বাংলাদেশী ফ্রি হোস্টিং কোম্পানি!! ১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ

সম্মানিত টিউনারদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল।

অনেকেরই ইচ্ছা নিজের একটি ওয়েব সাইট হউক। তাই তারা ওয়েব সাইট কিভাবে তৈরি করতে হয় তার জন্য বিভিন্ন সাইটে ঘোরাঘুরি করে ওয়েব সাইট বানানো শিখেন। আর ওয়েব বানানো শিখলেই হয়ে যায় না, তাই তাদের প্রয়োজন পড়ে ওয়েব হোস্টিং এর। অনেকে হয়ত হোস্টিং কিনে ফেলেন আবার অনেকে হোস্টিং কেনার সামর্থ্য না থাকা অথবা প্রথম অবস্থায় হোস্টিং এর পিছনে টাকা খরচ করতে চান না। এ জন্য তারা গুগলে ফ্রি হোস্টিং নিয়ে খুজাখুজি করেন, অথবা পরিচিতদের কাছে পরামর্শ নিয়ে থাকেন কোন ফ্রি হোস্টিং ব্যবহার করা যায়। আর যে হোস্টিং পাওয়া যায় তা অধিকাংশই বিদেশী কোম্পানি থাকে। আর ফ্রি হোস্টিং হওয়ায় সাপোর্ট পাওয়া ও দুষ্কর হয়ে যায়। কোন সমস্যা হলে সাপোর্ট পাওয়া যায় না। এসব কথা চিন্তা করে একটা ফ্রি হোস্টিং সার্ভিস সাইট চালু করলাম। ২৪/৭ সাপোর্ট পাবেন হেল্পডেস্ক অথবা ইমেইলের মাধ্যমে।

আমাদের সুবিধা সমূহ:

১০ জিবি ডিস্ক স্পেস,
১০০ জিবি ব্যান্ডউইথ,
৫ টি এডঅন ডোমেইন,
৫ টি সাবডোমেইন,
৫ টি ডাটাবেজ,
৫ টি ইমেইল,
১ ক্লিক অটো ইন্সটলার,
এডভান্স ডিএনএস জোন এডিটর,
সাইট বিল্ডার সহ আরো অনেক সুবিধা।

অর্ডার করার সাথে সাথে একাউন্ট এ্যাকটিভ হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন Domain Host Mart

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিশাল ব্যাপার স্যাপার দেখা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর অফারের জন্য।

    আপনাকে ও ধন্যবাদ।

Level 0

ডাটা সেন্টার কোথাকার ? বাংলাদেশী না বিদেশী কোন কোম্পানি থেকে সার্ভার কিনে এই অভার দেওয়া হচ্ছে। আমার জানা মতে বাংলাদেশে তো কোনো ডাটা সেন্টার নেই।

    ডাটা সেন্টার এর সাথে অফারের কি সম্পর্ক একটু বুঝিয়ে বললে আমরা যারা অবুঝ বুঝতে সক্ষম হব।

    ডাটাসেন্টার আমেরিকাতে। আর আপনি দেখছি প্রায় সবার হোস্টিং বিষয়ক টপিকে একই প্রশ্ন করছেন এর কারণটা কি জানাবেন?

    Level 0

    আমি এ ধরণের প্রশ্ন করি, কারণ আমাদের দেশে হোষ্টিং কোম্পানি গুলো একই ধাচের বাটপারে নং ১, কষ্ট পেলেন বুঝি। কখনো বড় অফার এর কথা শুনলেই আমার মনে পড়ে যে এটা হয়তো আরেকটা বাটপারি। আর দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কোন কোম্পানি অফার করে না। সাইট পপুলার হলেও হোষ্টিং কোম্পানি গুলো বুঝিযে দেয় যে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ……

    বাহ চমৎকার সম্পর্ক দেখালেন ডাটাসেন্টারের সাথে বাটপারির। যাইহোক, সব কোম্পানিকে আপনি বাটপার বলতে পারেন না। বাটপার কোম্পানি শুধু বাংলাদেশে না পৃথিবীর সব জায়গাতেই আছে। আর বাংলাদেশে সমস্যা হচ্ছে যা তাদের দেয়ার সামর্থ্য নাই তারা অফার করে থাকে। আর সব দোষ কিন্তু কোম্পানির না কাস্টমারদের দোষও আছে। যেমন সাইনআপ করার আগে টার্মস অব সার্ভিস না দেখা। কম টাকায় অনেক পাওয়ার চিন্তা করা। যেমন- ১ জিবি হোস্টিং এর দাম পড়বে ২০০০-২৫০০ টাকা পড়বে। কিন্তু কাস্টমার চায় ৫ জিবি হোস্টিং ২০০০ টাকায়। তাই অধিকাংশ কোম্পানি বাটপারি করতে বাধ্য হয়। আর অধিকাংশ হোস্টিং চালিয়ে থাকে ১৯-২৩ বছরের স্টুডেন্টরা। তাই এরা চলচাতুরির আশ্রয় নিতে চিন্তা করে না।

    আর ডাটাসেন্টারের সাথে বাটপারির কোন সম্পর্ক আমি দেখি না। গ্রাহক যদি সচেতন না হয় তাহলে চিটিং এর শিকার হবেই। কোম্পানি নির্বাচন করার আগে যে বিষয়গুলো জানতে হয় তা না জেনে দাম কম দেখে হুড়মুড়ি খেয়ে পড়লে তো ভাই চিটিং শিকার হওয়া ছাড়া উপায় নাই। কোন কোম্পানি যদি ১জিবি হোস্টিং ২৫০০ টাকা অফার করে কাস্টমার বলে অমুক কোম্পানিতো ৫ জিবি একই টাকায় দেয়। তখন কাস্টমারদের কি বলা যায়? এবং সার্ভিস কেমন দেয়া যাবে?

