স্টাইলাস ব্র্যান্ডের দুটি স্মার্টফোন ও একটি ফিচার ফোন দেশের বাজারে আনল এসিআই। এ সি আই এর আগে ফার্মাসিউটিক্যালস, এগ্রো বিজনেস, কনজুমার ব্র্যান্ডস এবং চেইনশপ স্বপ্নের মাধ্যমে পরিচিতি পেয়েছে ।
এক হাজার থেকে ২৫ হাজারের মধ্যে এসিআইয়ের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যাবে।’
এসিআই মোবাইলের বাজারে আনা প্রথম স্মার্টফোনটির মডেল হচ্ছে স্টাইলাস ০৬৫ যাতে রয়েছে অক্টাকোর প্রসেসর, দুই জিবি র্যাম ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর পাঁচ ইঞ্চি মাপের এই ফোনটির পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দেশের বাজারে এই ফোনটির দাম ১২ হাজার ৫৯০ টাকা।
কিউ ৭৫ নামের আরেকটি স্মার্টফোন যাতে রয়েছে কোয়াডকোর প্রসেসর, এক জিবি র্যাম। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপসহ ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ফোনটির দাম সাত হাজার ৬৯০ টাকা। ফিচার ফোন হিসেবে এসিআই বাজারে এনেছে পি৭৬ মডেলটি। দুই ইঞ্চি জাভা, ১২৮ / ৬৪ মেমোরি সম্পন্ন মডেলটিতে ব্যবহারকারীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এর দাম দুই হাজার ২৯০ টাকা।
প্রতিটি সেটের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি ও সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। স্টাইলাস মোবাইলের ওয়েবসাইট http://www.mystylusmobile.com থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
আশা করি অন্যান্য ব্রান্ডের মত এ সি আই কোম্পানির নতুন স্টাইলাস ব্র্যান্ড আমাদের গুনগত মান টিক রেখে আরও চমক লাগানো ফিচার সহ স্মার্টফোন বাজারে আনবে এই প্রত্যাশাই।
ভাল থাকবেন সবাই,সময় পেলে আমার সাইট টি ঘুরে আসতে পারেন
আমার সাইট এখানে ক্লিক করুন
আমি সোহাগ অাহেমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেটা স্বপ্ন নয়,যা মানুষ ঘুমিয়ে দেখে । স্ব্প্ন সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না ।