আসসালামু আলাইকুম।
এই টিউনটা তিন গোয়েন্দা সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। নাম: কঙ্কাল দ্বীপ। স্কেলিটন আইল্যান্ড বা বাংলায় কঙ্কাল দীপ। সুন্দর একটি দীপ। সেখানে ছিলো একটি সুন্দর পার্ক। অনেক আগে সেখানে এক মেয়ে নাগরদোলায় চড়ার সময় এসেছিলো ঝড়। সবাই পার্ক থেকে চলে গেছিলো। কিন্তু স্যালি নামের সেই মেয়ের শখ হলো ঝড়ের মাঝে নাগরদোলায় চড়বে। নাগরদোলা থামাতে দিলো না সে। ঝড়ের মধ্যে বজ্রপাতে সে মারা গেলো। তার ভূত দেখা গিয়েছিলো এমন গুজব আছে। নাগরদোলায় নাকি চড়তে দেখা যায় তাকে। বন্ধ হয়ে যায় পার্ক। কিন্তু মাঝখানে অনেকদিন দেখা যায়নি সেই ভূত। আবার ঘনঘন দেখা দিতে শুরু করে সেই ভূত। এটা কি শুধুই জেলেদের কুসংস্কার? নাকি তারা মিথ্যা বলছে? নাকি অন্য কিছু?
ছবির শ্যুটিংয়ের একটি দলের বিভিন্ন যন্ত্রপাতি চুরি যাচ্ছে। গার্ড রেখে ঠেকানো যাচ্ছে না চুরি। সন্দেহ পাপালো হারকুস নামের এক গ্রেসান ছেলের উপর। কিন্তু তিন গোয়েন্দা বুঝতে পারলো তার সাথে চুরির সন্দেহ নেই। তবে চোর কে?
অনেক আগের এক জলদস্যুর মোহর ডুবে আছে অথবা লুকানো আছে সেখানে অথবা সমুদ্রে। হঠাৎ দু-একটা মোহর পাওয়া যায়। কিন্তু কোথায় গুপ্তধন দীর্ঘদিনেও পাওয়া যায়নি। মোহরগুলোর কি হয়েছে তবে? এমন অনেক রহস্য লুকিয়ে আছে কঙ্কাল দীপে। কিন্তু রহস্যের সমাধান কি?
১ম ভলিউমের দ্বিতীয় কেস কঙ্কাল দীপ।
ভলিউম-১, ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন |
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
এই ধরনের পোস্ট কি টেক্টিউনের সাথে যায়?? শুধু গল্পে থেমে থাকেনি গল্প থেকে ব্যাক্তিগত ব্লগেরও প্রচারনা চালানো হয়েছে খুবই বাজে ভাবে!! এডমিনদের দৃষ্টি আকর্ষন করছি। এসব পোস্টের মাধ্যমে টেকটিউনের গনগত মান বারবে না!