    আর আমাদের প্রজেক্টের স্পন্সর Burst.Net।
    ধন্যবাদ আপনাকে। আমি আপনার কথায় কষ্ট পাইনি। কিন্তু আপনার প্রশ্ন গুলো দিয়ে কোম্পানির ভাল মন্দ বুঝা যায় না। আপনি সবাইকে নিজস্ব ডাটাসেন্টার কি না জিজ্ঞেসা করছেন। পৃথিবীর সব কোম্পানির ডাটাসেন্টার নাই। যেমন আপনি হোস্টগেটর এর আনলিমিটেড হোস্টিং ব্যবহার করছেন। তাদের ও নিজেস্ব ডাটাসেন্টার নাই, তারা প্লানেট ডাটাসেন্টার থেকে সার্ভার কিনে বিক্রি করে থাকে। এবং যে কয়টা ভাল হোস্টিং কোম্পানি আছে সবাই বিভিন্ন ডাটাসেন্টার থেকে সার্ভার কিনে বিক্রি করে। বাংলাদেশের অনেক কোম্পানিও প্লানেট, সফটলেয়ার, র‍্যাকসার্ভার এবং আরো অন্যান্য ডাটাসেন্টার থেকে সার্ভার কিনে বিক্রি করে থাকে। এবং তাদের ওয়াল্ড ওয়াইড সুনাম ও আছে।

আশা করছি আপনাদের অফার ভালো হবে। আমি ও চিন্তা করছি একটা নিবো কিনা ।
বাংগালির যা স্বভাব !! অনেকেই প্রতারিত হয়।
আশা করছি কাউকে হতাশ করবেন না।

    ধন্যবাদ,

    প্রতারণার বিষয়টা বুঝলাম না।

    ইসলাম ভাই বোধহয় পেইড হোস্টিংয়ে প্রতারণার কথা বলছেন।
    @ইসলাম
    এটা ফ্রী হোস্টিং। এখানে প্রতারণা করে কোম্পানীর কোন লাভ নেই।

আমি একটা ইসলামিক ব্লগ তৈরী করার প্ল্যান করেছি, যা ওয়ারডপ্রেসে করবো, আপনারা যে ফ্রি হোস্টিং দিচ্ছেন তা কি কোন নির্দিষ্ট সময়ের জন্য? আপনাদের ওয়েবসাইটের F.A.Q তে দেখলাম যে আপনারা কোনো এড প্রদর্শন করেবেন না, এটি কি ফ্রি হোস্টিং এর জন্যও প্রযোজ্য? হোস্টিং স্পেস এর মেয়াদ কতদিন থাকবে? আনলিমিটেড নাকি নির্দিষ্ট সময়ের জন্য?

    ফ্রি হোস্টিং এ এড দেয়া হবে না তবে নিচে আমাদের হোস্টিং এর একটা লিংক থাকবে। আর হোস্টিং এর কোন মেয়াদ নির্ধারণ করা হয়নি।

    আপনার যদি সিপ্যানেল হোস্টিং প্রয়োজন হয় তবে MongolDhoni.Org থেকে নিতে পারেন। সম্পূর্ণ এ্যাড ফ্রী হোস্টিং। আর মেয়াদ আপনি যতদিন চান তত দিন। সময় পেলে একবার ঘুরে আসবেন আমাদের সাইট থেকে।

    DHmart.info – আপনাকে ধন্যবাদ, লিঙ্ক থাক সমস্যা নেই, কিন্তু আমার মেয়াদটা জানা প্রয়োজন, এতে আমি ব্যাপারটা ক্লিয়ার হতে পারতাম।

    @বাবর ভাই- আপনাদের সাইটে এই মূহুরতে ঢুকতে পারছি না DNS Lookup Error দেখাচ্ছে, কিছুক্ষণ পড়ে আবার দেখবো। ধন্যবাদ

    বাবর ভাই, এখন ঢুকতে পারছি।

    আমাদের সাইটে ঢুকতে সমস্যা হলে আমাদের হোস্টিং ফোরামে আসুন। ঠিকানাঃ MongolDhoni Hosting Forum – http://forum.mongoldhoni.org

    আমাদের সাইটে ঢুকতে সমস্যা হলে আমাদের হোস্টিং ফোরামে আসুন। ঠিকানাঃ http://forum.mongoldhoni.org

ভাই ওয়েব পেজে ফর্ম পূরণের সুবিধা পাচ্ছিনা আপনাদের হোস্টিং সাইটে। MS Front Page Extension সাপোর্ট করেনা কিনা বুঝতে পারলাম না।

    MS Front Page Extension সাপোর্ট নাই। আর কিসের ফর্মের কথা বলেছেন বুঝলাম না।
    MS Front Page Extension সাপোর্ট হোস্টিং দরকার হলে আপনি বাবর ভাইয়ের সাথে যোগাযোগ করুন উনার ফোরামের মাধ্যমে।

Comments are closed.