দেশের বাজারে ক্রমাগতই আসছে নতুন সব স্মার্টফোন, চলছে অপেক্ষাকৃত কমমূল্যে অধিক ফিচারের ফোন আনার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ওয়ালটন এবার তারা বাজারে এনেছে প্রয়োজনীয় নানা ফিচার সংবলিত ফোন Primo GF4; মাত্র ৬,১৯০ টাকা মূল্যের এই ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ, কোয়াডকোর প্রসেসর, স্মার্ট কভার সেন্সর, ওটিজিসহ নানা আকর্ষণীয় ফিচার। কমদামে ভালো ফোন কিনতে চাইলে অনায়াসে এটি বেছে নিতে পারেন।
Primo GF4 এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, ইউজার ইন্টারফেস, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, ক্যামেরায় তোলা ছবির মান, ব্যাটারি ব্যাকআপ প্রভৃতি বিশ্লেষণধর্মী তথ্য নিয়ে আমার আজকের টিউন Walton Primo GF4 এর Hands-on Review
রিভিউয়ের শুরুতে একনজরে Primo GF4 এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নিন-
Primo GF4 এর আনবক্সিং:
Primo GF4 এর সাথে পাচ্ছেন-
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
ডিজাইনের দিক থেক বেশ চমৎকার একটি ফোন Primo GF4, ১৩১.৫ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৬ মিলিমিটার আর এর পুরুত্ব ৯.৭ মিলিমিটার। ফোনটি বেশ ছোট ও হালকা হওয়ায় (ওজন মাত্র ১২৯ গ্রাম) এটি সহজেই হাতে ধরা যায়।
Primo GF4 এর পেছনের দিকে উপরের অংশে আছে ক্যামেরা লেন্স, ফ্ল্যাশলাইট আর নিচের দিকে স্পীকার। এছাড়া সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, স্পীকার ইত্যাদি।
ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী আর এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট।
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেস:
এই ফোনে ৪.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ৮৫৪x৪৮০ পিক্সেলের।
এবার তাহলে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ চালিত এই ফোনের ইউজার ইন্টারফেস দেখে নিই-
হোমস্ক্রীন:
অ্যাপ ড্রয়ার:
উইজেট বার:
নোটিফিকেশন বার:
প্রসেসর, চিপসেট ও জিপিউ
১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের Walton Primo GF4 এ মিডিয়াটেকের MT6580 চিপসেট ব্যবহৃত হয়েছে।
এর পাশাপাশি এই ফোনে মালি-৪০০ জিপিউ ব্যবহার করেছে। এতে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।
মেমোরী:
Primo GF4 এর ইন্টারনাল মেমোরী ৮ গিগাবাইট, এর মেমোরীর উল্লেখযোগ্য দিক হলো এতে রয়েছে ইউনিফাইড স্টোরেজ সুবিধা, যার কারণে সম্পূর্ণ ইন্টারনাল মেমোরীই অ্যাপ ইন্সটলের জন্য ব্যবহার করা যায়।
এই ফোনে ১ গিগাবাইটের র্যাম দেওয়া হয়েছে ফলে স্মুথলি নানা এইচডি গেম খেলা যায়।
গেমিং:
স্বল্পবাজেটের এই ফোনটি সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে বিভিন্ন ধরণের গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে হালের জনপ্রিয় গেম ক্ল্যাশ অফ ক্ল্যানস, কিংডম রাশ, রিয়াল ক্রিকেট, টেম্পল রান ওজেড প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
ক্যামেরাঃ
ছবি তোলার জন্য Primo GF4 এ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এর ক্যামেরায় আছে সেলফ-টাইমার,ফেস ডিটেকশন, স্মাইল শট ইত্যাদি দারুণ সব ফিচার। আর অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ সুবিধাতো আছেই।
ক্যামেরা সেটিংস–
এই ফোনের ক্যামেরায় তোলা ছবিঃ
আর সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের জন্য আছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Primo GF4 দিয়ে তোলা সেলফি-
মাল্টিমিডিয়া:
Primo GF4 এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি মানের, এর অডিও সাউন্ড কোয়ালিটিকে বেশ ভালো বলা যায়। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে-
কানেক্টিভিটি, সেন্সর ও অন্যান্য:
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo GF4 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা। এর একটি সিম স্লট মাইক্রো-সিম সাপোর্টেড আর অন্যটি মিনি সিম সাপোর্টেড।
ব্যাটারিঃ
৪.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লের Primo GF4 এ ১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারী ব্যাকআপ সন্তোষজনক পর্যায়ের। একবার ফুল চার্জ দিলে টানা ৪.৫ ঘন্টা থেকে ৫ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ অথবা ৫ ঘন্টা এইচডি ভিডিও উপভোগ করা যায়।
বেঞ্চমার্ক:
ডিভাইসের ক্যাপাবিলিটি জানার জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo GF4 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২০৭৯৩, কম বাজেটের ফোনে এই স্কোর অনেক বেশি-
Nenamark এ Primo GF4 এর স্কোর ৫৭.৪-
স্পেশাল ফিচার:
স্পেশাল ফিচার হিসেবে এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে।
এছাড়াও আছে এন্টি-থেফট, হল সেন্সর বা স্মার্ট কভার, নোটিফিকেশন লাইট, ইউনিফাইড স্টোরেজ ইত্যাদি।
দাম:
অধিক ফিচারের ফোন মানে অধিক মূল্য – এই ধারণাকে পালটিয়ে দিয়েছে যেসব প্রতিষ্ঠান তাদের মধ্যে ওয়ালটন অগ্রগণ্য। আর তাইতো ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে আকর্ষণীয় ডিজাইন ও চমৎকার সব ফিচারসংবলিত Primo GF4 স্মার্টফোনটির মূল্য মাত্র ৬,১৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন।
যেসব কারণে Primo GF4 ভালো লেগেছে:
Primo GF4 এর দুর্বলতা:
বাজেট ফোন হিসেবে Primo GF4 এর তেমন কোন দুর্বলতা চোখে পড়েনি। তবে এই ফোনের ব্যাটারী ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের হলে বেশি ভালো হতো।
শেষ কথা:
কমদামে ভালো ফোন কিনতে চাইলে বর্তমান বাজারের সেরা ফোন ওয়ালটন Primo GF4, বিশেষ করে ওটিজি সাপোর্ট থাকায় এটি অন্যান্য ফোন থেকে এগিয়ে।
Primo GF4 নিয়ে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা টিউমেন্ট লিখতে পারেন টিউমেন্টের ঘরে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
সুন্দর টিউন। আরো ভালো টিউন করার চেষ্টা করুন।