Walton Primo C4 এর হ্যান্ডস-অন রিভিউ

একদম এন্ট্রি লেভেলের স্মার্টফোন ক্রেতাদের কথা মাথায় রেখে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন সম্প্রতি বাজারে এনেছে তাদের Primo C সিরিজের নতুন স্মার্টফোন Primo C4; নতুন এই ফোনের উল্লেখযোগ্য দিকগুলো হলো ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, হালকা গড়ন, ৫১২ মেগাবাইট র‍্যাম আর OTA আপডেট। এর পাশাপাশি মাত্র ৩,১৯০ টাকা মূল্যের এই ফোনে প্রয়োজনীয় প্রায় সকল ফিচারই আছে।
Primo C4 review
ওয়ালটনের এন্ট্রি লেভেলের স্মার্টফোন Primo C4 এর Hands-on Review নিয়ে আজ টেকটিউনসের পাঠকদের সামনে হাজির হয়েছি।
আনবক্সিং:
Primo C4 কিনলে আপনি এর সাথে যা যা পাবেন –

  • হ্যান্ডসেট
  • ব্যাটারি
  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

Primo C4 unboxing

অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ব্যবহার করা হয়েছে।
Primo C4 review OS

ডিসপ্লে ও ইউজার ইন্টারফেস:
Primo C4 এ রয়েছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে আর এর রেজ্যুলেশন ৪৮০x৩২০ পিক্সেল।
Primo C4 Display
চলুন C4 এর ইউজার ইন্টারফেস দেখে নিই-
অ্যাপ ড্রয়ারঃ
Primo C4 App Drawer
নোটিফিকেশন বারঃ
Primo C4 Notification Bar
হোমস্ক্রীনঃ
Primo C4 Home screen

ডায়ালপ্যাডঃ
Primo C4 Dialpad

বিল্ড কোয়ালিটি ও ডিজাইন:
প্রিমো C4 স্মার্টফোনটি বেশ ছোটখাট ও হালকা। ১১৭.৮ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৩ মিলিমিটার ও এর পুরুত্ব ১২.২ মিলিমিটার; আর এর ওজন ১১২ গ্রাম
Primo C4 review
এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর পাওয়ার বাটন আর নিচের দিকে ইউএসবি ২.০ পোর্ট। ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী।
Primo C4 hands-on review
প্রিমো C4 স্মার্টফোনটির পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে রয়েছে স্পীকার। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই।
Primo C4 review

প্রসেসর ও জিপিউ:
এন্ট্রি লেভেলের এই ফোনে রয়েছে ১.২ গিগাহার্টজ গতির প্রসেসর আর মিডিয়াটেকের চিপসেট। আর এই ফোনে মালি-৪০০ জিপিউ ব্যবহার করেছে। এই ফোনের গ্রাফিক্স কোয়ালিটি কিংবা গেমিং পারফরম্যান্স মন্দ নয়।

Primo C4 review GPU
ক্যামেরাঃ
এই ফোনে ১.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
Primo C4 এর ক্যামেরা ইন্টারফেস-
Primo C4 Camera Review
আর ক্যামেরার সেটিংস এর স্ক্রীনশট –
Primo C4 Camera Review

দেখুন দিনের আলোতে এই ফোনের ক্যামেরায় তোলা ছবিঃ
Primo C4 review Camera Sample 1

Primo C4 review Camera Sample 2

এছাড়া টুকটাক ভিডিও কলিং করতে চাইলে কিংবা সেলফি তুলতে চাইলে রয়েছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।

মাল্টিমিডিয়া:
Primo C4 এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি মানের, এর অডিও সাউন্ড কোয়ালিটি ভালোই।

Primo C4 audio review
এই ফোনে ৭২০ পি ভিডিও কোন ধরণের ল্যাগিং ছাড়াই চলেছে-
Primo C4 video review

গেমিং পারফরম্যান্স:
স্বল্পবাজেটের এই ফোনটি সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে বিভিন্ন ধরণের গেম বেশ স্মুথলি খেলা যায়, তবে এর র‍্যাম মাত্র ৫১২ মেগাবাইট হওয়ায় এইচডি গেম খেলতে খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে স্বল্পর‍্যামবিশিষ্ট এই ফোনে টেম্পল রান ওজেড, টেম্পল রান ২, মাইনক্রাফট প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Primo C4 Gaming Review Temple Run OZ

মেমোরীঃ
Primo C4 এ মাত্র ৫১২ মেগাবাইট ইন্টারনাল মেমোরী দেওয়া হয়েছে, আর এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড সাপোর্ট করে।
Primo C4 review Memory

