সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। আশা করি সবাই ভাল আছেন।
আমরা অনেকেই বিভিন্ন পিটিসি সাইটে কাজ করে থাকি ও করছি। পিটিসি সাইটগুলোর মধ্য অন্যতম সেরা সাইট ছিল নিওবাক্স। যাকে পিটিসি সাইটের জননী বলে আখ্যায়িত করেছেন অনেকেই। যাইহোক বেশ কিছু দিন পূর্বে আমার ব্লগ সাইটে ২/৩ জন টিউমেন্ট করেছিলেন নিওবাক্স বন্ধ হয়ে যাচ্ছে। অতপর অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছিলেন সত্যিই কি নিওবাক্স সাইট বন্ধ হতে চলেছে? হ্যা আজকের বিষয়টি জানানোর জন্য রিভিউ করছি।
নিওবাক্সের সাথে নতুন করে পরিচয় করানোর কারন নাই। এটি পর্তুগালের রেজিঃ কোম্পানী ছিল। বিগত এক দশকের বেশী সময় ধরে তারা পে করেছে। প্রতি মাসে তাদের লেনদেন ছিল প্রায় ১২০ কোটি টাকার মত। এবং গ্রাহক সংখ্যা প্রায় ৩ মিলিয়নের মত। বেশ কিছু পূর্বে বিভিন্ন দেশের ইউজারগন ফিডব্যাক দিতে শুরু করেন যে নিওবাক্স থেকে তারা পে পাচ্ছেন। অবশ্য প্রথমত আমিও উক্ত কথা শুনে থতমত খেয়েছি। পরে পিটিসি ইনভেসটেগেশন সাইট হতে জেনেছি সাইটটি স্ক্যাম হতে চলেছে। তবুও এই বিষয়ে অনেক ব্যবহারকারীর মধ্য মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমনঃ এক পক্ষ বলছেন তারা ঠিকমত পেমেন্ট পাচ্ছেন না এবং অন্যপক্ষ বলছেন পেমেন্ট পাচ্ছেন। ব্যক্তিগত হিসাবে নিওবাক্স সাইটে আমার একাউন্ট ছিল কিন্তু সেখানে তেমন কাজ করতাম না, ক্লিকসেন্স সাইটে বেশী কাজ করা হত। ৩ বছর পূরাতন একাউন্ট দ্বারা ২০ ডলার মত আর্ন করেছিলাম। যাইহোক আমার পরিচিত জনদের মধ্য অনেকেই এই সাইটের ইউজার। তাদের একজনকে গত সপ্তাহে উইথড্র করতে দেখেছি। সুতরাং নিজের কাছেও বিষয়টি গোলমেল মনে হচ্ছে। অপরদিকে ptc-investigation এর জপিরও ফেলনা নই।
১। প্রাথমিকভাবে দেখানো হয়েছে সাইটটি স্ক্যাম
২। তথাপি বিশ্বের বিভিন্ন প্রান্ত হইতে ইউজারদের রেসপন্স/ফিডব্যাকও ভাল নই। শুধুমাত্র লাল চিহৃ নির্দেশনা দেখাচ্ছে নিম্নরুপঃ
অবশ্য নিওবাক্স অফিসিয়াল সাইট হতে এই বিষয়ে কোন টিউমেন্ট করা হয়নি। তবে ptc-investigation জরিপ অনুযায়ী ধরে নেওয়া যায় সাইটটি স্ক্যাম হতে শুরু করেছে। এবং অভিযোগ গুরুতর ও প্রমানিত হবে যখন আমরা কোন বাংলাদেশী পেমেন্ট পাইতে তিক্ত অভিজ্ঞতা অর্জন করব। সুতরাং এখনো দেখার বিষয় নিওবাক্স সাইট সম্পূর্ণ বন্ধ হতে কত দিন লাগে! কিংবা সাইট উন্নয়ন নিয়ে নিওবাক্স কর্তৃপক্ষের কোন পরিকল্পনা আছে কিনা।
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
Only idiots works on PTC sites. Don’t waste your valuable time.