD এর হিটিং সমস্যা আছে আর ইন্টেল এর ডলার টু পারফরমেন্স রেশিও কম। এই ২ কোম্পানির এ ভাল খারাপ আছে। আপনাকে আগে নিজের চাহিদা সম্পর্কে জানতে হবে। আপনি কি চান। আপনি কি Home User নাকি আপনি গেমার। আপনি কি বাজেট এর ভেতরে সেরা গেমিং পারফরমেন্স চান নাকি আপনি আল্টিমেট পারফরমেন্স চান। আপনি কি ওভারক্লকার? আপনার প্রসেসরকে আপনি কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান?
আশা করি আপনি বের করে ফেলেছেন আপনি কি চান। এইবার আসুন গভীরে প্রবেশ করি।
এই টপিক নিয়ে যখন আলোচনা করবো তখন একটা কথাই মনে হবে। Complicated. আসলেই কিছুটা জটিল এই বিষয়টা। থ্রেড/হাইপারথ্রেড হচ্ছে ইন্টেল এর একটি টেকনোলজি যা একটি সিঙ্গেল কোরকে ২ কোরের সমান কাজ করার সাময়িক ক্ষমতা প্রদান করে। অর্থাৎ একটি ফিজিকাল কোরের সাথে একটি ভার্চুয়াল কোর। কিন্তু কোন কোন ক্ষেত্রে এই থ্রেড/হাইপারথ্রেড কাজের সেটা হচ্ছে আসল বিষয়। শুধু কোর দিয়ে বিবেচনা করলে ইন্টেল এর আছে কম কিন্তু খুব শক্তিশালী কোর। আর সেই তুলনায় AMD এর কোর সংখ্যা বেশি কিন্তু প্রতি কোরে ভোল্টেজ কম, অর্থাৎ কিছুটা দুর্বল।
এখন এই ফিজিকাল কোর আর ভার্চুয়াল কোরের সুবিধা কোথায়? গেমিং এর ব্যাপারে, শুধুমাত্র গেমিং এর ক্ষেত্রে যখন আসি তখন দেখা যায় যে ভারচুয়াল+ফিজিকাল কোর সাধারন কোর থেকে এগিয়ে। মানে হচ্ছে ৪ কোর ও ৪ থ্রেড এর প্রসেসর ৮ টি ফিজিকাল কোর থেকে এগিয়ে। এর কারণটা বলি। কোর কে কাজ করার জন্য সফটওয়্যার এর মাধ্যমে কমান্ড দেয়া হয়। আর যখন একটি কোরে একটি থ্রেড বা ভার্চুয়াল কোর যুক্ত হয় সেটি সফটওয়্যার এর সাথে একটা ফিজিকাল কোর থেকে বেশি ভালভাবে কমিউনিকেট করতে পারে। মডার্ন গেমগুলো যেমন Battlefield 4, Watch Dogs, AC Unity এরা কোয়াড কোর এর ক্ষেত্রে সবগুলো কোর কেই Utilize কোরে। সো থ্রেড ব্যবহার করার ফলে মিনিমাম কোর ব্যবহারের পর এরা সেই কোর এর সাথের থ্রেড কে সম্পূর্ণ ব্যবহার কোরে। আগেই বলেছি যেহেতু থ্রেড সফটওয়্যার এর সাথে বেশ ভালভাবে কমিউনিকেট কোরে, সুতরাং সেই থ্রেডগুলো একটা কোরের থেকেও বেশি পরিমানে অপটিমাইজ হয়। Bingo!! তাই গেমিং এর ক্ষেত্রে ইন্টেল এর i5 ৪ কোরের প্রসেসর AMD এর ৮ কোরের প্রসেসর এর সমান ও কিছু ক্ষেত্রে এগিয়ে। কিন্তু যেই সকল গেম সিপিউ ইন্টেন্সিভ নয় বা ফিজিকাল কোর কে বেশি অপটিমাইজ কোরে, সেইখানে AMD এগিয়ে আছে। যেমন Battlefield 3. বেঞ্চমার্কে দেখা গেছে যে BF3 থ্রেড বা ভার্চুয়াল কোর থেকে ফিজিকাল কোর কে বেশি Utilize করে। কিন্তু ৭০% কাজের ক্ষেত্রেই ডেডিকেটেড বা ফিজিকাল কোর ভার্চুয়াল বা থ্রেড থেকে বেশ এগিয়ে। সো শুধু গেমিং, গেমিং গেমিং চিন্তা করলে ইন্টেল এর Advantage হচ্ছে অনেক বেশি। Thanks to HYPER THREADING.
এবার আসা যাক মাল্টি টাস্কিং এ। ব্রাউজ করছেন, গান না সুনলে চলে নাকি। ব্যাকগ্রাউন্ড এ দেখি আবার একটা ভিডিও কনভার্ট করছেন। ওমা!!! স্কাইপ আর ইয়াহু মেসেঞ্জার দেখু চালু। সাথে আবার আছে একগাদা ব্যাকগ্রাউন্ড প্রসেস। এই যদি আপনার অবস্থা হয় তাহলে আপনার ভরসা হচ্ছে বেশি সংখ্যক ফিজিকাল কোর। In this case, AMD is UNBEATABLE. যেহেতু AMD এর ফিজিকাল কোর অনেক বেশি ও ক্যাশ মেমরি বেশি, সো এই ধরনের মাল্টি টাস্কিং আপনার জন্য হয়ে যাবে ছেলেখেলা। ইন্টেল যে মাল্টি টাস্কিং এ খারাপ সেটা নয়। তবে একই দামের ৪ কোরের i5 ও ৮ কোরের Bulldozer এর তুলনা করলে ইন্টেল পাত্তাই পাবে না। নরমাল ভিডিও এডিটিং, এডোবি এর কাজকর্ম করতে চাইলে এই AMD হবে আপনার প্রথম পছন্দ।
সিরিয়াস ভিডিও এডিটর কিংবা রেন্ডারিং এর ক্ষেত্রে আবার সেই ইন্টেল। কারন সেই একটাই, মাল্টি থ্রেড যা সফটওয়্যার দ্বারা সম্পূর্ণ Utilize হয়। তাই Adobe Premier Pro, Maya, Cinema 4D তে হেভি হেভি রেন্ডার করা যদি হয় আপনার নিত্তদিনের কাজ, ইন্টেল হওয়া উচিত আপনার প্রথম পছন্দ।
আমি নেওয়াজ মোর্শেদ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আবার Intel কে AMD থেকে এগিয়ে রাখি। এমনিতেও আন্তর্জাতিক বাজারে Intel এগিয়ে তবে AMD ও কম যায়না। ভালো টেকনিক্যাল ইনফরমেশন দেয়ার জন্য অনেক ধন্যবাদ।