এই ফোনে মাত্র ৫১২ মেগাবাইটের RAM ব্যবহার করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪৭০ মেগাবাইট ব্যবহারযোগ্য।
Primo C4 hands-on review RAM

কানেক্টিভিটি ও অন্যান্য:
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। প্রিমো C4 ফোনটিতে আছে ২টি সিম ব্যবহারের সুবিধা। আর হ্যাঁ, এর উভয় সিমেই কিন্তু থ্রিজি সুবিধা উপভোগ করা যায়।
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।
Primo C4 OTA Update

সেন্সর:
ওয়ালটনের নতুন এই ফোনে সেন্সর হিসেবে রয়েছে অ্যাক্সিলেরোমিটার (থ্রিডি) ও প্রক্সিমিটি।
Primo C4 Battery Review
বেঞ্চমার্ক:
Primo C4 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো, AnTuTu তে এর স্কোর এসেছে ৭,৪২৫

Primo C4 review AnTuTu Benchmark Score

মূল্য:
সুন্দর ডিজাইন ও প্রয়োজনীয় নানা ফিচারসংবলিত Primo C4 স্মার্টফোনটির মূল্য মাত্র ৩,১৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন।

একনজরে Primo C4 এর ফিচারসমূহ -

  • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
  • ৩.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ১.২ গিগাহার্টজ গতির সিঙ্গেলকোর প্রসেসর
  • ৫১২ মেগাবাইটের র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • ১.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
  • ৫১২ মেগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ডুয়েল সিম
  • ১৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি

Primo C4 Specs

Primo C4 এর ভালো লাগার দিকসমূহ:

  • হালকা গড়ন
  • ৫১২ মেগাবাইট র‍্যাম
  • কম দাম

Primo C4 এর সীমাবদ্ধতা:
এর ইন্টারনাল মেমোরি কমপক্ষে ৪ গিগাবাইট করা হলে ফোনটি আরও সহজে গ্রাহকবান্ধব হতে পারতো, এছাড়া এতে সিঙ্গেল কোর প্রসেসরের বদলে ডুয়েলকোর প্রসেসর ব্যবহার করা হলে সুবিধা হতো।

Primo C4 awesome

চূড়ান্ত সিদ্ধান্ত:
যারা অতি অল্প বাজেটে স্মার্টফোনে হাতে খড়ি দিতে চান তারা প্রয়োজনীয় নানা ফিচার সংবলিত Primo C4 বেছে নিতে পারেন। বিশেষ করে যারা ছোট স্ক্রিনের এবং দারুণ গ্রিপের ফোন খোঁজেন তাদের জন্য ওয়ালটনের এই ফোন হতে পারে শীর্ষ পছন্দের। সত্যি বলতে কী এর থেকে কমদামে বর্তমান বাজারে ৫১২ মেগাবাইট র‍্যামের ফোন পাওয়া সম্ভব নয়।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo kharap na

আমি এটার ইউজার আর এটার রিভিউ নিয়ে একটা টিউন ও করেছিলাম। যাই হোক, আপনি আরো ডিটেইল এ দিলেন। আর এটা না কিনে সিম্ফনি ই৭৬ কেনাই বেটার। এটার লঞ্চার প্রবলেম করে, বার বার মাংকি টেস্ট ফেইল মেসেজ আসে। আর ইন্টারনাল স্টোরেজ কম এর কারনে প্রচুর র‍্যাম (!) থাকা সত্বেও কিছুই ইনস্টল দেয়া যায় না। মেমোরি ককার্ড এ নিয়ে কিছুটা ইনস্টল দেয়া যায় আরকি। সিংগেল কোর এ আর কি খেলবো? ব্যাটারি নিয়ে আর কি বলবো, এই দামে ১৩০০ mAh দিছে আর কি। বাজেট ৪০০০ করে এটা না নেওয়াই বেটার মনে হইছে। কারন, ৫১২ এম্বি র‍্যাম দিয়ে আই ওয়াস করছে আর ইন্টারনাল স্টোরেজ দিছে ৫১২ এম্বি। যার ১৬১ এম্বি সাপোর্ট করে, তার মধ্যে ৯৭+ এম্বি অপারেটীং সিস্টেম খায়, বুঝুন ঠেলা!

ভাই, এই ছবিগুলার কোয়ালিটি অসাধারন
http://4.bp.blogspot.com/-WkW-dw2uNuY/VfkSEp7uboI/AAAAAAAAEEI/DsxWefhbsH4/s1600/IMG_20150826_151450.jpg
http://2.bp.blogspot.com/-p5mCnHu1iN8/VfkSCbkOkwI/AAAAAAAAEDg/Q1D5Dtsg7PM/s1600/IMG_20150826_151314.jpg

কোন ক্যামেরা দিয়ে তুলছেন মডেলটা একটু বলবেন প্লীজ?