যারা অধিক মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিসমৃদ্ধ স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য ওয়ালটন এনেছে Primo HM2, নতুন এই ফোনের সবথেকে উল্লেখযোগ্য ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি। ৯,৪৪০ টাকা মূল্যের এই ফোনে অন্যান্য ফিচারের মধ্যে আছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ওএস, OTG সাপোর্ট, ডুয়েল সিম, ইউনিফাইড ইত্যাদি।
ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo HM2 এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, ইউজার ইন্টারফেস, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা পারফরম্যান্স ইত্যাদি নানা বিষয়ের সমন্বয়ে আমার এবারের টিউন Walton Primo HM 2 এর Hands-on Review
ওয়ালটন Primo HM2 এর আনবক্সিং:
Primo HM2 কেনার পর আপনি এর সাথে যা যা পাবেন–
ডিসপ্লেঃ
এই ফোনে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এর ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেলের। এই ফোনের ডিসপ্লের নিরাপত্তায় কর্নিংয়ের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
চমৎকার ডিজাইনের Primo HM2 স্মার্টফোনটি মাত্র ৭.৯ মিলিমিটার পুরু। আর ১৪১ মিলিমিটার উচ্চতা ও ৭০.৫ মিলিমিটার প্রস্থের এই ফোনটির ব্যাটারিসহ ওজন ১৫০ গ্রাম। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর নিচের অংশে ইউএসবি ২.০ পোর্ট, এছাড়া ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী।
এই ফোনের পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে স্পীকার। এর পাশাপাশি সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর ইত্যাদি তো রয়েছেই।
অপারেটিং সিস্টেমঃ
এই ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর OTA আপগ্রেড সুবিধার মাধ্যমে পরবর্তীতে আরও আপডেট পাওয়ার সুযোগ তো থাকছেই!
ইউজার ইন্টারফেসঃ
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ চালিত ওয়ালটন Primo HM2 এর ইউজার ইন্টারফেস দেখে নেওয়া যাক-
নোটিফিকেশন বারঃ
হোমস্ক্রীনঃ
অ্যাপ ড্রয়ারঃ
প্রসেসর, চিপসেট ও জিপিউঃ
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরের এই ফোনে মিডিয়াটেকের MT6582 চিপসেট ব্যবহৃত হয়েছে।
জিপিউ হিসেবে ওয়ালটন তাদের এই ফোনে মালি-৪০০ ব্যবহার করেছে। এতে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
গেমিং পারফরম্যান্সঃ
এন্ট্রি লেভেলের এই ফোনটি সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে নানা জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে ক্যান্ডি ক্র্যাশ সাগা, কিংডম রাশ, মাইন ক্র্যাফট, টেম্পল রান ২ প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
স্টোরেজ ও র্যামঃ
Primo HM2 স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৫ গিগাবাইট ব্যবহারযোগ্য।
এই ফোনে রয়েছে ১ গিগাবাইটের র্যাম, যার মধ্যে প্রায় ৯৬৭ মেগাবাইট ব্যবহারযোগ্য।
ক্যামেরাঃ
৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাযুক্ত এই ফোনে সুন্দর ছবি তোলা নিশ্চিত করতে BSI সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি সুবিধাও বিদ্যমান।
এই ফোনের ক্যামেরা সেটিংসঃ
এর ক্যামেরায় তোলা ছবিঃ
২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তোলা সেলফি-
মাল্টিমিডিয়াঃ
Primo HM2 এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি বেশ দারুণ।
আর এই ফোনে আইপিএস ডিসপ্লে ব্যবহৃত হওয়ায় এতে দারুণভাবে ভিডিও উপভোগ করা যায়। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
OTA আপডেট সুবিধাঃ
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
সিমঃ
ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় প্রিমো এইচএম ২ ফোনটিতেও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
ব্যাটারিঃ
ব্যাটারির দিক থেকে এই ফোন আলাদা গুরুত্ববহন করে; ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে সংবলিত Primo HM 2 এ ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জ দিলে টানা ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। এছাড়া একবার ফুল চার্জে টানা প্রায় ৯ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করা যায়।আর সাধারণ ব্যবহারে অনায়াসেই ১-১.৫ দিন চলে যায়।
কানেক্টিভিটিঃ
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।
ওটিজিঃ
ওয়ালটনের নতুন এই ফোন Primo HM 2 এ রয়েছে OTG (USB On The Go) সুবিধা। ফলে ব্যবহারকারী এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
স্পেশাল ফিচারঃ
এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে স্মার্ট জেশ্চার, নোটিফিকেশন লাইট, মোবাইল অ্যান্টি-থেফট প্রভৃতি সুবিধা।
বেঞ্চমার্কঃ
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo HM 2 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ১৯,৫০৩
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo HM 2 এর স্কোর এসেছে ৫৩.৪
দামঃ
স্পেসিফিকেশনের তুলনায় Primo HM2 এর দামকে ক্রেতাসমাজের হাতের নাগালেই রেখেছে ওয়ালটন। ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে আকর্ষণীয় ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ ও চমৎকার সব ফিচারসংবলিত এই ফোনটির মূল্য ৯,৪৪০ টাকা নির্ধারিত হয়েছে।
একনজরে ওয়ালটন Primo HM2 এর ফিচারসমূহ-
Primo HM2 এর পছন্দের দিকসমূহঃ
Primo HM2 এর সীমাবদ্ধতাঃ
স্বল্পমূল্যের স্মার্টফোন Primo HM2 এ দুর্বল মালি-৪০০ জিপিউ এর ব্যবহার ব্যতীত অন্য কোন উল্লেখযোগ্য সীমাবদ্ধতা চোখে পড়েনি।
শেষ কথাঃ
ব্যাটারি ব্যাকআপকে অগ্রাধিকার দিয়ে কম বাজেটে প্রয়োজনীয় নানা ফিচার সংবলিত আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন কিনতে চাইলে ওয়ালটন Primo HM2 এর বিকল্পও খুঁজে পাওয়া ভার। অন্যকথায় বলতে গেলে বলা যায় - স্পেসিফিকেশন, আপগ্রেডেড অপারেটিং সিস্টেম, মূল্য, পারফরম্যান্স প্রভৃতি দিক বিবেচনায় বর্তমানে এই প্রাইস রেঞ্জের সেরা ফোন Primo HM 2
আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোন টিউন নিয়ে; টিউমেন্টে আপনাদের মূল্যবান টিউমেন্টের অপেক্ষায়…
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।